Digital marketing

Digital marketing Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital marketing, Digital creator, Rangpur.

please share post 📍 একটি হারানো বিজ্ঞপ্তি..... নিচের ছবির বাচ্চাটি চিলাহাটি তে একজন সহৃদয় ব্যক্তির হেফাজতে আছে...সে ভয়ে ...
30/12/2023

please share post 📍 একটি হারানো বিজ্ঞপ্তি.....
নিচের ছবির বাচ্চাটি চিলাহাটি তে একজন সহৃদয় ব্যক্তির হেফাজতে আছে...
সে ভয়ে অথবা আতঙ্কে তার নাম - ঠিকানা কিছুই বলতে পারছে না...
শুধু বীরগঞ্জে থাকে এতটুকুই বলতে পারছে....
কেউ চিনতে পারলে যোগাযোগ করুন নিচের নাম্বারে....
01719245668

📌ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানা...
08/01/2023

📌ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে।🤗

ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয়

😲এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।

আপনিও চাইলে ফেসবুক মার্কেটিং করে নিজের ব্যাবসাও পরিচালনা করতে পারেন। ✨

🧑‍💻পাশাপাশি ফ্রিল্যান্সিং এর মাধ্যমেও ফেসবুক মার্কেটিং করে ঘরে বসে স্মার্ট ইনকাম করতে পারেন।

ফ্রিল্যান্সিং হলো এক ধরণের পেশা, তার আভিধানিক অর্থ হচ্ছে মুক্তপেশা। এখন প্রশ্ন আসতে পারে মুক্তপেশা কী?আমরা সাধারণত পেশা ...
06/01/2023

ফ্রিল্যান্সিং হলো এক ধরণের পেশা, তার আভিধানিক অর্থ হচ্ছে মুক্তপেশা।
এখন প্রশ্ন আসতে পারে মুক্তপেশা কী?

আমরা সাধারণত পেশা বলতে দুই ধরনের পেশাকে বুঝি। যেমন: ব্যবসায় এবং চাকুরী।
কিন্তু যারা ইলেকট্রিশিয়ান, নাপিত, ধোপা, রাজমিস্ত্রী, ডাক্তার অথবা ইন্জিনিয়ার তাদের পেশাকে আমরা কোন ধরনের পেশা বলতে পারি?
এখানে খেয়াল করলে দেখা যায় তাঁরা না চাকুরী করেন না ব্যবসায় করেন, তাঁরা যা করেন তা হলো তারা প্রতিদিন তাদের দক্ষতাকে বিক্রয় করে অর্থ উপার্জন করেন।

এ ক্ষেত্রে তাঁরা স্বাধীন। তাদের ইচ্ছা হলে কাজ করতে পারেন আবার না হলে নাও করতে পারেন।
এই ধরনের পেশাজীবীদের বলা হয় মুক্তপেশাজীবী এবং তাদের পেশাকে বলা হয় মুক্তপেশা অর্থাৎ ফ্রিল্যান্সিং।

আরও একটু ভালো ভাবে বলা যায়-
একজন ব্যক্তি, যিনি তার দক্ষতাকে কাজে লাগিয়ে শুধুমাত্র একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ধরাবাঁধা নিয়ম বা সময় অনুযায়ী কাজ না করে যেকোন সময় বিশ্বের যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করে থাকেন তিনি হলেন একজন ফ্রিল্যান্সার। আর একজন ফ্রিল্যান্সার যে পেশায় নিয়োজিত থাকে তাকে বলা হয় ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা।

এ পেশায় নিয়োজিতদের কোন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট প্রয়োজন হয়না। এখানে প্রয়োজন হয় দক্ষতা, পরিশ্রমী মনোভাব, ধৈর্য্য এবং অধ্যবসায়।
এই মুক্তপেশার রাজ্যে সেই রাজত্ব করে যার মধ্যে উপরের গুণগুলো রয়েছে।

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,কাজ শুরু করা.....🔰ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্...
06/01/2023

জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো,
কাজ শুরু করা.....
🔰ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা।
ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হচ্ছে না, বা কারো দ্বারপ্রান্ত হতে হয় না।
🔰এখন বাসায় বসেই লাখো লাখো ফ্রিল্যান্সার ভাইবোনেরা নিজের ক্যারিয়ার গড়তে অনলাইনের মাধ্যমেই ইনকাম করছেন প্রতিনিয়ত।

