28/08/2025
ভাই আমার মাথায় এত এগুলা কি ঘুরপাক খায় বুঝিনা🥴😏
ফ্যানের নিচে শুয়েও ভাবি -কখন জানি ফ্যান টা ভেঙে আমার মাথার উপরে পড়ে 🙂
টয়লেটে গেলে ভাবি যদি পাইপের ভেতর দিয়ে এখন সাপ চলে আসে,🐸🤣
ওয়াশরুমে মোবাইল নিয়ে গেলে, ভাবি যদি কমোটের ভিতর পড়ে যায়, তাহলে উঠাবো কিভাবে সেটা আবার হাত দিয়ে ধরবো নাকি আর উঠাবো না😂
গাড়িতে বসে ভাবি এখন এক্সিডেন্ট হলে কে আমার বাসায় খবর দিবে,, আমার ফোনের লক তো কেউ জানবে না,, আবার আমার পরিবারের লোকজন কেমনে কান্না করে করে আসবে🫣
আবার ভাবি এই বুঝি কারেন্টে হাত দিলেই শক খেয়ে মারা যেতে পারি।
আবার রান্না ঘরে গেলে মনে হচ্ছে
গ্যাস বুঝি ব্লাস্ট হবে এখন।
ঝর বৃষ্টি হলে মনে হয় এখনই ঘুর্নিঝর হয়ে সব উরে যাবে।
শুয়ে আছি হটাৎ মনে হয় এই বুঝি
ভুমিকম্প হবে।আপন কেউ বাইরে গেলে মনে হয় এই বুঝি এক্সিডেন্ট করে।কারো অসুখ হলে মনে হয় মারা যাবে নাকি?এরকম অদ্ভুত অনেক অনাকাঙ্ক্ষিত ভাবনা আমার সাথে হচ্ছে🥲🥲
আবার রাতে খাট থেকে পা নিচে নামাতে ভয় পাই, ভাবি যদি খাটের নিচ থেকে কেউ পা ধরে টান দেয়।
কিছুদিন এগুলো কেন আমার সাথে বেশি বেশি হচ্ছে??🙄🙄