BD Hridoy khan

BD Hridoy khan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD Hridoy khan, Digital creator, Rangpur.

04/09/2023

পারিবারিক বিয়ের প্রথম রাতে যা ঘটে



দেখুন ভাইয়া, আজকের রাতে শারীরিক মেলামেশা না করলে হয়না, আমার এসব ভীষণ ভয় লাগে!”

মানিব্যাগ থেকে জন্মবিরতিকরণ পদ্ধতির উপকরণ বের করে টেবিলের ওপর রাখার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেললো অভি, কেমন বাচ্চাদের মতো কথাবার্তা।

অভি ঘুরে দাড়িয়ে হাসিমুখে বললো,– কি বলছো এসব দৃষ্টি! আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ।

“তবুও আমি ওসব কাজ করতে পারবো না” আমতা আমতা করে দৃষ্টি বললো।

“আচ্ছা ওসব করতে হবেনা,” বলে অভি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসলো।

“ তাহলে ঐ যে মানিব্যাগ থেকে ঐ প্যাকেটগুলা বের করে রাখলেন, ওগুলো কেন? ওগুলো দিয়ে কি হয় ভাবি কিন্তু আমাকে বলেছে,” বলে দৃষ্টি মাথা নিচু করে রইলো।


অভি বললো,– তোমাকে যেমন ভাবী এটার সম্পর্কে বলেছে,

আমাকেও তেমন বন্ধুরা এটা ফাজলামো করে দিয়েছে।

লাল শাড়ীতে দৃষ্টিতে লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে,

এ যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে।

দৃষ্টির বয়স বেশী হলে ষোলো কি সতেরো হবে।

অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি,

গতবছর দৃষ্টির মা-বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাবার

পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এখানে নিয়ে আসে।

এবং আব্বু আম্মুর ইচ্ছে দৃষ্টিকে অভির বউ করা।

এবছর তাদের ইচ্ছেটা পূর্নতা পেলো।

দৃষ্টিকে অভিরও ভীষণ পছন্দ, যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ,

তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ও।

অভী কিছুদিন হলো বসুন্ধরা গ্রুপে একটা সেকশনের প্রডাকশন

সুপারভাইজার হিসেবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট,

তবুও দৃষ্টির কেমন যেন লাগছে,

এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাটা দিয়ে ওঠে!

ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে লাজে ঘামছে দৃষ্টি, তাই দেখে অভি বললো,

– এবার তো খোলো দৃষ্টি।

অভির মুখে এই কথা শুনে দৃষ্টি ভয়ে গুটিশুটি মেরে বললো,

– আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে!

অভি হা হা করে হেসে ফেলে বললো,

– আরে ভয়ে কীসব উল্টাপাল্টা ভাবছো দৃষ্টি!

আমি ঘোমটা খুলতে বলেছি, গরম লাগছে তো তোমার।

শাড়ী খুলে নরমাল ড্রেস পরো, ভালো লাগবে।

দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বললো,

– আমি শাড়ী খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি!


: হা হা হা, তুমি আমার সামনে বদলাতে যাবে কেন।

: সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে!

: কীসব বলছেন! লজ্জা করেনা আপনার?

: স্বামী স্ত্রীর

04/09/2023

১ ঘন্টা হয়ে গেলো কারেন্ট যাচ্ছে না! 🙄
আমি ভাবছি কি ব্যাপার কি হলো কারেন্ট যাচ্ছে না কেন?🤔
তারপর আর ১০ মিনিট হয়ে গেলো তবুও কারেন্ট যাচ্ছে না।😀
আরও অস্থির হয়ে গেলাম, কি হলো কারেন্ট যাচ্ছে না কেন?সমস্যা টা কোথায়!😤
এইবার আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পাইচারী করছি এই ভাবে আরও ৩০ মিনিট চলে গেলো তাও কারেন্ট যাচ্ছে না।😇
নাহ!এইবার আর স্থির থাকতে পারলাম না, মেইন সুইচ বন্ধ করে দিয়ে বসে আছি,😄এখন শান্তি লাগতেছে।😇

