রংপুর মহানগর ছাত্রদল

রংপুর মহানগর ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতি

12/10/2025

১৯৭৭ সালের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির সাবেক মহাসচিব এ এস এম মোস্তাফিজুর রহমান খুলনা সফরে যান।

বলে রাখা ভালো,মোস্তাফিজুর রহমানের বাড়ি বাগেরহাট তথা খুলনা।খুলনা শহরে তখন বড় কোনো মসজিদ ছিলো না।ঐ দিনটিও ছিলো শুক্রবার।

মোস্তাফিজুর রহমান সাহেবকে উদ্দেশ্য করে জিয়াউর রহমান বললেন,"একসঙ্গে অনেক লোক জুম্মা আদায় করতে পারে এমন একটা মসজিদ তৈরী করেন না কেনো আপনারা"?

এই প্রশ্নের উত্তরে মোস্তাফিজর রহমান বললেন,"এতো টাকা পাবো কোথায়"।তখন জিয়াউর রহমান বললেন,"আপনারা খুলনার লোকজন খুবই কৃপণ"।

সর্বশেষ জিয়াউর রহমান বললেন,"আপনারা চাঁদা তোলেন।আপনারা যতো তুলতে পারেন;আমি তার দ্বিগুণ দিবো"।

এরপরই তৎকালীন খুলনা বৃহৎ জামে মসজিদের পরিকল্পনা করা হয় এবং প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

আজ সে-ই জিয়ার বিএনপিকে ইসলামবিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে একঝাঁক নব্য ইসলামের ইজারাদাররা।যে-ই জিয়ার বিএনপি দিয়ে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম খচিত হয়েছে।

এদেশের অধিকাংশ প্রখ্যাত আলেমদের ধানের শীষ মার্কা দিয়ে ঐ মহান পার্লামেন্টে নিয়ে গেছে এই জিয়ার বিএনপি।এদেশের আলেমদের সুখেদুখে সবসময়ই সবসময়ই পাশে ছিলো এই জিয়ার বিএনপি।

এদেশের আলেমদের দুঃসময়ে ম্যান পাওয়ার,অর্থনৈতিক সহায়তা,আইনী সহায়তা,আলেমদের নির্মিত এতিমখানায় অনুদান সহকারে সবসময়ই পাশে ছিলো এই জিয়ার বিএনপি।

বর্তমান এদেশের প্রায়ই ১৩৬+ বৃহৎ এতিমখানায় নীরবে নিজের ব্যাক্তিগত ফান্ড থেকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন ঐ টেমস নদীর পাড়ে থাকা তারেক রহমান।

আলেমদের পাশে থাকার জন্য যে-ই বিএনপিকে কিছুদিন আগেও মৌলবাদী,আইএসের এজেন্ট ট্যাগ খেতে হতো সে-ই বিএনপিকে আজ ইসলাম বিরোধী হিসেবে দাঁড় করানোর এজেন্ডা হাতে নিয়েছে একঝাঁক আলেম নামের জালেম;কী দূর্ভাগা বিএনপির নেতা-কর্মীরা....

"সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস" বাংলাদেশের সংবিধানে সংযোজন করা বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করে নাই বরং ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মের স্বাধীনতা নিয়েই সবসময়ই সোচ্চার ছিলো বিএনপি।

বিএনপিকে ইসলামবিরোধী বানানোর এই এজেন্ডা এই ষড়যন্ত্রকে অতীতের মতো আগামী নির্বাচনেও বাংলাদেশের মানুষ আরো একবার ব্যালট বাক্সের মধ্যে দিয়ে রুখে দিবেই...

আজকে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টার এ একদল স্বৈরাচারের দোসর "জয় বাংলা" স্লোগান দেয়। সেখানে প্রতিবাদ করতে গেলে দুই পক্...
11/10/2025

আজকে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টার এ একদল স্বৈরাচারের দোসর "জয় বাংলা" স্লোগান দেয়।

সেখানে প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও গোলাগুলি হয়। এই গোলাগুলিতে অন্তত দুইজন আহত হন।

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন উনার নাম মো শরীফ। উনি চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর একজন কর্মী। আরেকজন এর আহত হওয়ার খবর শোনা যাচ্ছে। উনিও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে খবর পাওয়া যাচ্ছে।

