09/05/2025
সহকারী পুলিশ সুপার পলাশ সাহার মৃত্যতে সোস্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনা চলতেছে
এক দল বলতেছে মা দায়ী, আবার আর এক দল বলতেছে বউ দায়ী🤔 এর মধ্যে মাকে বেশি দায়ী করতেছে নেটিজেনরা।
যারা মাকে বেশি দায়ী করতেছে আমি তাদেরকে বলতে চাই। বর্তমান পৃথিবীতে মাকে আমরা বোঝায় পরিনত করেছি। এই "মা" নামোক মনুষ্য প্রাণিটি এমন এক বোঝা যাকে সবাই ঘাড় থেকে নামাতে চায়।
কিন্তু বাবার ক্ষেত্রে এমনটা খুব কম দেখা যায়, বাবারা যদি সন্তানদের কে ১০০ কথা শুনায় তাহলে সন্তানরা হয়তো ১টা বা ২টা কথায় রিয়েক্ট করে। আর মা যদি সন্তানদের ১০০ কথা শুনায় তাহলে সন্তানরা ৯৮ বা ৯৯টা কথাতে রিয়েক্ট করে। এর কারন কী⁉️
কারন হচ্ছে বাবারা মৃত্যুর আগ পর্যন্ত তার স্থাবর- অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের করে রাখে। আর অপর দিকে মায়ের কোন সম্পত্তি থাকেনা, আর মানুষ জন্মগত ভাবে ধন-সম্পত্তির নেশায় আসক্ত। আজ যদি পলাশ সাহার মায়ের ১০ বা ২০ বিঘা জমি থাকতো, ব্যাংকে লাখ লাখ টাকা থাকতো তাহলে হয়তো দৃশ্যপট এ রকম হতো না✅
মেয়েদেরকে এতোটাই বোঝা মনে করা হয় যে, বাবা তার ঘাড় থেকে নামিয়ে বর নামক একটা ছেলের ঘাড়ে দেয়, আবার একটা সময় পর বর তার ঘাড় থেকে নামিয়ে সন্তানদের ঘাড়ে দেয়, আবার সন্তানরা একজন আর একজনের দিকে ঠেলে দেয়,,, হায়রে জীবন😭😭
নারী সংস্কার কমিশনের ৪৩৩টা প্রস্তাবনার মধ্যে, সম্পত্তিতে নারীর সমান অধিকার এই প্রস্তাবটা অন্তত পাশ করা হোক✅ শুধু সম্পত্তি না থাকার কারণে নারীরা সত্যি অনেক অবহেলিত।।। তারা যাকেই আঁকড়ে ধরে বাচতে চায়, তারাই দুরে ঠেলে দেয়😭😭😭😭😭😭😭😭