Islamic Insights

Islamic Insights لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَّسُولُ ٱللَّٰهِ‎
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
(59)

I got 7 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you....
04/10/2025

I got 7 reactions on my recent top post! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।
[সুরা হুদঃ ১০]

মনে রাখবেন মজলুম যখন জালিম হয়ে উঠে, সে ধ্বংসের পথে হাটে।

04/10/2025

I gained 10,359 followers, created 35 posts and received 76 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

04/10/2025

"যখন শয়তান আপনাকে দিয়ে কোনো পাপ করাতে পারে না , তখন সে আপনাকে দিয়ে সময়ের অপচয় করায়।"

- ড. বিলাল ফিলিপস

28/09/2025

“ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার সবকিছুর চেয়ে উত্তম।”

19/09/2025

اَلۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ۙ﴿۲﴾
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
অর্থ "সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা"। ১: ২

16/09/2025

নবিজির আলিঙ্গন পেলে বুকে উহুদ পাহাড় উঠে গেলেও ক্ষতি নেই।

-আরিফ আজাদ

Big thanks to Abu Haniffor all of your support! Congrats for being top fans on a streak 🔥!
08/09/2025

Big thanks to Abu Hanif

for all of your support! Congrats for being top fans on a streak 🔥!

Big shout out to my newest top fans! 💎 Abu HanifDrop a comment to welcome them to our community,  fans
05/09/2025

Big shout out to my newest top fans! 💎 Abu Hanif

Drop a comment to welcome them to our community, fans

05/09/2025

আল্লাহুমা সাল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মদ (ﷺ)।🌸

“ঋণে ঋণ বাড়ে,সংসারে দন্যদশা আনে,সুখের স্বপ্ন ভেঙে যায়,শান্তি ঘর থেকে হারায়।”
01/09/2025

“ঋণে ঋণ বাড়ে,
সংসারে দন্যদশা আনে,
সুখের স্বপ্ন ভেঙে যায়,
শান্তি ঘর থেকে হারায়।”

30/08/2025

বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক 24 ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ঐ দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়।
দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকা, মাকড়, বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়।
কবরস্থ করার তিনদিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়।
ছয় দিন পরে নখ খসে পড়তে থাকে,নয় দিন পরে চুল খসে পড়া শুরু হয়।
মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পরে আর পেট ফোলা শুরু হয়ে যায়।
17 দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাহিরে বেরিয়ে আসে।
60 দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরে একটু টুকরো মাংস অবশিষ্ট থাকে না।
90 দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়।
এক বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়।
আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়।
অতএব আমার ভাই ও বোনেরা বলুন -
মানুষের এতো অহংকার, এতো আত্মগরিমা, এতো হিংসা, এতো বিদ্বেষ, এতো লালসা, এতো নাম, এতো শৌর্য্য, এতো সম্মান, এতো শক্তি, এতো সামর্থ্য, এতো ধণদৌলত, এতো ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়?
সবকিছুই মাটিতে মিশে যায়।
মানুষের অস্তিত্ব বা কি আছে?
মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে, মাটিতেই মিশে যায়।
5 ফুট, 6 ফুট, 7 ফুটের মানুষ কবরে চলে যাওয়ার পরে তার নাম, চিহ্ন মুছে যায়।
এই দুনিয়াতে গাম্ভীর্যের সঙ্গে বিচরণকারী যখন কবরে চলে যায় তখন তার অস্তিত্ব মাটি ছাড়া অন্য কিছুই থাকে না।
অতএব মানুষের আসল জীবন, আমৃত্যু জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত। এবং সেই মোতাবেক কাজ করা উচিত।
প্রতিটি ভালো কাজ এবং প্রতিটি উত্তম কাজ করার ইচ্ছা প্রকাশ করা উচিত। আর প্রতিটি মন্দ চিন্তাভাবনার অস্তিত্ব নষ্ট করার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করা উচিত। আল্লাহ সুবহানাতায়ালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন (আমিন)😔