🌏  ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সফল হওয়ার জন্য ৩ টা বিষয়  লক্ষ্য করতে হবে।  1.মেন্টরের সাপোর্ট এর মাধ্যমে এগিয়ে যাওয়া যায়।2...
04/01/2023

🌏 ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সফল হওয়ার জন্য ৩ টা বিষয় লক্ষ্য করতে হবে।
1.মেন্টরের সাপোর্ট এর মাধ্যমে এগিয়ে যাওয়া যায়।
2.রাইট প্লাটফর্ম সিলেক্ট করে সেখানে নিজেকে প্রস্তুত করা
3.নিজের প্রতি বিশ্বাস রেখে, ধৈর্য্য সহকারে শেখার মানসিকতা 💻

টপ রেটের ফ্রিল্যান্সার ও সঠিক সাপোর্ট ও গাইড লাইন এর মাধ্যমে ফ্রিল্যান্সিং শিখতে ইনবক্স করেন।


👉👉যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাদের এই পোস্ট টা পড়ার অনুরোধ রইলো 👉👉ক্যারিয়ার বেশ ভারি আর গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ। আমাদ...
04/01/2023

👉👉যারা ক্যারিয়ার নিয়ে চিন্তিত তাদের এই পোস্ট টা পড়ার অনুরোধ রইলো

👉👉ক্যারিয়ার বেশ ভারি আর গাম্ভীর্যপূর্ণ একটি শব্দ। আমাদের প্রায় স্কুল লাইফ থেকেই এ বিষয়টা মাথায় ঢুকিয়ে দেয়া হয়। ক্লাস ফোরে পড়া একটা বাচ্চাও জানে লেখাপড়া শেষ করে তাকে চাকরি করতে হবে। কিন্তু বাস্তবতা হল, এত প্রয়োজনীয় একটা বিষয়ে আমরা সিদ্ধান্ত নেই কোন চিন্তা ভাবনা ছাড়াই। এ বিষয়ে সঠিক পথ দেখানোর জন্যও আমরা কাউকে পাই না। সবাই কিছু ধারণাকে পুঁজি করেই পরামর্শ দেয়, যেমন ‘এখন কম্পিউটার সব জায়গায়, কম্পিউটার নিয়ে পড়লে ভাল চাকরি পাবে’। কিন্তু জীবনের সবচেয়ে বড় এই সিদ্ধান্ত নেয়ার জন্য যে অনেক বিষয় বিবেচনা করা উচিত, তা কেউ বলেও না, বা আমরা জানিও না।

👉👉আমাদের অনেকের মতেই স্মার্ট ক্যারিয়ার মানেই চাকুরি। এর বাইরে যে সম্মানজনক আরও অনেক ক্যারিয়ার আছে, তা আমরা জানিই না। সবার কথা শুনে যখন একটা ক্যারিয়ার পথ বেছে নেই, দেখা যায় সে কাজ করতে গিয়ে তা আর ভালো লাগছে না, ক্যারিয়ার হয়ে পড়েছে বোঝা। গবেষণায় দেখা গেছে, আমেরিকাতে একজন মানুষ গড়ে ৩ বার তার ক্যারিয়ার পথ পালটায়। কিন্তু বাংলাদেশে সেটা চাইলেও সম্ভব হয় না, কারণ আমরা শুধু মাত্র একটা কাজের জন্যই তৈরি হই, আমাদের দেশের শিক্ষাব্যবস্থা আমাদের এটাই শেখায়। আরেক গবেষণায় দেখা গেছে, নিম্ন আয়ের দেশ গুলোতে ৮৯% মানুষই তাদের চাকরি পছন্দ করে না, এবং তারা পরিবর্তন করতে চায়।

👉👉এ সমস্যাগুলোর সমাধান একভাবেই করা যায়- শুরুতেই নিজের ক্যারিয়ার নির্বাচনে সচেতন হওয়া, সে হিসেবে নিজেকে তৈরি করা।
👉👉 সুন্দর ক্যারিয়ার গড়তে চান নিজেকে কয়েকটি বিষয় এর উপর দক্ষ করে তুলুন।
যদি চাকরি চান তাহলে পরাধীনতা পাবেন আর যদি নিজেকে দক্ষ করে তুলেন তাহলে স্বাধীন জীবন পাবেন।

