শ্রেষ্ঠ অনুভূতি

শ্রেষ্ঠ অনুভূতি চলো আকাশ ছুঁয়ে দেখি, স্বাধীন এ দেশটারে বুকে বেধে রাখি।এটাই তোমার দেশ,আমার দেশ।আমাদের প্রিয় বাংলাদেশ🇧🇩
(8)

তথ্যবহুল ভিডিও পেতে আমাদের পেজটি লাইক দিয়ে সংযুক্ত থাকুন ধন্যবাদ ।

আমরা জীবনে কী পাইনি, সেই হিসাব করতে করতে কী কী পেয়েছি, তার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। অথচ সবচেয়ে বড় সত্য হলো, ...
11/07/2025

আমরা জীবনে কী পাইনি, সেই হিসাব করতে করতে কী কী পেয়েছি, তার জন‍্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। অথচ সবচেয়ে বড় সত্য হলো, জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সকাল, প্রতিটি সহজ কাজ করার সক্ষমতা—এগুলোই বিশাল এক একটা blessings. হাসপাতালে গেলে দেখতে পারবেন এক একজন মানুষ এক এক রকম যন্ত্রনার মধ্যে থেকে যাচ্ছে। প্রত‍্যেকটা বেডের একটা গল্প আছে। মাঝে মাঝে সে গল্প গুলো অতিবাস্তব মনে হয়, মনে হয় অন‍্য পৃথিবীর গল্প! এমনও হয়!

আমরা যারা প্রতিদিন নিজের পায়ে হেঁটে কাজ করতে পারি, চলতে ফিরতে পারি, এমনকি গলা পরিষ্কার করে কথা বলতে পারি—আমরা কতটা সৌভাগ্যবান। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, কারণ আমরা প্রতিদিন শুধু চাই, আরও চাই, আর কী কী নেই সেটারই হিসাব রাখি।

একটা সুস্থ শরীর, মাথার উপর ছাদ, এক প্লেট গরম ভাত, এই সবকিছুই জীবনকে অর্থবহ করে তোলে। হয়তো আপনার হাতে কোটি টাকা নেই, কিন্তু শান্তিতে ঘুমানোর মতো মন আছে, পরিবার আছে, বন্ধু আছে, সময় মতো খাবার আছে — এগুলো কি কম? সবার কি এসব থাকে?

জীবন পারফেক্ট না, তবু এত সুন্দর। কারণ তাতে ভালোবাসা আছে, বিশ্বাস আছে, সুযোগ আছে। So at the end of each day, pause for a moment and say, Thank you, life. I may not have everything I want, but what I do have… is already enough… Al hamd dulillah

রেজাল্টের ভরাডুবিতেও ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+। সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস...
10/07/2025

রেজাল্টের ভরাডুবিতেও ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+। সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস (এনকেএম স্কুল)। 🤍

10/07/2025

আপা থাকতে পাশের হার ছিল 95%। এখন পাশের হার 68% .. ''আগেই ভালো ছিলাম'' 😞

আমেরিকায় লিচু বাংলাদেশের মতো পিস হিসেবে বিক্রি হয়না।শুধু ট্রাই করার জন্যে ২ পাউন্ড বা ৯১০ গ্রাম যা কিনা ১২৫০ টাকা এবং ...
10/07/2025

আমেরিকায় লিচু বাংলাদেশের মতো পিস হিসেবে বিক্রি হয়না।শুধু ট্রাই করার জন্যে ২ পাউন্ড বা ৯১০ গ্রাম যা কিনা ১২৫০ টাকা এবং প্রায় ৩৫ থেকে ৪০ টি লিচু। এক বাংলাদেশী আঙ্কেল সেল দিচ্ছিল রাস্তার পাশে।

Good morning
10/07/2025

Good morning

Hello everyone ❤️
04/07/2025

Hello everyone ❤️

17/06/2025

শুভ রাত্রি

17/06/2025

শুভ সকাল

আমাদের ছায়া হয়ে হাজার বছর বেঁচে থাকো ।Happy fathers day
15/06/2025

আমাদের ছায়া হয়ে হাজার বছর বেঁচে থাকো ।

Happy fathers day

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when শ্রেষ্ঠ অনুভূতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category