24/09/2023
আপনি যদি আমাকে কোন সমস্যার কথা বলেন, খুব সর্বোচ্চ আমি কিছু সমাধানের পথ আপনাকে দেখাতে পারবো, দরজা দেখাবো। কোন ডাক্তারকে রোগের কথা বললে উনি যতটুকু করতে পারবেন- সমাধানের কিছু পথ দেখিয়ে বলবেন আপনি কোনটা করতে চান বলুন।
কিন্তু আপনি যদি সৃষ্টিকর্তা আল্লাহর কাছে চান, তিনি শুধু পথই দেখাবেন না বরং আপনার জন্য সমাধানের কোন নতুন পথ তৈরি করবেন! যেখানে কোন সম্ভাবনা নেই, কোন পথ খোলা নেই- আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, নতুন কোন পথ তিনি সৃষ্টি করে দিবেন।
যদি আপনি আমার কাছে এসে বলেন, ভাই ১০ টাকা দিতে পারবেন? বিপদে পরেছি। আমি বলবো, এটাতো খুব সহজ, এভাবে বলার কি আছে! নিন ১০ টাকা। বুঝে নিন, আপনি সারা জীবনভর যা কিছুই চান না কেন, আল্লাহর কাছে তা এর চাইতেও অনেক সহজ। আমি যদি ১০ টাকাতে মানুষদের ফিরিয়ে না দেই, আল্লাহ তায়ালা কোন কিছুতেই মানুষদের ফিরাবেন না। আপনার শুধু সঠিকভাবে তাঁর কাছে চাইতে হবে, এই যা।
এক ব্যাক্তি ইমাম জাফর সাদিককে জিজ্ঞেস করলো, কেন আমাদের দুয়াগুলো গৃহীত হয় না। ইমাম বললেন, কারন তোমরা জানোনা কার কাছে চাচ্ছো। তোমরা আসলেই জানোনা।
এক আল্লাহর কাছে যারা মাথা নত করে তাঁরা কীভাবে বিষন্নতায় ভুগে!? ডিপ্রেশান কিভাবে তাদের কাবু করে!? প্রতিটা সমস্যার সাথেই রয়েছে সমাধান। একটা আমরা দেখি আরেকটা দেখেন আল্লাহ। তাঁর উপরে ভরসা রাখুন, নিজের উপরে নয়। নিজের চোখে শুধু যা দেখা যায়, তা-ই সব মনে করে বসে থাকবেন না।
সমস্যা আর সমাধান দুটো একসাথেই রয়েছে, একটা হচ্ছে শাহাদা (দৃশ্যমান), আরেকটা হচ্ছে গায়েব (অদৃশ্য)। আর আল্লাহ হচ্ছেন- 'আলীমুল গাইবি ওয়াশ শাহাদাহ।
علم الغيب والشهدة.
Knower of the unseen and the unseen.
অদৃশ্য এবং দৃশ্যের জ্ঞাতা।
(59:22)
| 40 Hadith of Imam Nawawi , লেকচার সিরিজ অবলম্বনে |
✍️শ্রুতিলেখন: Sumail Mahmood