জলঢাকা নিউজ 24

জলঢাকা নিউজ 24 Man Vs AI

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাগ্যবতী মায়ের এক সঙ্গে ৫ সন্তানের জম্ম। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টায় হাসপাতালের গাইনি বিভাগে...
22/04/2025

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভাগ্যবতী মায়ের এক সঙ্গে ৫ সন্তানের জম্ম। গত ১৯ এপ্রিল রাত সাড়ে ৮টায় হাসপাতালের গাইনি বিভাগে এ ৫ সন্তানের জম্মদেন গাইবান্ধা উপজেলার সাদুল্ল্যাপুর উপজেলার শিরিকুল ইসলামের স্ত্রী আরজিনা বেগম(২৩)। বাচ্চাগুলোর প্রতিজনের ওজন দেড় কেজি করে।বর্তমানে জম্মধাত্রী মা ও বাচ্চাগুলো সুস্থ আছেন।নিচের ছবিতে অচেতন মা আরজিনার সেবা নিয়ে ব্যস্ত সেবিকারা......তাদের জন্য শুভ কামনা রইল..

21/04/2025
16/04/2025

চিনা হসপিটাল জলঢাকায় চাই কি বলেন আপনারা সবাই সারা দিন

20/03/2025

পঞ্চগড়ের তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে তেঁতুলিয়া-শালবাহান আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে এলাকাবাসী।

জলঢাকায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল  নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নে...
20/03/2025

জলঢাকায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) উপজেলার আল-ফালাহ্ অফিস মাঠে এ ইফতার মাহফিল হয়।উপজেলা আমির মো. মোখলেসুর রহমান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী এসোসিয়েশনের সভাপতি ও জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল-ফারুক আব্দুল লতীফ, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং জলঢাকা থানার অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমূখ। মাহে রমজানের তাৎপর্য, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার গুরুত্ব, ঐক্যতা ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরে আলোচনা করেন অতিথিবৃন্দরা এবং শেষে উপস্থিত সকলে একই সাথে ইফতার গ্রহণ করে অনুষ্ঠানটি শেষ হয়।

যারা অনলাইনে ফ্রী তে কাজ শিখে ইনকাম করতে চান এই পেজ টিতে লাইক দিয়ে পাশে থাকেন
20/03/2025

যারা অনলাইনে ফ্রী তে কাজ শিখে ইনকাম করতে চান এই পেজ টিতে লাইক দিয়ে পাশে থাকেন

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই। ঘুষ-দুর্নীতির আখড়ায় জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিস।গত বুধবার (...
07/03/2025

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই। ঘুষ-দুর্নীতির আখড়ায় জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিস।

গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) সরেজমিনে দেখা যায়, জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের ডেলিভারি কক্ষ টি সি শাখায় মোজাম্মেল হক নামে একজন বসেন।

তিনি প্রতিনিয়ত এ কক্ষের একটি টেবিলে বসে এনএন ফিসের নামে প্রত্যেক দলিল প্রতি ১১০০ থেকে ১২০০ টাকা নেন।

যেখানে সরকারি বিধি মোতাবেক ২৬০ টাকা পর্যন্ত নেওয়ার নিয়ম এবং মসজিদের জন্য (৫০-১০০) টাকা বাদে বাড়তি সব টাকা বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে ভাগবাটোয়ারা হয়। এদিনে মোট ৫২টি দলিল সম্পাদন হয়।

তাহলে একদিনে মোট কত টাকা দুর্নীতি করা হয়েছে? এ টাকা গ্রহনের বিষয়ে মোজাম্মেল হককে প্রশ্ন করলে তিনি বলেন,"লেখক সমিতির অনুমতিক্রমে আমি ১১০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত নিয়ে জমা দিয়ে দেই।

পরে এ টাকা কোথায় যায়? কি হয়? জানি না।" এছাড়া ফিঙ্গার টিপসই এর জন্য ২০ টাকা করে নেওয়া হয়। এসব দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে বাধা সম্মুখীন হয় সংবাদকর্মীরা।

