রংপুর মহানগর ছাত্রদল

রংপুর মহানগর ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতি

22/07/2025

যে রাজনৈতিক দলগুলো সংস্কার প্রশ্নে অগ্রাধিকার পাবে তাদেরকে আওয়ামী লীগ/ছাত্রলীগ দমনে বিএনপির/ ছাত্রদলের মতো সমানভাবে রাজপথে সামানের সারিতে থাকতে হবে।

21/07/2025

সংকটে, দূর্যোগে সবার আগে ছাত্রদল। আজকে আবারো প্রমাণ করেছে।

যেনে রাখুন...
17/07/2025

যেনে রাখুন...

17/07/2025

১৬ জুলাই ২০২৫
শহীদ আবু সাঈদ সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সকল বীর সন্তানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আয়োজিত রংপুর বিভাগীয় ছাত্র সমাবেশে বক্তব্য প্রদান করেন রংপুর মহানগর ছাত্রদলের মেধাবী, নির্যাতিত অদম্য সাহসী কর্মী বান্ধব ছাত্রনেতা, রংপুর মহানগর ছাত্রদলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ শফিউল ইসলাম সবুজ ভাই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই

15/07/2025

পল্টন টু শাহবাগ।
ঢাকা মহানগর গতকাল শুধু একটা শব্দতেই মুখরিত ছিল, রাজাকার.... রাজাকার....

এ যেন বাংলাদেশের মানুষ আরেকবার ৭১ এর হাতিয়ার হাতে তুলে নিলো। মিছিল শাহবাগের দিকে অগ্রসর হওয়ার পথে এক বৃদ্ধা আমাকে এসে তার আবেগ প্রকাশ করলো- " এই কাজ টা এতদিন করেন নাই কেন" ?

এ যেনো চোখের সামনে দেখলাম অজানা এক ভয় বাংলাদেশের মানুষের টুটি ধীরে ধীরে চেপে ধরছিলো। ছাত্রদল এই কর্মসূচির মাধ্যমে সবার এই স্বাধীন দেশে রাজাকার গালি দেওয়ার একটা সাহস যুগিয়েছে।

যেভাবে কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের মুক্তিকামী জনগণ কে ভরসা দিয়েছে সূর্য সন্তান রা আছে এই জমিন রক্ষার জন্য ভয় নাই।

" দিল্লি গেছে স্বৈরাচার
পিন্ডি যাবে রাজাকার "

এই স্লোগানের চর্চা চলুক পাড়া মহল্লা অলিগলি সবখানে যেনো রাজাকার এর শাবক রা লুঙ্গির তলে ঢুকে যায়.... বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ। ❤️

আগামী ১৬জুলাই ২০২৫ রংপুর বিভাগীয় ছাত্রদলের আয়োজনে,রংপুর বিএনপি পার্টি অফিসের সামনে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ সফল করার লক্...
15/07/2025

আগামী ১৬জুলাই ২০২৫ রংপুর বিভাগীয় ছাত্রদলের আয়োজনে,রংপুর বিএনপি পার্টি অফিসের সামনে ছাত্রদলের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসে চিঠি প্রদান করেন রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক,মো:শফিউল ইসলাম সবুজ ভাই,
যুগ্ম আহবায়ক, জুনায়েদ হোসেন অনিক ভাই।

গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নোংরামি করা সেই টোকাই কট, আলহামদুলিল্লাহ।
15/07/2025

গতকাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে নোংরামি করা সেই টোকাই কট, আলহামদুলিল্লাহ।

13/07/2025

অনন্য অদ্ভুত এক ফ্যানবেইজ বিএনপির!
গত ৪৮ ঘন্টায় এ দলের কাল্ট এক্টিভিস্টরা একইসাথে সাত দিক সামলিয়েছে!

