
08/01/2024
রিলেশন মানেই আমরা বুঝি মন্দ কিছু। প্রেম ভালোবাসা জাতীয় কিছু একটা। এ ধরনের রিলেশনকে অনেকে অবৈধ-গর্হিত কাজ বলেই জ্ঞান করি। বিবাহ পূর্ববর্তী ছেলে মেয়েদের অভিসার, চুপিসারে মিট করা ইসলাম সমর্থন করে না। এটি হারাম রিলেশন হিসেবে বিবেচিত হয়ে থাকে।
অপরদিকে বিবাহের মাধ্যমে ছেলে মেয়েদের রিলেশন হালাল রিলেশন হিসেবে স্বীকৃত। বিবাহ বহির্ভূত সব রিলেশন হারাম এবং তা যিনার শামিল। বিবাহ সমন্ধ তৈরির পরের রিলেশন পবিত্র ও ছাওয়াব অর্জন হয়।
যিনা বা ব্যভিচার বলতে বুঝায় ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ ছাড়া অবৈধ পন্থায় যৌন তৃপ্তি লাভ করাকে। ইসলামী শরীয়াতে অবৈধ পন্থায় যৌন সম্ভোগ সম্পূর্ণ হারাম এবং শাস্তিযোগ্য অপরাধ।