রংপুর মহানগর ছাত্রদল

রংপুর মহানগর ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতি

05/11/2025
05/11/2025

তৃতীয় মাস্টারক্লাস ডিসিশন হতে যাচ্ছে
শহীদ মুগ্ধ'র জমজ ভাই সিন্ধ নমিনেশন পাচ্ছে ব্রাহ্মণবাড়ীয়া বা উওরা ( ঢাকা-১৮)

03/11/2025

ডাক দিয়াছে সামু ভাই
ঘরে থাকার সময় নাই।

24/10/2025

২০ নভেম্বরের আগেই সম্ভবত তারেক রহমান আসতেছেন।

বুলেটপ্রুফ গাড়ি ও অস্ত্রের লাইসেন্স চুড়ান্ত পর্যায়ে আছে।

নেতাকে বরণ করতে ঢাকা আসার প্রস্তুতি নিতে পারেন ইনশাহ।

তারেক রহমান আসার পর থেকে তিন/ সাড়ে তিনমাস সর্বোচ্চ এক্টিভিটি দেখাতে হবে আমাদের।

সবাই ১৭ বছর কষ্ট করেছেন। তারেক রহমান আসার পর চুড়ান্ত পুশটা আমাদের দিতে হবে।

আশা করি তিনটি ফ্রন্টে ইনশাহআল্লাহ আমরা সবাই কাজ করব।

আপনি লেখতে পারেন না। অন্তত যারা লেখেন তাদেরটা শেয়ার করবেন। দুই লাইনের হলেও নিজে লেখার চেষ্টা করুন।
আপনার প্রফাইল লক? সমস্যা নাই, তারপরও শেয়ার করুন, নিজে লেখুন। অন্তত আপনার লিষ্টের আত্মীয় স্বজনতো দেখবে।

১৭ বছর কষ্ট করেছেন, স্যালুট সব ভাইকে।আসুন সবাই মিলে দলের জন্য, দলের শহীদদের জন্য, লক্ষ লক্ষ নির্জাতিত-নিপীড়িত মানুষের জন্য, সর্বোপরি ১৮ কোটি মানুষের ভাগ্যন্নোয়নের শপথপত্র ৩১ দফা বাস্থবায়নে আগামী সাড়ে তিন মাস আরেকটু কষ্ট করি।

মনে রাইখেন আমাদের প্রতিপক্ষ এখন নাই। ৫ বছর পর ফিরতে পারে শক্তিশালী হয়ে। কিন্তু আমাদের অলসতা আমাদের বড় প্রতিপক্ষ হয়ে দাড়াতে পারে। আমাদের কিন্তু সেদিকে খেয়াল রাখতে হবে।

ইনশাহ আল্লাহ আগামী নির্বাচনে আমাদের ভুমিধ্বস বিজয় কেউ ঠেকাতে পারবে না।

19/10/2025

প্রিয় ছাত্রদল,
দেয়ালে পিঠ ঠেকে গেছে।সময় এসেছে রাজপথে জবাব দেয়ার।

🌾✨
19/10/2025

🌾✨

তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখতে অনেক ষড়যন্ত্র চলতাছে,কয়েকদিন আগে তারেক রহমান ঘোষনা দিলো নভেম্বরেই দেশে ...
19/10/2025

তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখতে অনেক ষড়যন্ত্র চলতাছে,কয়েকদিন আগে তারেক রহমান ঘোষনা দিলো নভেম্বরেই দেশে ফিরবেন।

তারপরই কিছু রাজনৈতিক দল,যা অদৃশ্য শক্তি মব সৃষ্টি করতে শুরু করেছে,এই এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় আগুনের ঘটনা, যা কাকতালীয় নয়,এগুলো পূর্ব পরিকল্পীত।জুলাই সনদের সাক্ষর অনুষ্ঠানে উশৃংখল আচরন,এখানেই আসল জুলাই যোদ্ধার যায়নাি আমি মনে করি,ওরা পুলিশের উপর ককটেল সহ নিক্ষেপ করছে,যা অবশ্যই পুর্ব পরিকল্পীত।

এগুলো হওয়ার মুল কারন হচ্ছে, দেশের অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ যা নির্বাচন কে পিছানোর নতুন পায়তারা।

তারেক রহমান!এই মানুষটার জনপ্রিয়তায় এতো ভয়? সবে তো মাসের নাম ঘোষণা দিয়েছে, যখন তারিখ ঘোষণা দিবে? যখন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে? কি করবি রে বোকা?