টাকা দিয়ে মেনেজ করতে চায় সিন্ডিকেট গ্রুপটা। এই সিন্ডিকেট গ্রুপের প্রভাবে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে জমির বিভিন্ন ত্রুটি দেখিয়ে দলিল রেজিস্ট্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এ টাকা সিন্ডিকেটের সমন্বয়ে ভাগ-ভাটোয়ারা করা হচ্ছে।

এছাড়াও দলিলের নকল তুলতে গেলে সরকারি ফির দ্বিগুণ টাকা হাতিয়ে নেয়া হয় বলে অনেক ভুক্তভোগী সেবাগ্রহীতা। সেবা নিতে আসা ভুক্তভোগীরা জানায়, কালকে সারাদিন থেকে ঘুরে গেছি দলিল হয়নি।

আজও ঘুরে যাওয়া লাগতো,সাংবাদিকরা আসার কারনে আজকে দলিল হলো। এমন হওয়ার কারন কি প্রশ্নের জবাবে বলেন, টাকা দিলেই তারাতাড়ি দলিল হয়। এছাড়া দলিল সম্পাদনের নামে দিনের পর দিন অসাধু দলিল লেখকদের যোগসাজশে মোটা অঙ্কের ঘুষের মাধ্যমে চলছে দলিল রেজিস্ট্রির কাজ। এখানে ঘুষ ছাড়া কোনো দলিল রেজিস্ট্রি করা যায় না বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এটা এখন নিয়মে পরিণত হয়ে গেছে। ভুক্তভোগীসহ সংশ্লিষ্টদের অভিযোগ, জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম-দুর্নীতির পেছনে রয়েছেন সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিস অ্যাসোসিয়েশনের একটি চক্র, স্থানীয় দলিল লেখকদের একটি চক্রসহ অফিসের অসাধু কিছু কর্মকর্তারা। কৃষকরা জমি কেনা-বেচা করতে এলে তাদের সরকারের ফি আর দলিল লেখকদের পারিশ্রমিক ছাড়া আর কোনো খরচ

নীলফামারীতে বিরল আ'কৃতির শি'শুর জ'ন্ম, নেই হাত-পা ও মাথানীলফামারীতে একটি মায়ের কোল জুড়ে জন্ম নিয়েছেন দু’টি শিশু। একটি পু...
09/07/2024

নীলফামারীতে বিরল আ'কৃতির শি'শুর জ'ন্ম, নেই হাত-পা ও মাথা

নীলফামারীতে একটি মায়ের কোল জুড়ে জন্ম নিয়েছেন দু’টি শিশু। একটি পুত্র সন্তান হলেও আর একটি হয়েছেন বিরল আকৃতির। শিশুটি ভূমিষ্ঠ হয়েছেন হাত-পা,মাথা ছাড়াই। এখন শিশুটিকে ঘিরে নানা আলোচনা-সমালোচনার জন্ম নিলেও চিকিৎসকরা বলছেন, শিশু দু’টি একসাথে গর্ভে আসায় গর্ভের একটি অংশ চাপা পড়লে শিশুটির আকৃতি অস্বাভিক হয়ে যায়। আবার এটি জেনিটিক কারণও হতে পারে।

জানা যায়, নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের লোকমানপাড়ার তারিন ও মোমিনুর দম্পত্তির কোল আলোকিত করে একে একে জন্ম নেয় দু’টি শিশু। সোমবার বেলা ১২.৩০মিনিটে নীলফামারী জেনারেল হাসপাতালে সাধারণভাবে এই নবজাতক শিশু দু’টির মধ্যে সর্বপ্রথম ভূমিষ্ঠ হয় বিরল আকৃতির শিশুটি। ১কেজি ৮গ্রাম ওজনের শিশুটির দু’টি আঙ্গুল দেখা গেলেও নেই দেহের গঠন। দেখতে ডিম্বাকৃতির হলেও নেই হাত-পা ও মাথা। আর পরের নবজাতকটি পুত্র সন্তান হলেও তার ওজন ১কেজি ৬গ্রাম। তারও রয়েছে নানা সমস্যা। রাখা হয়েছে হাসপাতালের নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে।

03/07/2024

Address

Jaldhaka
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when জলঢাকা নিউজ 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share