04/09/2023
পারিবারিক বিয়ের প্রথম রাতে যা ঘটে

দেখুন ভাইয়া, আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয়না, আমার এসব ভীষণ ভয় লাগে!”
মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের ওপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেললো অভি, কেমন বাচ্চাদের মতো কথাবার্তা।
অভি ঘুরে দাড়িয়ে হাসিমুখে বললো,– কি বলছো এসব দৃষ্টি! আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ।
“তবুও আমি ওসব কাজ করতে পারবো না” আমতা আমতা করে দৃষ্টি বললো।
“আচ্ছা ওসব করতে হবেনা,” বলে অভি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসলো।
“ তাহলে ঐ যে মানিব্যাগ থেকে ঐ প্যাকেটগুলা বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে,” বলে দৃষ্টি মাথা নিচু করে রইলো।
অভি বললো,– তোমাকে যেমন ভাবী এটার সম্পর্কে বলেছে,
আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে।
লাল শাড়ীতে দৃষ্টিতে লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে,
এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে।
দৃষ্টির বয়স বেশী হলে ষোলো কি সতেরো হবে।
অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি,
গতবছর দৃষ্টির মা-বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার
পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এখানে নিয়ে আসে।
এবং আব্বু আম্মুর ইচ্ছে দৃষ্টিকে অভির বউ করা।
এবছর তাদের ইচ্ছেটা পূর্নতা পেলো।
দৃষ্টিকে অভিরও ভীষণ পছন্দ, যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ,
তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ও।
অভী কিছুদিন হলো বসুন্ধরা গ্রুপে একটা সেকশনের প্রডাকশন
সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট,
তবুও দৃষ্টির কেমন যেন লাগছে,
এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে!
ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে দৃষ্টি, তাই দেখে অভি বললো,
– এবার তো খোলো দৃষ্টি।
অভির মুখে এই কথা শুনে দৃষ্টি ভয়ে গুটিশুটি মেরে বললো,
– আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে!
অভি হা হা করে হেসে ফেলে বললো,
– আরে ভয়ে কীসব উল্টাপাল্টা ভাবছো দৃষ্টি!
আমি ঘোমটা খুলতে বলেছি, গরম লাগছে তো তোমার।
শাড়ী খুলে নরমাল ড্রেস পরো, ভালো লাগবে।
দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বললো,
– আমি শাড়ী খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি!
: হা হা হা, তুমি আমার সামনে বদলাতে যাবে কেন।
: সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে!
: কীসব বলছেন! লজ্জা করেনা আপনার?
: স্বামী স্ত্রীর