27/05/2025
ট্রেনে এক ব্যতিক্রমী মানুষ দেখলাম...!!
জয়পুরহাট ছাড়িয়ে ট্রেন এগোচ্ছে।হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোকের দিকে নজর গেলো।টিকিট হাতে নিয়ে বারবার সিট নাম্বার দেখছেন, কিন্তু কোথাও বসছেন না।
কৌতূহলে জিজ্ঞেস করলাম,
— "ভাই, আপনি কি সিট খুঁজে পাচ্ছেন না? দিন টিকিটটা, আমি দেখে দিচ্ছি।"
তিনি টিকিট দিলেন। দেখলাম, নাটোর পর্যন্ত একটি টিকিট—স্পষ্ট সিট নাম্বার লেখা।
আমি গিয়ে সিটটা খুঁজে বের করে বললাম,
— "এই যে ভাই, এটা আপনার সিট। এখানে বসেন।"
তিনি হালকা হেসে বললেন,
— "না ভাই, থাক। ওই সিটে একটা মেয়ে বসে আছে। উনিই বসুক, আমি দাঁড়িয়ে চলে যাবো। বেশি দূর না তো!"
আমি হতবাক...!!
আজকাল যেখানে মানুষ সামান্য স্বার্থে একে অন্যের প্রতি রূঢ় হয়ে ওঠে, সেখানে এই ভদ্রলোক নিজের অধিকারের সিটেও বসতে চান না—শুধু একজন নারী যাত্রী যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যেতে পারে, সেই ভাবনায়!
এমন মানুষ এখনো আছে—
শ্রদ্ধা জানাতেই হয়।
কপি পোস্ট