𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦

𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦 ইসলাম প্রচারের স্বার্থে পোস্টগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

25/04/2025

"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।"
— (সূরা তালাক: আয়াত ৩)
এই দুনিয়াতে কষ্ট, বিপদ, দুশ্চিন্তা — সবই আসে পরীক্ষা হিসেবে।
আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজে ধৈর্য ধরুন।
আপনার প্রার্থনা কখনো বৃথা যাবে না।
আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।

20/12/2024

وَ مِنَ النَّاسِ مَنۡ یَّقُوۡلُ اٰمَنَّا بِاللّٰہِ وَ بِالۡیَوۡمِ الۡاٰخِرِ وَ مَا ہُمۡ بِمُؤۡمِنِیۡنَ ۘ﴿۸﴾
আর মানুষের মধ্যে এমন লোক আছে যারা বলে, আমরা আল্লাহর উপর এবং শেষ দিনের উপর ঈমান এনেছি, অথচ তারা মোটেই ঈমানদার নয়।

20/10/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَ لَا لِیَهْدِیَهُمْ سَبِیْلًاؕ۝۱۳۷

যারা ঈমান আনল, অতঃপর কুফরী করল, আবার ঈমান আনল, আবার কুফরী করল, অতঃপর কুফরিতে অগ্রসর হলো। আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং সঠিক পথপ্রদর্শন করবেন না।

সূরা আন-নিসা, আয়াত ১৩৭।

19/10/2024

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰبَنِیْۤ اٰدَمَ قَدْ اَنْزَلْنَا عَلَیْكُمْ لِبَاسًا یُّوَارِیْ سَوْاٰتِكُمْ وَ رِیْشًا ؕ وَ لِبَاسُ التَّقْوٰی ۙ ذٰلِكَ خَیْرٌ ؕ ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ۝۲۶

হে আদমের সন্তান-সন্ততি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা আবৃত করে এবং তা শোভাস্বরূপ। বস্তুত তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোত্তম। এসব আল্লাহর নিদর্শনাবলির অন্যতম, যাতে মানুষ উপদেশ গ্রহণ করে।

সূরা আল-আরাফ, আয়াত ২৬ সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন।

06/10/2024

Thanks, vai. Very fast and Excellent service.Highly Recommended.

Kno raji holen na prio shaikh Ahmadullah 😥 Islam onujayi rastro gothon korten....
08/08/2024

Kno raji holen na prio shaikh Ahmadullah 😥 Islam onujayi rastro gothon korten....

31/05/2024

আবদুল্লাহ ইবনু উমার রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ شَرِبَ الخَمْرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلاَةٌ أَرْبَعِينَ صَبَاحًا ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ، فَإِنْ عَادَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ، فَإِنْ عَادَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ ، فَإِنْ عَادَ الرَّابِعَةَ لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلاَةً أَرْبَعِينَ صَبَاحًا ، فَإِنْ تَابَ لَمْ يَتُبِ اللَّهُ عَلَيْهِ ، وَسَقَاهُ مِنْ نَهْرِ الخَبَالِ قِيلَ : يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ : وَمَا نَهْرُ الخَبَالِ ؟ قَالَ : نَهْرٌ مِنْ صَدِيدِ أَهْلِ النَّارِ.

যে ব্যক্তি মদ পান করে, চল্লিশ ভোর (দিন) পর্যন্ত তার নামায ক্ববূল করা হয় না। সে তাওবা করলে আল্লাহ তার তাওবা ক্ববূল করেন। যদি আবার সে মদ পান করে তাহলে আল্লাহ তা’আলা চল্লিশ ভোর (দিন) পর্যন্ত তার নামায ক্ববূল করেন না। যদি সে তাওবা করে তাহলে আল্লাহ তা’আলা তার তাওবা গ্রহণ করেন। সে যদি আবার মদ পানে লিপ্ত হয় তাহলে আল্লাহ তা’আলা চল্লিশ ভোর (দিন) পর্যন্ত তার নামায ক্ববূল করেন না। যদি সে তাওবা করে আল্লাহ তা’আলা তার তাওবা কবূল করেন। সে চতুর্থ বারে মদ পানে জড়িয়ে পড়লে আল্লাহ তা’আলা চল্লিশ ভোর (দিন) পর্যন্ত তার নামায ক্ববূল করেন না। যদি সে তাওবা করে আল্লাহ তা’আলা তার তাওবা ক্ববূল করেন না এবং তাকে ‘নাহ্‌রুল খাবাল’ হতে পান করাবেন। প্রশ্ন করা হল, হে আবূ আবদুর রাহমান (ইবনু উমার)! নাহরুল খাবাল কি? তিনি বললেন, জাহান্নামীদের পূঁজের নহর।

জামে আত-তিরমিযী, হাদীস ১৮৬২।

28/04/2024

Address

Polashbari, Gaibandha
Rangpur
5730

Alerts

Be the first to know and let us send you an email when 𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦:

Share

Category