Minal Haque

Minal Haque "সর্বোত্তম মানুষ সে, যার চরিত্র সর্বোত্তম"

26/06/2025

আপনার মা- বাবার সাথে খারাপ আচরণ করেছেন,,,,
তারা চোখের পানি ফেলেছে,,,,,,
আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে।
★★মায়ের মনে কেউ কষ্ট দিবেন না ★★


26/06/2025

আল্লাহর কাছে কী দাম আছে তোমাদের,,,,
নামাজ পড় না,,,
কুরআন তিলাওয়াত করতে পারো না,,,,

কথাগুলো শুনুন,, ভালো লাগবে।

25/06/2025

★এমন ভাবে নামাজ পড় যে,,,,
★চিন্তা করো হতে পারে,,,,,
★এটাই তোমার জীবনের শেষ নামাজ।

15/04/2025

ফিলিস্তিন একদিন স্বাধীন হবে
ইনশাআল্লাহ ❤️❤️

আপনার ইনকাম যদি দৈনিক ৪৯০ টাকা হয়,তাহলে আপনি সরকারি অফিসের অফিস সহায়ককের চেয়ে বেশি আয় করেন। আপনার ইনকাম যদি ৬০০ টাকা  হয়...
08/03/2024

আপনার ইনকাম যদি দৈনিক ৪৯০ টাকা হয়,তাহলে আপনি সরকারি অফিসের অফিস সহায়ককের চেয়ে বেশি আয় করেন। আপনার ইনকাম যদি ৬০০ টাকা হয়, তাহলে আপনি একজন সৈনিকের চেয়ে বেশি আয় করেন। আপনার ইনকাম যদি দৈনিক ৯০০ টাকা হয়, তাহলে আপনি একজন ২য় শ্রেণির কর্ম কর্তার সমতুল্য ইনকাম করেন। আপনার ইনকাম যদি দৈনিক ১২০০ টাকা হয় তাহলে আপনি একজন ১ম শ্রেণির কর্ম কর্তাকে ধরে ফেলছেন।

সরকারি অফিসের অধিকাংশের দৈনিক মজুরি ৪৮০ টাকা থেকে ৯০০ টাকা' র মধ্যে, যা একজন চায়ের দোকানদার,ঝাল মুড়ি মামার,চটপটি বিক্রেতার কিংবা রিকসাওয়ালা চেয়েও কম।তাই কথায় কথায় সরকারি চাকরি জীবীদের বেতন আকাশ সমান বৃদ্ধি করা হয়েছে তাই দুনিয়ায়র যা-ই হোক তারা বেহেশতে বসবাস করে এই ধারণা থেকে বেরিয়ে আসুন।
একজন চাকুরী জীবীর লাইফস্টাইল আর চায়ের দোকানদারের লাইফস্টাইল এক হবে না- এটাই স্বাভাবিক। কিন্তু ব্যবসায়ীদের মূল্যস্ফীতির সাথে সমন্বয় করার সুযোগ থাকলেও চাকুরীজীবীদের বেতন শেষ বৃদ্ধি পেয়েছে ২০১৫ সালে। খোঁজ নিয়ে দেখুন যারা চাকুরীজীবী তাদের অধিকাংশই বর্তমানে ঋণগ্রস্ত। অবশ্যই, হারাম গ্রহণ কারীদের কথা আলাদা, এদের বেতন হাত দিতেও হয় না।

এই ঊষর সময়ে, এই দুর্মূল্যের বাজারে ধারদেনা কিংবা ঋণ না করে চাকরিজীবীদের টিকে থাকা আসলেই কঠিন।

কল্পনা করুন, লক্ষ প্রতিযোগিকে পেছনে ফেলে দেশের সর্বোচ্চ বিশ্বিবদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকে ডিগ্রি নিয়ে আরও লক্ষ প্রতিযোগিকে পেছনে ফেলে প্রথম / দ্বিতীয় শ্রেণির চাকরি বাগিয়ে নেয়া একজনের আয়ের চেয়ে কোনমতে নাম লিখতে পারে কি পারে না,এমন একজন মুদি দোকান দারের আয় অনেক বেশি।
"যিনি সরকারি চাকরিজীবিদের জীবনের বাস্তব রূপ এতো সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ"
বি: দ্রষ্টব্য: ঘুষখোর / অবৈধ পন্থা অবলম্বনকারী সরকারি কর্মচারী এর আওতাধীন নয়।

(সংগৃহীত)

15/02/2024
বিচিত্র সব নদীর নাম ----------------------------- অবাক বিস্ময়: এই নামের নদীগুলো বাংলাদেশে আছে!চাঁপাইনবাবগঞ্জে আছে ‘পাগলা...
05/02/2024

বিচিত্র সব নদীর নাম
-----------------------------
অবাক বিস্ময়: এই নামের নদীগুলো বাংলাদেশে আছে!

চাঁপাইনবাবগঞ্জে আছে ‘পাগলা’ নদী আর কুমিল্লায় আছে ‘পাগলি’। 'সতা’ নদ আছে নেত্রকোনায়, ‘সতি’ আছে লালমনিরহাটে, 'মহিলা' নদী দিনাজপুরে, পুরুষালি’ নদী ফরিদপুরে, ‘মাকুন্দা’ আবার সিলেটে।

সিলেটে আছে ‘ধলা’ নদী আর দিনাজপুরে আছে ‘কালা’ নদী, হবিগঞ্জে আছে ‘শুঁটকি’ নদী, পঞ্চগড়ে আছে ‘পেটকি’, আবার পাবনায় আছে ‘চিকনাই’ নদী। ‘বামনী’ নদী আছে নোয়াখালীতে, ‘ফকিরনি’ আছে নওগাঁয়।