🤣
©
নতুন নতুন গল্প পেতে আমার আইডি ফলো করে রাখুন।

04/09/2023

কেল্টুর মা কেল্টুকে বললো..!🥹🫰

মা : কেল্টু তোর শশুরকে দেখে আয় গিয়ে। 😕

কেল্টু : আমি উনাকে গিয়ে কি বলবো মা?🙄

মা : গিয়ে বলবি আব্বা কেমন আছেন?
যদি বলে ভাল আছি, বলবি আমিও তাই আশা করি।।😍

তার পর জিঙ্গেস করবি কোন ডাক্তার দেখাইছিলেন?
যে ডাক্তারের নাম বলবো, তোই বলবি উনিতো খুব ভাল ডাক্তার.।😒

তারপর জিঙ্গেস করবি আপনি সুস্থ হবেন কবে?
যেদিনের কথা কইবো, তোই কইবি, সেইদিন আমি খুব খুশি হবো। 🤗

#তো কেল্টু গেলো শশুর বাড়ি।🙂👍

কেল্টু : আব্বা কেমন আছেন ? ☹️

কেল্টুর শশুর : মরার মতো আছি।😑

কেল্টু : আমিও তাই আশা করি। 😄

কেল্টু : কোন ডাক্তার দেখাইছিলেন?🤨

কেল্টুর শশুর : আজরাইল। 😔

কেল্টু : উনিতো খুব ভাল ডাক্তার। আব্বা আপনি সুস্থ হবেন কবে?😊

কেল্টুর শশুর : দেহ থেকে যেদিন প্রানটা বেরিয়ে যাবে সেদিন..!😑

কেল্টু : সেদিন আমি খুব খুসি হবো..!😁

শশুর বেহুশ...!🫤🫤🫤

এরকম গল্প করতে চাইলে সবাই আমার আইডিটা follow দিয়ে রাখেন

28/08/2023

লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম.. 🤦‍♀️"আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?🥰🤔🥰

মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল..👀-আমার সাথে রাত কাটাতে চাও?🤥😳🥺

-'এত্ত বড় সাহস!?😲😲😲

লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো..🙀😾🙀

আমি সাংঘাতিক লজ্জা পেলাম!🙊🙊🙊

ঘন্টা খানেক পর🙉

মেয়েটা আমার কানে কানে এসে বলল...💘

'আমি সাইকোলজির স্টুডেন্ট।🧐🧐🧐

কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়, -'সেটা খুব ভালো করে জানি?😱🤒😱

