29/07/2025
🌹 একটু কাছে (গল্প থেকে কবিতা)
লাইব্রেরির কোণে চুপটি করে,
তামান্না ডুবে বইয়ের ঘোরে।
চোখে তার এক স্বপ্ন লুকানো,
কথা নয়, নিঃশব্দে বলা মনো।
রাফি বসে দূরের চেয়ারে,
প্রতিদিন চায় এক চাওয়ার তরে।
শব্দে নয়, চোখে চোখে কবিতা,
তার ভালোবাসা — এক মিষ্টি অনুভবিতা।
একদিন হঠাৎ বই পড়ে যায়,
তামান্নার আঙুল থমকে দাঁড়ায়।
রাফি এগিয়ে তুলে দিল হাতে,
বলল হেসে, “চোখ আজ কিছু বলতে চায় স্নেহভরে।”
তামান্না হেসে মুখ ফিরায়,
লাজে গালটা গোলাপ ছুঁয়ায়।
বলল ধীরে, “তুমি তাকাও কেন?”
রাফি বলল, “তুমি দেখলেই দিনটা হয় পূর্ণতায় ভরা যেন।”
তারপর থেকে নীরব সেই কোণ,
দুজনার চোখে লেখা প্রেমের চিহ্ন।
কথা কম, অনুভব বেশি,
ভালোবাসা তো এমনি নিঃশব্দে হাসি।