22/07/2025
রাত গভীর হয়, ঘড়ি চলে, শহর ঘুমায় —🥲
কিন্তু আমার মন?☺️
সে তো এখনো হাঁটছে —😟
অস্ফুট আর্তনাদের কোনো চেনা অলিতে।🥹
বিছানায় শুয়ে থাকি, অথচ মনে হয়😔
আমি হাঁটছি একটা শহরে,😅
যেখানে সব শব্দ চুপ😓
আর প্রতিটা দেয়ালে টাঙানো আমার না-বলা কথাগুলো।😣
ঘুম শুধু ক্লান্ত চোখের দাবি নয়,😫
এটা মনকে বোঝানোর একটা চেষ্টা—😖
যে সব কিছু ঠিক আছে।😊
কিন্তু যখন ঠিক কিছুই থাকে না?😅
তখন ঘুমও আসে না।😴
চোখ বন্ধ করি —😩
কিন্তু মাথার ভেতর বাজে হাজার চিন্তার ঘন্টা।😦
আর ঘড়ির কাঁটা যেন প্রতিবার বলে,😕
"তুমি এখনো জেগে আছো,😥
একা।"😅