29/09/2022
কন্টেন্ট রাইটিং বিষয়টা কি?
কন্টেন্ট মানে মূলত বোঝায় বিষয়বস্তু । কন্টেন্ট রাইটিং বলতে বোঝায় যেকোনো একটি বিষয়কে লেখার মাধ্যমে সম্পূর্ন নিজের মত করে মনের ভাব প্রকাশ করা । অর্থাৎ যখন কেউ সম্পূন নিজের দক্ষতা এবং জ্ঞান ব্যবহার করে কোনো বিষয় সম্পর্কে লিখবেন তখন সেটাকে কন্টেন্ট রাইটিং বলা হয় । আর যিনি কন্টেন্ট লিখেন সেই ব্যক্তিকে বলা হয় কন্টেন্ট রাইটার।
সাধারণত ৪ টি মাধ্যমে কন্টেন্ট প্রকাশ করা হয়-
1.Text content : যে কন্টেন্টগুলো লেখার মাধ্যমে তৈরী করা হয় সেগুলোকে text content বলে । যেমন - বই, আর্টিকেল ইত্যাদি।
২।Audio content : শব্দ বা ভয়েসের মাধ্যমে রেকর্ড করে যে content তৈরী করা হয় । যেমন - FM, Podcat ইত্যাদি ।
৩। Image content : বিভিন্ন ধরনের ছবি এডিটিং করে তৈরী করা বিষয়বস্তুকে Image content বলা হয়। যেমন - Graphic, Logo, template ইত্যাদি ।
81 Video content : ভিডিও এর মাধ্যমে যে content প্রকাশ করা হয় তাকে ভিডিও content বলে । যেমন- YouTube video, movies, web series ইত্যাদি।
Content লিখার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে আর তা হল -
১।লেখার ভাষা হতে হবে সহজ সরল যাতে পাঠক সহজেই বুঝতে পারে।
২।সব সময় ক্রিয়েটিভ হতে হবে এবং নতুন নতুন কৌশল শিখতে হবে ।
৩।কন্টেন্ট লিখার পূর্বে কয়েকটি সম্পূর্ন কন্টেন্ট পড়তে হবে।
৪।ভুল তথ্য প্রকাশ করা যাবে না।
৫।সম্পূর্ণ নিজের মত করে কন্টেন্ট লিখতে হবে।
৬। অন্যের কন্টেন্ট কপি করা যাবে না।
৭।নিজের লেখার ধারাবাহিকতা বজায় রাখতে হবে
৮। বানান এবং বাক্য গঠনে সতর্কতা অবলম্বন করতে হবে।
Content গঠনের সময় যে বিষয়গুলোর প্রতি নজর সময় দেয়া উচিত তা হলো -
১। আকর্ষনীয় হেডলাইন থাকতে হবে
২।ভূমিকাটা গোছানো থাকতে হবে ।
৩।কন্টেন্ট এর মাঝের লেখাগুলো ধারাবাহিকভাবে মূল বিষয়বস্তু অনুসারে লিখতে হবে। মূল বিষয়বস্তু থেকে সরে আসা যাবে না
৪। আর শেষে অনুপ্রেরনামূলক উপসংহার থাকতে হবে।
কন্টেন্ট রাইটার এর কী কী যোগ্যতা থাকা প্রয়োজন ?
১। ভাষাগত ধারণা থাকতে হবে ।
২। যে হাসে ভাষায় লিখুক না কেন সেই ভাষা ও ব্যাকরণের উপর ভালো জ্ঞান থাকতে হবে ।
৩। কোনো বিষয় নিয়ে গবেষণা করার দক্ষতা।
৪। পাঠকগোষ্ঠী যেন সহজেই বুঝতে পারে, এমনভাবে লেখার দক্ষতা।
৫।লেখার মধ্যে বৈচিত্রায়ন আনতে হবে।
৬। সঠিক বানানে দ্রুত লেখার অভাস থাকতে হবে