চুয়াডাংগায় ‘মাথাভাঙ্গা’, নীলফামারীতে ‘চুঙ্গাভাঙ্গা’, হবিগঞ্জে ‘হাওরভাঙ্গা’, সাতক্ষীরায় ‘হাঁড়িয়াভাঙ্গা’, পটুয়াখালীতে ‘খাপড়াভাঙ্গা’, চাঁপাইনবাবগঞ্জে ‘নাওভাঙ্গা’, ব্রাহ্মণবাড়িয়ায় আছে ‘ছিটিভাঙ্গা’।

বাগেরহাটে ‘পুঁটিমারা’ লালমনিরহাটে ‘সিঙ্গীমারা’, খুলনায় ‘শোলমারা, খাগড়াছড়ির ‘গুইমারা’, সাতক্ষীরায় ‘সাপমারা’, পঞ্চগড়ে ‘ঘোড়ামারা’, হবিগঞ্জে ‘হাতিমারা', চুয়াডাঙ্গায় ‘ভাইমারা’ ও সুনামগঞ্জে ‘খাসিয়ামারা’ নামে নদী আছে।

ফরিদপুরে আছে ‘কুমার’, চট্টগ্রামে আছে ‘ধোপা’, নওগাঁয় আছে ‘গোয়ালা’, আর সিরাজগঞ্জে আছে ‘গোহালা’। ঢাকী’ আছে খুলনায় আর ‘বংশী’ নদী আছে সাভারে।

'লুলা’ নদী সিলেটে, ‘খোড়া’ নদী নীলফামারী, ‘বোকা’ নদী ছাতক আর ‘খ্যাপা’ নদী সিলেটে। আবার মগরা’ নদী নেত্রকোনা, ‘ফটকি’ নদী মাগুরা, মঘা’ নদী ময়মনসিংহ, ‘ল্যাঙ্গা’ নদী গাইবান্ধা, ‘হাবড়া’ নদী সাতক্ষীরা, এবং ‘হোজা’ নদী রাজশাহী।

লঙ্কা’ নদী বরিশালে, ‘গুড়’ নদী নাটোরে। ‘ক্ষীর’ নদী ময়মনসিংহে, ‘লোনা’ নদী ঠাকুরগাঁওয়ে। ‘নুনছড়া’ আছে সিলেটে, ‘কালিজিরা’ বরিশালে, সুনামগঞ্জে আছে ‘লাউগাঙ’ আর ‘লাচ্ছি’ নদী আছে ঠাকুরগাঁওয়ে।

পটুয়াখালীতে আছে ‘পায়রা’, খুলনায় আছে ‘ময়ূর’, দিনাজপুরে আছে ‘শুক’ (টিয়া), সিলেটে ‘সারি’ (শালিক), বাগেরহাটে আছে ‘বগী’, সিলেটে ‘কুড়া’, রাজশাহীতে আছে ‘কোয়েল’, রাজবাড়ীতে ‘চন্দনা’, পঞ্চগড়ে আছে ‘ডাহুক’, সুনামগঞ্জে ‘ডাহুকা’, মৌলভীবাজারে আছে ‘মুনিয়া’।

পাবনায় আছে ‘কমলা’, সুনামগঞ্জে ‘খুরমা’, কুমিল্লায় ‘কালাডুমুর’ নদী। সিলেটের জকিগঞ্জে আছে ‘তাল’ ও ‘কুল’ নামে দুই গাং।

ফেনীতে আছে ‘মুহুরী’, মৌলভীবাজারে ‘জুড়ী’, রংপুরে আছে ‘কাঠগড়া’ নদী। আর যশোরে আছে ‘টেকা’, বরিশালে ‘পয়সা’, সিরাজগঞ্জে ‘দশসিকা’, জামালগঞ্জে আছে ‘দশানী’ নদী।

বিষখালী নদী ঝালকাঠি/বরগুনায় আর নির্বিষখালী’ নদী মাগুরায়। বালু নদী গাজীপুরে, বালিখাল হবিগঞ্জে, বালুখালী চট্টগ্রামে আর বালুভরা নওগাঁয়।

'ঘাগড়া' আছে পঞ্চগড়ে, ব্রাহ্মণবাড়িয়ায় ‘ঘুঙ্গুর’, আর নরসিংদীতে ‘কাঁকন’। আবার ‘ছেঁড়া’ নদী খুলনায় ‘ফুটা’ নদী টাঙ্গাইলে।

ভোলায় ‘কলমি’, শরীয়তপুরে ‘পালং’, মাদারীপুরে ‘ময়নাকাঁটা’, বরিশালে ‘লতা’ আর সিলেটে আছে ‘শ্যাওলা’ নদী।

কলকলিয়া হবিগঞ্জে, হলহলিয়া কুড়িগ্রামে, ঝনঝনিয়া গোপালগঞ্জে, ঝপঝপিয়া খুলনায়, জিরজিরা জামালপুরে, গড়গড়া গাজীপুরে।

তথ্যসূত্র:
ক। বাংলাদেশের নদনদী- ম. ইনামুল হক
খ। উইকিপিডিয়া
গ। প্রথম আলো।

22/11/2023

আলহামদুলিল্লাহ।
আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর!

👉👉ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে...
10/11/2023

👉👉ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন। দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন।
আমাদের আইটি সেন্টারে এডমিশন চলমান, ভর্তি ইচ্ছুক প্রার্থী 👇👇👇👇👇👇👇👇👇
বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ করুন।
ধন্যবাদ।

😍😍😍😍
01/10/2023

😍😍😍😍

08/07/2023

ইসলামিক চেতনায় জীবনে গড়ে তুলুন।

Address

Kurigram
Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minal Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minal Haque:

Share