S M Musa

S M Musa Alhamdulillah

15/07/2024

জীবনটা তখনই সুন্দর ছিলো
যখন স্কুল টায় জীবন ছিলো
__ ছুটতাম না স্বপনের টানে
কাঁদতাম না কষ্টের কারণে...!😔🥹

___🐰✨;””)__𝐎𝐧𝐞 𝐬𝐢𝐝𝐞𝐝 𝐥𝐨𝐯𝐞 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐬𝐭 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐟𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝!’🖇️🔐💜-!!
03/03/2024

___🐰✨;””)__𝐎𝐧𝐞 𝐬𝐢𝐝𝐞𝐝 𝐥𝐨𝐯𝐞 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐦𝐨𝐬𝐭 𝐁𝐞𝐚𝐮𝐭𝐢𝐟𝐮𝐥 𝐟𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝!’🖇️🔐💜-!!

17/02/2024
13/02/2024

যেতে নাহি দিব হায়/তবু যেতে দিতে হয়/তবু চলে যায়'_ জীবনের এই কঠিন সত্যটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অনেক আগেই। তবুও মায়ার বাঁধন ছিঁড়তে চায় না মানুষ। প্রিয়জনকে ছেড়ে থাকতে চায় না একটি মুহূর্তও তবুও এই মায়ার বাঁধ লন ছেড়ে দিতেই হবে। দেখা হবে বিজয়ে এই কামনা করি।

°রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই, শূন্য পকেটে পৃথিবী ভয়ানক.!′′🙂💔
07/02/2024

°রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই,
শূন্য পকেটে পৃথিবী ভয়ানক.!′′🙂💔

Keou bolte parben ai p*k tate koyti shonkha ase
05/01/2024

Keou bolte parben ai p*k tate koyti shonkha ase

20/08/2023

ছেলেঃ আই লাভ ইউ ইরি।
ইরিঃ থাপ্পড় চিনেন?
- চিনি তো
- খাবেন?
- কে দেবে?
- আমি।
- দেরী করছো কেনো? এক্ষুনি দাও।
- লজ্জা করেনা আপনার?
- আমি তো প্যান্ট পরে আছি।
- আপনাকে যে কি করি?
- বিয়ে করো।
-আসলেই একটা থাপ্পড় দেয়া উচিত আপনাকে।
- চাইলে আদর ও করতে পারো।
- সামনে থেকে সরুন।
- পেছন পেছন আসবো নাকি?
- আপনি কি করেন?
- স্টাডি করি।
- আপনার বাবা কি করেন?
- বাবা নেই।
-মারা গেছেন?
- না,আসলে আমি জানি না,
- আপনার মা?
-আমার মা আমার জন্মের সময় মারা গেছেন।
- থাকেন কোথায়?
-বস্তিতে,
এক ভিক্ষুকের সাথে। এখন তিনিই আমার মা।
- আমি আপনাকে ভালোবাসতে পারবো না।
- কেনো?
- ভিখারীর ছেলেকে কি করে বয়ফ্রেন্ড বানাই?
ফকিন্নির ছেলের আবার ভালোবাসার শখ!!
- আচ্ছা।
- কি আচ্ছা?
- আর ডিস্টার্ব করবো না তোমাকে।
- ধন্যবাদ।
আমি আর কিছুই বললাম না।নীরবে চলে আসলাম।
আসলে জোর করে ভালোবাসা হয় না। তাছাড়া আমি যেহেতু ভিখারীর সন্তান, সেহেতু এসব ভাবাও আমার জন্য পাপ।
আমি আল -ফারাবী। ডাক নাম ফারাবী। ঢাকা শহরের একটা বস্তিতে থাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে অনার্স করছি। আমার বাবা কে তা আমি জানিনা।
মা জন্মের সময় মারা গেছেন। মাকে কখনো দেখতে পারিনি।
তাই বড় হয়েছি এক ভিখারীর কাছে। তিনিই এখন আমার মা। কিছুটা বুঝতে যখন শিখেছি, তখন টোকাই দলে নাম লিখেছি। সারাদিন টোকাই গিরি করে যা পেতাম তাতে আমার দিন যেতো।
একদিন পাশের মহল্লার কিছু টোকাই ছেলে আমাকে মেরেছিলো।
তারপর আমার মা (যার কাছে থাকি) তিনি আমাকে স্কুলে ভর্তি করে দিলেন। আর তিনি ভিক্ষা করতেন।
প্রাইমারী পাশ দেবার পর আসি হাইস্কুলে ভর্তি হলাম। বেশ মেধাবী ছিলাম আমি। সবসময় সব ক্লাসে ফার্স্ট হতাম। পাশাপাশি একটা প্লাস্টিক কারখানাতেও জব করতাম। যে টাকা বেতন দিত, তাতে পেট চলতো।
পড়ালিখার টাকা মা ভিক্ষা করে জোগাড় করতো। মোটামুটি চলে যেতো দিন।
খুব ভালো খাবার খেতে পারতাম না।নিম্ন মানের চালের ভাত আর পিয়াজ বা কাঁচামরিচের ঝাল হলেই পেট ভরে খেতাম। মাঝে মাঝে মা ডাস্টবিন হতে বড় লোকদের ফেলে দেয়া আধখাওয়া পঁচা বাসি খাবার
নিয়ে আসতেন।
আমার চোখ খাবার লোভে চকচক করতো। আমি গপাগপ গিলতাম। খাবার শেষে তৃপ্তির ঢেঁকুর তোলে মায়ের দিকে তাকাতাম। দেখতাম আমার মায়ের দুচোখে জল চিকচিক করছে

আমি তাকালেই মা মুখ ঘুরিয়ে নিত।
আঁচলে চোখ মুছতো আমাকে আড়াল করে। মাঝে মাঝে বলতো,
"বা'জান, চোকে মনে অয় সমেস্যা দেহ

02/09/2022

🥰🥰🥰🥰সত্যি কথা বলবেন কোনো দিন কাউকে প্রোপ্স❤️❤️ করছিলেন😆😆😆

Address

Rangpur
4504

Telephone

+8801799320603

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M Musa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S M Musa:

Share