১) দলের হাইকমান্ডকে তুলোধুনো করেছে হাজী সেলিমের গ্যাংস্টারদেরকে দলে ভেড়ানোর জন্য

২) হাইকমান্ডের উপর অসম্ভব রকম নাখোশ হয়েও দল হিসাবে বিএনপিকে যথাসম্ভব ডিফেন্ড করে গেছে

৩) সুপ্রিম লিডার জিয়া কে অবমাননা করায় জাশির নোংরামির বিরুদ্ধে অভূতপূর্ব নিন্দার ঝড় তুলেছে

৪) সরকারকে তুলোধুনো করা হয়েছে ল'এন্ড অর্ডার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হবার জন্য

৫) এনসিপির নেতাকর্মীদের আচো* উস্কানি ইগনোর করে তাদেরকে দুদিনের বৈরাগির মত ট্রিট করেছে

৬) ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টায় নিমজ্জিত পলাতক লীগের সমর্থকদেরকেও সমুচিত জবাব দিয়ে গেছে!

৭) সর্বপরি অনলাইনে নিজেদের ফ্যানবেইজকে এই কঠিন সময়ে সাইকোলজিক্যাল সাপোর্ট দিয়ে আগলে রেখেছে

খেয়াল করে দেখুন, কাউকে ছাড় দেয়া হয়নি! সরকার - প্রতিপক্ষ পলাতকলীগ - জামাত - শিবির - এনসিপি এমনকি নিজ দলের হাই কমান্ড - যুবদলের নেতৃত্ব - কেউ ছাড় পায়নি! যে যার পজিশনে থেকে ফাইট করে গেছে, কোন রকম দিক নির্দেশনা ছাড়া!

প্রাউড অফ ইউ গাইজ!
এ দলের ভবিষ্যৎ অন্ধকার হতেই পারেনা!
ক্যামনে হবে?
এক জিয়া অনন্তরে, হাজার জিয়া ঘরে ঘরে!

[The battle continues...]

13/07/2025
13/07/2025

শিবিরের মাসুদ মিয়া গরম দেখায়- দেশ থেকে একটি দলকে পালাইতে হইতে পারে।
উনি বিএনপিকেই বুঝাইছে ধরে নিলাম।

মাসুদ মিয়া হয়ত ভুলে গেছে- "বিএনপি বাংলাদেশের সব চেয়ে বড় মজলুম দল। এই দল ১৬ টা বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। গুম, খুনের শিকার হইছে। তবুও মাথা উঁচু করে টিকে ছিল, আছে। কখনোই গুপ্ত রাজনীতি করে নাই।"

মাসুদ মিয়ার আরো মনে রাখা উচিত-
"বেগম খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের নাম। উনি জীবন সংকটে থেকেও কোন আপোষ করে নাই। খালেদা জিয়ার ডিকশেনারীতে পালানোর রেকর্ড নাই। বিএনপির কেও পালায় না, দরকার হইলে হাসি মুখে জেলে যাবে সবাই।"

বালের ফাপরবাজী অন্য জায়গায় মারায়েন।
বিএনপি ছাড় না দিলে ১৫ টি আসন জিতে আসেন।

13/07/2025

বিএনপির বিরুদ্ধে হিযবুত তাহরিরকে মাঠে নামানো হয়েছে।

কে নামিয়েছে, কেন নামিয়েছে সেটা আমরা জানি না।

কিন্তু তারা মাঠে নেমেছে।

হিযবুত তাহরির কোন নিরীহ ব্যাপার না। বাংলাদেশে যত নষ্ট কাজকারবার সব হিযবুত তাহরিরকে দিয়ে করানো হয়।

এমনও হতে পারে যে বিএনপিবিরোধিতাকে ইসলামী জঙ্গিবাদ রুপ দেওয়ার জন্যই হিযবুত তাহরিরকে মাঠে নামানো হয়েছে।

12/07/2025

প্রিয় বন্ধুগণ! পরাজিত শক্তি দাঙ্গা বাধাতে চায়। গতকাল রাষ্ট্রের তিনটি হত্যাকাণ্ডের ঘটনাতেই আমরা চরমভাবে শোকাহত। আমরা সব হারিয়ে আজকের অবস্থানে দাড়িয়েছি। সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিন। পরাজিত শক্তির প্রতিহিংসার ফাঁদে পা দেবেন না।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর মহানগর ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share