30/08/2025

প্রচলিত জাল হাদিস পর্ব -১

১) "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত"।
এই হাদিসটি জাল এবং বানোয়াট হাদিস।

২) "শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি উত্তম"।
(এটি জাল এবং বানোয়াট হাদিস)

৩) "খাদ্য গ্রহণের সময় কথা বলা নিষেধ" ।
(এটি একটি জাল/বানোয়াট হাদিস৷ শুধু তাই নয়, এটি সহীহ হাদিসের বিপরীত)

কেননা বিভিন্ন সহীহ হাদিসে বর্ণিত হয়েছে যে, রাসুলুল্লাহ (সাঃ) ও সাহাবীগণ খাদ্য গ্রহণের সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেন ও গল্প করতেন।

৪) "তুমি যখন খাদ্য গ্রহণ করবে তখন লবণ দিয়ে শুরু করবে এবং লবণ দিয়ে শেষ করবে কারণ লবণ ৭০ প্রকারের রোগের প্রতিষেধক"।
(মুহাদ্দিসগণ একমত যে এই কথাটি মিথ্যা ও বানোয়াট)

৫) "যে ব্যক্তি তার চক্ষুদ্বয়কে ভালোবাসে সে যেন আসরের পর না লেখে" ।
(কথাটি হাদিস নয়৷ এর কোনো ভিত্তি নেই বরং মিথ্যা বানোয়াট)

৬) "তিন ব্যক্তির পানাহারের হিসাব গ্রহন করা হবেনা, ইফতার-কারী,সাহরির খাদ্যগ্রহণকারী ও মেহমানসহ খাদ্য গ্রহণকারী।"
(এটি মিথ্যা এবং বানোয়াট হাদিস)

৭) লাশ বহনের সময় সশব্দে কালিমা, দোয়া বা
কোরআন পাঠ করা।

(এটি একটি বানোয়াট, ভিত্তিহীন ও সুন্নাত বিরোধী কর্ম। লাশ বহনের সময় পরিপূর্ণ নীরবতাই সুন্নাত)

প্রসিদ্ধ ফকীহ আল্লামা কাসানী বলেন, লাশ বহনের সময় সশব্দে জিকর করা মাকরুহ।

কাইস ইবনু উবাইদা বলেন, রসুলুল্লাহ সঃ তিন সময়ে শব্দ করতে অপছন্দ করতেনঃ যুদ্ধ, জানাযা এবং যিকর।

৮) আল্লাহ বলেন, "মুহাম্মদ সঃ না হলে আমি আসমান-জমিন বা মহাবিশ্ব সৃষ্টি করতাম না" ।
(এটি একটি মিথ্যা এবং বানোয়াট হাদিস)

আরো কিছু জাল কিংবা বানোয়াট কথাঃ

১. শূকর বা শুয়র বললে ৪০ দিন মুখ নাপাক থাকে।

২. পুরুষেরা জুমুআা/শুক্রবারের নামাজ পড়ে না এলে, মহিলারা নামায পড়বে না ।

উপরোক্ত সমস্ত কথাই জাল, বানোয়াট, ভিত্তিহীন। কুরআন এবং হাদীসের সাথে এসব কথার কোনো সম্পর্ক নেই। অথচ আমরা না জেনে না বুঝে এসব বিশ্বাস করি এবং মেনে চলি। যারা এ কথাগুলো মেনে চলেন তাদেরকে বলছি দ্রুত তওবা করে সঠিক পথে ফিরে আসুন।

মহান আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, ক্ষমা করেন, হেদায়েত করেন এবং সবসময় হেফাজত করেন।

جَزَاكَ اللّٰهُ خَيْراً
জাযা-কাল্লা-হু খইরান।

বইঃ হাদিসের নামে জালিয়াতি।

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রঃ)

Address

Rangpur

Telephone

+8801744455111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share