𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦

𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦 ইসলাম প্রচারের স্বার্থে পোস্টগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।

01/08/2025

Fast Delivery Trusted saller

17/07/2025

দল করা যাবে কিনা?

15/07/2025

আজকের আয়াত/হাদীস

"মুআবিয়া আল-কুশাইরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

أَتَيْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ، قَالَ : فَقُلْتُ : مَا تَقُولُ فِي نِسَائِنَا قَالَ : أَطْعِمُوهُنَّ مِمَّا تَأْكُلُونَ ، وَاكْسُوهُنَّ مِمَّا تَكْتَسُونَ ، وَلاَ تَضْرِبُوهُنَّ ، وَلاَ تُقَبِّحُوهُنَّ.

একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞেস করি, আপনি আমাদের স্ত্রীর হক সম্পর্কে কী নির্দেশ দেন? তিনি বললেনঃ তোমরা যা খাবে তাদেরকেও তা খেতে দেবে। তোমরা যা পরিধান করবে তাদেরকেও তা পরতে দেবে। তাদেরকে মারধর করবে না এবং গালমন্দ করবে না ।

সুনানে আবু দাউদ, হাদীস ২১৪৪ (শুআইব আরনাঊত তাহকীককৃত) ২১৪১(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"।

14/07/2025

👍👍👍

14/07/2025

Hi

14/07/2025

আজকের আয়াত/হাদীস

"জাবির ইবনু আবদুল্লাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ ، وَإِنَّ مِنَ الْمَعْرُوفِ أَنْ تَلْقَى أَخَاكَ بِوَجْهٍ طَلْقٍ ، وَأَنْ تُفْرِغَ مِنْ دَلْوِكَ فِي إِنَاءِ أَخِيكَ

প্রতিটি নেককাজই সদকা। তোমার কোনো (দ্বীনি) ভাইয়ের সাথে হাসি মুখে মিলিত হওয়া এবং তোমার পাত্র থেকে তোমার ভাইয়ের পাত্রে একটু পানি ঢেলে দেয়াও নেককাজের অন্তর্ভুক্ত।

জামে আত-তিরমিযী, হাদীস ১৯৭০ (আহমাদ শাকের তাহকীককৃত), ১৯৭৬ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)"।

25/04/2025

"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট।"
— (সূরা তালাক: আয়াত ৩)
এই দুনিয়াতে কষ্ট, বিপদ, দুশ্চিন্তা — সবই আসে পরীক্ষা হিসেবে।
আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজে ধৈর্য ধরুন।
আপনার প্রার্থনা কখনো বৃথা যাবে না।
আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।

Address

Polashbari, Gaibandha
Rangpur
5730

Alerts

Be the first to know and let us send you an email when 𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 𝐃𝐞𝐞𝐧.𝐈 𝐬 𝐥 𝐚 𝐦:

Share

Category