
11/07/2025
আমরা জীবনে কী পাইনি, সেই হিসাব করতে করতে কী কী পেয়েছি, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যাই। অথচ সবচেয়ে বড় সত্য হলো, জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সকাল, প্রতিটি সহজ কাজ করার সক্ষমতা—এগুলোই বিশাল এক একটা blessings. হাসপাতালে গেলে দেখতে পারবেন এক একজন মানুষ এক এক রকম যন্ত্রনার মধ্যে থেকে যাচ্ছে। প্রত্যেকটা বেডের একটা গল্প আছে। মাঝে মাঝে সে গল্প গুলো অতিবাস্তব মনে হয়, মনে হয় অন্য পৃথিবীর গল্প! এমনও হয়!
আমরা যারা প্রতিদিন নিজের পায়ে হেঁটে কাজ করতে পারি, চলতে ফিরতে পারি, এমনকি গলা পরিষ্কার করে কথা বলতে পারি—আমরা কতটা সৌভাগ্যবান। কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, কারণ আমরা প্রতিদিন শুধু চাই, আরও চাই, আর কী কী নেই সেটারই হিসাব রাখি।
একটা সুস্থ শরীর, মাথার উপর ছাদ, এক প্লেট গরম ভাত, এই সবকিছুই জীবনকে অর্থবহ করে তোলে। হয়তো আপনার হাতে কোটি টাকা নেই, কিন্তু শান্তিতে ঘুমানোর মতো মন আছে, পরিবার আছে, বন্ধু আছে, সময় মতো খাবার আছে — এগুলো কি কম? সবার কি এসব থাকে?
জীবন পারফেক্ট না, তবু এত সুন্দর। কারণ তাতে ভালোবাসা আছে, বিশ্বাস আছে, সুযোগ আছে। So at the end of each day, pause for a moment and say, Thank you, life. I may not have everything I want, but what I do have… is already enough… Al hamd dulillah