
01/04/2025
লাইফে কোন, মানুষ কে বেশি গুরুত্ত দিতে নেই, হোক সেটা বন্ধু, প্রেমিকা, পরিবার।
বন্ধুর কথাই ধরা যাক, আপনি যখন তাকে নিজের ভাই মনে করবেন, তখন আপনি ঠকবেন!
আপনি যখন তাকে, নিজের কলিজা ভাববেন তখন ও ঠকবেন!
আপনি যখন বেশি গুরুত্ত দিয়ে তাকে, অন্য বন্ধুদের থেকে আলাদা ভালোবাসবেন তখনো ঠকবেন।
সব চেয়ে খারাপ লাগে, কোন বন্ধু কে যখন অনেক ভালোবাসবেন, তখন অই বন্ধু যদি আপনাকে সবার কাছে, ছোট করে, মানূষের কথায় ভুল বুঝে, দূরে সরায় দেয়।
সামনে যা ঘটে তাই সত্য মনে করে, যা মানুষ বূঝায় তাই বুঝে, পিছনে র গল্প গুলো জানার চেষ্টা করেনা। সেই বন্ধু যে, তাকে বাচানোর জন্য তার ভালোর জন্য সব করে গেছে বা করে যাচ্ছে, সেটা হয়তো সে কখনো উপলব্ধি করবেনা কখনো, সেই বন্ধু তার জন্য কি কি করে গেছে, সব সময় তার জানার বাহিরে, তার অগোচরে, সেটাও হয়তো সে কখনো বুঝেনা, জানার চেষ্টাও করবেনা। তার পর সেই বন্ধুর প্রতি ভালোবাসা, কখনো বিন্দু মাত্র কমবেনা, ভাইয়ের মত ভালোবাসা শ্রদ্ধা টাও কমবেনা। হয়ত, পরে থাকবে সেই সৃতিগুলো, সেই আনন্দ খন গুলো, বাইকে ঘোরা, এক সাথে আড্ডা দেয়া সব কিছুই। দুর থেকেই নাহয় ভালো থাকার দোয়া করে যাবো। বলে যাবো সব সময় ভালো থেকো বন্ধু।