Islamic Insights

Islamic Insights لَا إِلَٰهَ إِلَّا ٱللَّٰهُ مُحَمَّدٌ رَّسُولُ ٱللَّٰهِ‎
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
(63)

22/07/2025

ঘটনাস্থলের পাশের দোকানগুলো গতকাল ২ লিটার পানি ৬০০ টাকা বিক্রি করেছে, কারণ পোড়া স্থানে ঠান্ডা পানি আরাম লাগে।

21/07/2025

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

16/07/2025

My greatest hero is Prophet Muhammad ﷺ❤️❤️.

13/07/2025

চাঁদা আনলে পুরস্কার !
ধরা পড়লে বহিষ্কার !!
চাঁদার টাকা মসজিদে
দান করলে সওয়াব

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়। [সুরা হুদঃ ১০]মনে রাখবেন মজলুম যখন জালিম হয়ে উঠে, সে ধ্বংসের পথে হাটে।
11/07/2025

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।
[সুরা হুদঃ ১০]

মনে রাখবেন মজলুম যখন জালিম হয়ে উঠে, সে ধ্বংসের পথে হাটে।

09/07/2025

প্রতিযোগিতার নাম জীবন নয়
সহযোগিতার নামই জীবন

30/06/2025

"যখন সব পথ বন্ধ মনে হয়, তখন একমাত্র রাস্তা হলো — সিজদাহ।"

25/06/2025

অতীতের ভুল। বর্তমান সংকট। ভবিষ্যৎ পরিকল্পনা।

কাউকে বলবে না !

আল্লামা সাঈদীর জন্মস্থান
18/06/2025

আল্লামা সাঈদীর জন্মস্থান

14/06/2025

ইরান আসলেই পুরোপুরি ব্যর্থ হয়েছে। ৬ জন পরমাণু বিজ্ঞানী,এবং তিন বাহিনীর প্রধান,এছাড়া ৩০ জন উচ্চলেবেলের সেনা কর্মকর্তাকে হারিয়েছে।এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা,এছাড়া গ্যাস ফিল্ড ধ্বংস হয়েছে।
শুধু দেশের আয়তন আর দেশের জনসংখ্যা বড় হলেই হয় না,জ্ঞান বুদ্ধিতে এগিয়ে থাকতে হয়।শুধু ফতোয়া জারী না করে আধুনিক অস্ত্র আবিষ্কারে মন দিতে হয়।ধর্মীয় গোঁড়ামি থেকে বের হয়ে আধুনিক মারণা'স্ত্র তৈরি করতে হয়।

ইজরায়েল বর্তমানে জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি সব দিক থেকে এগিয়ে গিয়েছে।অপরদিকে মুসলিম দেশগুলো ধর্ম ব্যবসা দিয়ে কিংবা ধর্মকে পুজি করে বাতির নিচে অন্ধকার তৈরি করে রেখেছে।
আমজনতা অভিশাপ দিচ্ছে ইসরাইল একদিন ধ্বংস হয়ে যাবে।ইসরায়েলকে ধ্বংস করতে হলে আধুনিক অস্ত্র, মারণাস্ত্র, গোলাবারুদ লাগবে,সাথে লাগবে বিজ্ঞান ও প্রযুক্তি। কোন যুদ্ধেই কেউ কখনো লাভবান হয় না,ক্ষতি হয় হয় সাধারণ মানুষের। পৃথিবী থেকে সকল যুদ্ধের অবসান হোক,মানবতা বেঁচে থাকুক।

04/06/2025

ছয়টা জিনিস যদি মেনে চলতে পারেন, মেন্টাল পিস আর ম্যাচুরিটি দুটোই বাড়বে। "6 Laws of Maturity"

1. সবকিছু সবাইরে বলবেন না।
আপনার গল্প সবার শুনতে ইচ্ছা করে না। এমনকি অনেকেই চায় আপনি ব্যর্থ হোন। তাই নিজেকে ফিল্টার করতে শিখেন।

2. বন্ধু ঠিকভাবে বাছাই করুন।
ভাল মানুষের সঙ্গে থাকলে নিজের মানসিকতা আপনা থেকেই উন্নতি হয়। বন্ধুরা আপনার ভবিষ্যৎ গড়ে, তাই বুদ্ধি খাটান।

3. কিছু আশা করবেন না, কিন্তু সবকিছুতে কৃতজ্ঞ থাকুন।
ছোট জিনিসগুলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিখেন। এতে আপনি একধরনের শান্তি পাবেন, যা অন্য কিছুতে সম্ভব না।

4. সেরা চেষ্টা করুন, আর প্রসেসে বিশ্বাস রাখুন।
পরিশ্রম করলে ভাগ্য ভালো হবেই। যে কাজ করছেন, সেটা মন দিয়ে করেন। ফল আসবেই।

5. নিজেকে কন্ট্রোল করুন, অন্যকে নয়।
আপনি অন্যকে কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু নিজের ইমোশন আর আচরণ কন্ট্রোল করাটা সত্যিকারের শক্তি।

6. রিয়্যাক্ট কম করেন।
আপনার রিয়্যাকশন যদি কেউ কন্ট্রোল করতে না পারে, তখন কেউ আপনাকে ম্যানিপুলেটও করতে পারবে না।

Collected

রিজিক নির্ধারিত....দুনিয়াবি সার্টিফিকেট একটি মাধ্যম মাত্র।নিচে ইয়ামেনের একজন ড. শিক্ষাবিদ তার সার্টিফিকেটগুলো প্রকাশ ক...
26/05/2025

রিজিক নির্ধারিত....
দুনিয়াবি সার্টিফিকেট একটি মাধ্যম মাত্র।

নিচে ইয়ামেনের একজন ড. শিক্ষাবিদ তার সার্টিফিকেটগুলো প্রকাশ করে লিখেছেন:
"ايش فائدة هذه الشهادات كلها وأنا لا أجد قيمة رغيف خبز"

❝একটি রুটি কেনার মূল্য যখন পাচ্ছি না, তখন এই সকল সার্টিফিকেট থেকে কী লাভ!❞

Address

Rangpur

Telephone

+8801744455111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Insights posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share