অনেকেই বলে ভাই ফ্রিল্যান্সিং শিখে কিছুই করতে পারবি না,  টাকা নষ্ট শুধু শুধু।  ফ্রিল্যান্সিং হলো দালালি করা, এটা ওটা।  আর...
03/01/2023

অনেকেই বলে ভাই ফ্রিল্যান্সিং শিখে কিছুই করতে পারবি না, টাকা নষ্ট শুধু শুধু। ফ্রিল্যান্সিং হলো দালালি করা, এটা ওটা। আরো অনেক কিছু।

এরকম অনেকেই অনেক কিছুই বলবে। আমার ক্ষেত্রে যেটা ঘটেছিলো, আমি যখন ডিজিটাল মার্কেটিং শিখব বললাম। তখন সবাই বলতে লাগলো Affiliate Marketing ছাড়া আর কিছুই নাই ডিজিটাল মার্কেটিং এ।

ভাই /বোন একটা কথা মাথায় রাখবেন সবসময়। আপনি চাইলে এই ফ্রিল্যান্সিং দিয়ে অনেক কিছুই করা সম্ভব। যদি আপনার মধ্যে সেই ইচ্ছাশক্তি মনোবল, আত্মবিশ্বাস থাকে।

এখন আমাকে অনেকেই বলতে পারেন আপনি কি এখানে কাজ করছেন ওখানে কাজ করছেন। আপনি নিজে এখনো কি করতে পারলেন যে এতো বড় কথা বলতেছেন???

আমি তাদেরকে বলতেছি যারা অন্যের কথায় কান দিয়ে পারবো কিনা এসব ভাবছেন। আর সময়টা ও চলে যাচ্ছে।

আপনি যদি চান তো পারবেন। আর যদি ভাবেন আপনি পারবেন না তাহলে আপনি কোনো দিন পারবেন না।

ভুল কিছু বললে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

যদি কোনো রকমের হেল্প প্রয়োজন পড়ে তাহলে কল বা মেসেজ করতে পারেন।

ধন্যবাদ

আমদের লাইফটা অনেকটা হাডুডু খেলার মত। এখানে যে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেই হয় বিজয়ী🤩 🤩ঠিক তেমনি আমাদের Freel...
02/01/2023

আমদের লাইফটা অনেকটা হাডুডু খেলার মত। এখানে যে লড়াই করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেই হয় বিজয়ী🤩 🤩
ঠিক তেমনি আমাদের Freelancing Career এখানে আমাদের সফল হওয়ার পথে অনেক বাধা, অনেক ঝড় আসবে। তবে পিছু পা হলে চলবে না।
যে ঐ সব বাধা ধৈর্য্য , আত্মবিশ্বাস, সৎ সাহস নিয়ে এগিয়ে যেতে পারবে সেই হবে সফল🙂🙂



পড়াশোনার পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং। বতর্মান দেশে ৭৫০০০০ লাখ ফ্রিল্যান্সার। তাহলে আপনে কোনো বাসায় ব...
30/12/2022

পড়াশোনার পাশাপাশি সবচেয়ে জনপ্রিয় কাজ হচ্ছে ফ্রিল্যান্সিং। বতর্মান দেশে ৭৫০০০০ লাখ ফ্রিল্যান্সার। তাহলে আপনে কোনো বাসায় বসে অযথা সময় নষ্ট করতেছেন?যারা ফোন বা কম্পিউটার দিয়ে অনলাইনে কাজ করে আনলিমিটেড ইনকাম করতে চাই তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ হেল্প করবো

বয়স তো মাত্র সংখ্যা, ইচ্ছা শক্তি আর সাপোর্ট পেলেই অসম্ভব কেও সম্ভব করা যায়, যদি চাওয়া টা হয় নিখুঁত, তাহলে পাওয়া টা হবে স...
26/12/2022

বয়স তো মাত্র সংখ্যা, ইচ্ছা শক্তি আর সাপোর্ট পেলেই অসম্ভব কেও সম্ভব করা যায়, যদি চাওয়া টা হয় নিখুঁত, তাহলে পাওয়া টা হবে সুনিশ্চিত।🍁
ফ্রিল্যান্সিং করতে কোনো নির্দিষ্ট বয়স লাগে না,অতিরিক্ত মেধাবী হওয়া লাগে না,প্রয়োজন শুধু নিজের দক্ষতা-নিজের আত্মবিশ্বাস ও পরিশ্রম !!🌸


Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share