ঘটনাস্থলের লোকজন দের কাছ থেকে জানা গেছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জয় বাংলা স্লোগান দেয়া সন্ত্রাসীদের নিবৃত্ত না করে বরং অনেকটা নিষ্ক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো অথচ আমাদের বুঝ দেয়া হয় যে সন্ত্রাসীদের কার্যক্রম নাকি স্থগিত এবং এরা নিষিদ্ধ। এবং একটা দল এইটার অনেক ক্রেডিট ও নেয় কিন্তু এইরকম পরিস্থিতিতে তাদের জনশক্তিকে আর পাওয়া যায় না। 😄

09/10/2025

খালেদা জিয়া জিয়াউর রহমানের কবর জিয়ারতে গেছেন গভীর রাতে যেন ঢাকাবাসীর দুর্ভোগ না হয়। উনি জানেন উনি বের হলে নেতাকর্মীদের ঢ্ল নামবে, তাই তিনি নিজের টাইমিং অ্যাডজাস্ট করছেন। উনার এই বিচক্ষণতা ও প্রজ্ঞার জন্যই উনি দেশের সর্বসাধারণের কাছে এত সম্মানিত। আমাদের দেশের রাজনীতিতে এই বিচক্ষণতার বড় অভাব। যেখানে রাস্তা আটকে বিরাট শোডাউন দেয়ার নাম হ্যাডম - সেখানে বেগম খালেদা জিয়া সত্যিই অনন্য।

১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্মিত প্রচারণামূলক তোরণ।১৯৮১ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্...
07/10/2025

১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নির্মিত প্রচারণামূলক তোরণ।

১৯৮১ সালের ১৫ নভেম্বর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হয়ে তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবদুস সাত্তার জয়লাভ করেন, তিনি ৬৬ % ভোট পেয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেনকে পরাজিত করেন। সে সময়ে বরগুনা শহরের খলিফা পট্টিতে বিএনপি সমর্থক ব্যবসায়ীরা থানকাপড় দিয়ে একটি প্রচারণামূলক তোরণ বানিয়েছিলেন। ছবিটি আমার মরহুম শ্বশুর মোকসেদ আহমেদ খান এর একটি পুরনো ডায়েরীর ভেতর সম্প্রতি পেয়েছি।

পোস্ট: আবদুর রশীদ খান/ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র

#গিরিধরদে #বিএনপি #আওয়ামীলীগ #বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #ইতিহাসেরখোঁজেগিরিধর

নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপি এককভাবে সংখ্য...
06/10/2025

নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং ছাত্রনেতাদের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে রাজনীতিতে আনবে। অর্থনীতিতে পোশাকশিল্পের বাইরে গিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অনলাইন বাজারের সরবরাহ কেন্দ্র বানানোর পরিকল্পনা রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কও “বাংলাদেশ সবার আগে” নীতিতে নতুনভাবে সাজানো হবে।

চাইলাম ডাকসু ভিপিপেলাম নীলক্ষেতের ভিপি 🤣
26/09/2025

চাইলাম ডাকসু ভিপি
পেলাম নীলক্ষেতের ভিপি 🤣

20/09/2025

আপনারা কোন ব্যক্তির কর্মী না আপনারা কিন্তু ধানের শীষের কর্মী ❤️

19/09/2025

২০২২

আমাদের লড়াইটা এখানেই। বিএনপি থেকে জামায়াত খেদানো। জামাতি গন্ধ গায়ে নিয়ে কেউ বিএনপিতে থাকতে পারবে না ..
17/09/2025

আমাদের লড়াইটা এখানেই। বিএনপি থেকে জামায়াত খেদানো। জামাতি গন্ধ গায়ে নিয়ে কেউ বিএনপিতে থাকতে পারবে না ..

প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতৃবৃন্দের সাথে কাটানো সময় গুলো হচ্ছে আমাদের সাহস,আমাদের শক্তি,আমা...
16/09/2025

প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতৃবৃন্দের সাথে কাটানো সময় গুলো হচ্ছে আমাদের সাহস,আমাদের শক্তি,আমাদের উদ্দীপনা।

মা মাটি ডাকছে..? ❤️
16/09/2025

মা মাটি ডাকছে..? ❤️

Address

Mahigonj Rangpur
Rangpur
5403

Website

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর মহানগর ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share