আমি চিৎকার করে উঠে বললাম..🤓🤓🤓

-'এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!? -'এটা অনেক বেশি।😎😎😎

লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার দিকে তাকাল। •🤣🤣🤣

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল!😋😋😋

আমি তার কানে কানে গিয়ে বললাম... -'আমি আইনের ছাত্র🥱🥱🥱👀🥱🥱🥱

কীভাবে বিনা অপরাধে দোষি বানাতে হয়, -'সেটা আমি খুব ভালো করে জানি।

28/08/2023

*****শিক্ষনীয় গল্প******

এক ছেলে প্রতিদিন এক কলেজের সামনে
ভিক্ষার থালা হাতে দাঁড়িয়ে
থাকতো,,,,বয়স ২৮-৩০ হবে।সে প্রতিদিন
এসে একটা মেয়েকে বলতো,,,আপা দুইটা
টাকা দেন,,মেয়েটা টাকা দিয়ে
কলেজে ঢুকতো,,,,,,,এ ভাবে বেশ কয়েক
মাস চলে গেল।
একদিন ছেলেটি মেয়েটির জন্য অপেক্ষা
করতে লাগলো,,,কিছুক্ষন পর মেয়েটি
আসলো,,,ছেলেটি মেয়েটিকে দেখে
বললো আপা আপনার সাথে কিছু কথা
বলতাম,,,এই শুনে মেয়েটি বললো আচ্ছা
বলেন,,,,
ছেলেটি তখন তার কাপাকাপা গলায়
বললো আমি আপনাকে পছন্দ করি,,,আর
আপনাকে অনেক ভালবাসি,,,যদি আপনি
কিছু বলতেন,,,এই কথা শুনে মেয়েটি তার
উপর রেগে গিয়ে বললো তোমার তো
সাহস কম নয়,আপনি জানেন আমি
কে,আমার বাবা এই কলেজের
প্রিন্সিপাল,,যদি আপনাকে আর এই
কলেজের সামনে কোনোদিন দেখি তো
বাবাকে বলে পুলিশে ধরিয়ে দেব।
ছেলেটি কিছু বললো না,,,তাই মাথা নিচু
করে চলে গেল,,ছেলেটি আর কোনোদিন
সেই কলেজের সামনে আসে নি।
একদিন মেয়েটি খুব অ!সুস্থ হয়ে
হাসপাতালে ভর্তি হলো,,,পরীক্ষা করে
জানা গেল মেয়েটির পেটে টি!উমার
ধরা পড়েছে,,আর এটা অ!পারেশন করতে খুব
রিক্স।তারপরে ও অ!পারেশন করতে হবে।
অ!পারেশন করা হলো এবং মেয়েটি সুস্থ
হলো,,হাসপাতাল থেকে মেয়েটি
রিলিস নেওয়ার একদিন আগে এক নার্স
একটি কাগজ মেয়েটির হাতে ধরিয়ে
দিল,,,কাগজটিতে লেখা ছিল_আপনি এখন
সুস্থ যদি একটু ক!ষ্ট করে তিন তলার ৭
নাম্বার ঘরে আসতেন,,,,মেয়েটি কিছু
বুঝতে পারলো না,কে দিল কেন দিল।
মেয়েটি আর কোন চিন্তা না করেই সেই
ঘরে চলে গেল।
সেই ঘরে গিয়ে দেখলো সেই ছেলে সেই
ভিক্ষার ছেড়া কাপড় পরে দাঁড়িয়ে
আছে,,মেয়েটি অবাক হয়ে বললো আপনি
আমাকে আসতে বলছেন,,ছেলেটি বললো
হ্যাঁ আমি,,,,,এই বলে ছেলেটি ভিক্ষার
কাপড়টা খুলে ফেললো,,ভিতরে ছিল
ডাক্তারের সেই সাদা পোশাক,,,তখন
ছেলেটা বলতে শুরু করলো,,তোমার
অ!পারেশন আমি নিজে করেছি,,
তুমি বলেছিলে না তোমার কলেজের
প্রিন্সিপাল,,আর আমি হলাম এই
হাসপাতালের একজন বড় ডক্টর।আমার
কাজ
শুরু হয় বিকেলে,,,আর আমি প্রতিদিন
সকালে ভিক্ষার থালা হাতে তোমার
কলেজে দাঁড়িয়ে থাকতাম আর তুমি যখন
কলেজ থেকে চলে যেতে আমি তখন
হাসপাতালে এসে আমার কাজ
করতাম,,,,তোমার আমি অনেক আগেই
বলতে পারতাম কিন্তু তোমার মন কেমন
মানুষ চায় সেটা বুঝতে পারতাম না,,,
তাই যখন বুঝতে পারলাম তোমার টাকা
ওয়ালা ছেলে পছন্দ তখন সরে
এলাম,,,,তোমাকে আর একটা কথা বলি
কিছু কিছু মানুষ আছে অভিন

20/06/2023

One day,,🥀🖤

10/11/2022
-🐸!- বেস্টফ্রেন্ড ঠিক ততদিনই বেস্টফ্রেন্ড থাকে যতদিন সে সি'ঙ্গেল থাকে!🙂-
27/10/2022

-🐸!

-
বেস্টফ্রেন্ড ঠিক ততদিনই বেস্টফ্রেন্ড

থাকে যতদিন সে সি'ঙ্গেল থাকে!🙂
-

02/08/2022

Miss ___You

Dear___friend's💔😢

01/08/2022

ভালোবাসো তাকে__যে

তোমার সুখ-দুঃখকে
নিজের মনে করে_💔🎋

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD Hridoy khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Hridoy khan:

Share