10/07/2024
মানুষের চোখ পড়তে জানতে হয়,তার অভিমান ভালোবাসা ইচ্ছে যন্ত্রণা সমস্ত কিছু ওই মার্বেলের মতো ছোটো দুটো বস্তুতে সযত্নে রাখা থাকে।
আপনি একটাও শব্দ ব্যবহার না করে শুধুমাত্র কারও চোখের দিকে তাকিয়েই গোটা মানুষটাকে এক ঝটকায় চিনে নিতে পারবেন,তার ভেতরের গভীর থেকে গভীরতম সমুদ্রে অযাচিত যাতায়াত করতে পারবেন।
রাহাত ফতেআলি খান সাহেবের একটা গানের লাইনে বলা আছে, Saraa Jahan dekhan, dekha na aakhnon mein
অর্থাৎ কারও সমন্ধে সারা পৃথিবী ওলোটপালোট করে গূঢ়তম সত্যি, লুকোনো সম্ভাবনা জেনে গেলেও খুব কম পড়ে যাবে যদি না তুমি একবার তার চোখের দিকে তাকাও।
কি স্নিগ্ধ ব্যাপারটা,তাই না? অথচ আমরা তার মনের দূরত্ব অতিক্রম করতে গিয়ে নাস্তানাবুদ হই। কিন্তু কাউকে জানতে হলে সবসময় অত দূর যেতে হবেই বা কেন!