সব ষড়যন্ত্র নস্যাৎ করে তারেক রহমান ইনশাআল্লাহ আসবে, নভেম্বরেই আসবে৷ তারেক রহমান রাজনীতি করতে না পারলে তোরা করবি? এতো সহজ??

15/10/2025

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান
তাঁর অসাধারণ ব্যক্তিত্ব ও ঈমান; সেই সঙ্গে দেশপ্রেম!

15/10/2025

মনে আছে, ২০০৮ সালে যখন বেগম খালেদা জিয়া বলেছিলেন-

দেশ বাঁচাও
মানুষ বাঁচাও

তখন অনেকে হাসাহাসি করেছে। কারণ তখন জোয়ার ছিল উল্টা দিকে।

আজ এতোদিন পরে এসেও নির্বাচনে আমি মনে করি বিএনপির অবস্থান একই থাকা দরকার। মানে এই সময়টাও এই শ্লোগানই ডিমান্ড করে। দেশ ও মানুষকে রক্ষার কোন আয়োজন গত এক বছরে দেখা যাচ্ছে না। সবাই সবার ধান্ধাতে বিজি।

যারা দেশ ও মানুষকে বাঁচানোর -এই রাজনীতি বাদ দিয়ে ছলে বলে কৌশলে নিজেদের দলকে ক্ষমতায়িত করতে চেষ্টা করবে। বিভিন্ন রকম সেন্টিমেন্টকে ব্যবহার করে, অন্যের চরিত্র হনন করে, ভূয়া প্রচার ও মিথ্যার উপর ভর করে নিজেদের সেরা হিসেবে হাজির করে দেশকে ওয়ান ডাইমেনশনাল দল ও ব্যক্তিদের হাতে উঠায়ে দিবে তারা বিগত দিনের সব স্বৈরাচারী রেকর্ড ছাড়িয়ে যাবে। যার লক্ষণ ইতিমধ্যে প্রকাশিত হতে শুরু করেছে।
এই জন্য বাংলাদেশকে বাঁচাতে হলে সব দল মিলে জাতীয় স্বর্থবাদি রাজনীতিকে শক্তিশালী করতে হবে। যারা ক্ষমতার লোভে ইতমধ্যে বিভিন্ন জাতীবিরোধী কৌশলকে আমদানী করেছে, যারা গোপনে ক্ষমতার সব জরুরী অংশ দকলে নিয়ে বসে আছে আর ভাব করছে আমরা কিচু জানি না। নির্বাচনকে প্রলম্বিত করার একের পর এক দাওয়াই হাজির করছে তাদের পরিণতি লীগের চেয়ে খারাপ না করতে পারলে- বাংলাদেশ বিপদমুক্ত হবে না। ক্ষুদ্র একটা গোষ্ঠি বিদেশীদের সাথে মিলে, কিছু রাজনৈতিক দলকে সামনে রেখে বাংলাদেশ নিয়ে পুতুল খেলার আসর সাজিয়ে বসেছে।
এই চক্রকে পরাজিত করতে হবে। যে সব রাজনৈতিক দল চলতি লাভের আশায় তাদের সাথে হাত মিলিয়েছে, তাদের আমরা রাজনৈতিক ও নৈতিক এবং আইনি ভাবে মোকাবেলা করবো। বাংলাদেশকে যারা বিপদে ফেলতে চাইছে তাদের সারা জিবন দৌড়ের উপর রাখতে হবে।

