
14/05/2025
তোমার চলে যেতে ইচ্ছে হলো। তুমি একটা বাহানা বানিয়ে চলে গেলে। এইদিকে হাজার চেষ্টা করেও তোমাকে ভুলে যাওয়ার মতো পারফেক্ট কোনো বাহানা আমি খুজে পাচ্ছি না। যতবার ভাবি তোমাকে ভুলে যাব। সন্ধ্যার কোল ঘেঁষে রাত নামতেই তোমাকে আবার মনে পরে যায়
আমার খুব করে মনে পরে তুমি একদিন বলেছিলে, কোনো নিঝুম রাতে প্রান্তরের ঘাসে ঘুমিয়ে থাকা জোনাকি দেখতে যাবে। কপালে চুম্বন নিয়ে মাথা রাখবে আমার কাধে। ঘুমের কোলে ডুবে যাওয়া শহরকে গলা ছেড়ে চিৎকার করে জানিয়ে দেবে তুমি শুধু আমাকেই ভালোবাসো। তবে তোমার সব কিছু আজ মিথ্যে। মিথ্যে এই শহর। আজ এই নির্ঘুম নিরালা রাতের কবিতায় কোথাও তোমার অস্তিত্ব নেই। অথবা তুমি পাশেই আছো যা আমার নিছক কল্পনা।