
23/08/2025
১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা ও মেডিকেল কলেজ ও কুষ্ঠ হাসপাতাল পরিদর্শণ করেন/নীলফামারী
নীলফামারী নিউজ
নীলফামারীর টেক্সটাইলে প্রস্তাবিত চীন সরকারের ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শণ ও নীলফামারী মেডিকেল কলেজ এবং কুষ্ঠ হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপদেষ্টা মিজু নুরজাহান বেগম। শনিবার বিকেলে পরিদর্শণ শেষে তিনি সাংবাদিকদের বলেন,চিকিৎসার জন্য যে জিনিসগুলো দরকার সেগুলো এখানে কতটুকু পর্যাপ্ত আছে কিনা আমি ভিজিটিং করিনাই। ঐ ভাবে তথ্য আমার কাছে নাই।কাজেই তথ্য গুলো পেয়ে রাগবেন আমরা অবশ্যই নজর দিবো।আমরা কতগুলো প্রজেক্ট দিয়েছি সেখানে যক্ষা, ম্যালেরিয়া,এইচআইভি, এই তিনটাকে এপ্রেস করছি, এখাকার না সব জায়গায় আছে।কুষ্ঠ টা আলাদা এই এলাকায় মনে হয় সবচেয়ে বেশি। এইটা কেন বেশি এরকম কোন গবেষণা আছে কিনা জানিনা। নীলফামারী মেডিকেল কলেজ পরিদর্শন করেন।
পরিদর্শণ কালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার উপস্থিত ছিলেন।