সো এখনও প্রাসঙ্গিক শ্লোগান শুধু না, কাজ হলো-

দেশ বাঁচাও
মানুষ বাঁচাও।

12/10/2025

১৯৭৭ সালের শেষের দিকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির সাবেক মহাসচিব এ এস এম মোস্তাফিজুর রহমান খুলনা সফরে যান।

বলে রাখা ভালো,মোস্তাফিজুর রহমানের বাড়ি বাগেরহাট তথা খুলনা।খুলনা শহরে তখন বড় কোনো মসজিদ ছিলো না।ঐ দিনটিও ছিলো শুক্রবার।

মোস্তাফিজুর রহমান সাহেবকে উদ্দেশ্য করে জিয়াউর রহমান বললেন,"একসঙ্গে অনেক লোক জুম্মা আদায় করতে পারে এমন একটা মসজিদ তৈরী করেন না কেনো আপনারা"?

এই প্রশ্নের উত্তরে মোস্তাফিজর রহমান বললেন,"এতো টাকা পাবো কোথায়"।তখন জিয়াউর রহমান বললেন,"আপনারা খুলনার লোকজন খুবই কৃপণ"।

সর্বশেষ জিয়াউর রহমান বললেন,"আপনারা চাঁদা তোলেন।আপনারা যতো তুলতে পারেন;আমি তার দ্বিগুণ দিবো"।

এরপরই তৎকালীন খুলনা বৃহৎ জামে মসজিদের পরিকল্পনা করা হয় এবং প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।

আজ সে-ই জিয়ার বিএনপিকে ইসলামবিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে একঝাঁক নব্য ইসলামের ইজারাদাররা।যে-ই জিয়ার বিএনপি দিয়ে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম খচিত হয়েছে।

এদেশের অধিকাংশ প্রখ্যাত আলেমদের ধানের শীষ মার্কা দিয়ে ঐ মহান পার্লামেন্টে নিয়ে গেছে এই জিয়ার বিএনপি।এদেশের আলেমদের সুখেদুখে সবসময়ই সবসময়ই পাশে ছিলো এই জিয়ার বিএনপি।

এদেশের আলেমদের দুঃসময়ে ম্যান পাওয়ার,অর্থনৈতিক সহায়তা,আইনী সহায়তা,আলেমদের নির্মিত এতিমখানায় অনুদান সহকারে সবসময়ই পাশে ছিলো এই জিয়ার বিএনপি।

বর্তমান এদেশের প্রায়ই ১৩৬+ বৃহৎ এতিমখানায় নীরবে নিজের ব্যাক্তিগত ফান্ড থেকে অর্থ সহায়তা দিয়ে যাচ্ছেন ঐ টেমস নদীর পাড়ে থাকা তারেক রহমান।

আলেমদের পাশে থাকার জন্য যে-ই বিএনপিকে কিছুদিন আগেও মৌলবাদী,আইএসের এজেন্ট ট্যাগ খেতে হতো সে-ই বিএনপিকে আজ ইসলাম বিরোধী হিসেবে দাঁড় করানোর এজেন্ডা হাতে নিয়েছে একঝাঁক আলেম নামের জালেম;কী দূর্ভাগা বিএনপির নেতা-কর্মীরা....

"সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস" বাংলাদেশের সংবিধানে সংযোজন করা বিএনপি কখনোই ধর্ম নিয়ে রাজনীতি করে নাই বরং ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মের স্বাধীনতা নিয়েই সবসময়ই সোচ্চার ছিলো বিএনপি।

বিএনপিকে ইসলামবিরোধী বানানোর এই এজেন্ডা এই ষড়যন্ত্রকে অতীতের মতো আগামী নির্বাচনেও বাংলাদেশের মানুষ আরো একবার ব্যালট বাক্সের মধ্যে দিয়ে রুখে দিবেই...

Address

Mahigonj Rangpur
Rangpur
5403

Website

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর মহানগর ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share