Md kazol Ahmed

Md kazol Ahmed আল্লাহ উপর ভরসা করেন
সবকিছু সুন্দর হবে🥰
ইনশাআল্লাহ 🖤🤎
আল্লাহ প্রেমিক 🥰🖤
মোহাম্মদ (স) ভক্ত🖤💙

17/08/2024

হুম কথা মিলে গেছে 😊





13/08/2024

️যেসব কারণে আল্লাহ তা'য়ালা মানুষের অন্তর থেকে নূর নিয়ে যায়:

১. হা/রাম রিলেশনশিপ
২. অ/শ্লীন দৃশ্য দেখা
৩. মিউজিক (গানবাজনা অন্তরে মুনাফিকী সৃষ্টি করে,
তাই সকল মিউজিককে অন্তরের মাদক বলা হয়।
৪. মুভি, সিরিজ দেখা, যেখানে বে'পর্দা নারী,
গানবাজনা, অ'শ্লীল দৃশ্যর ছড়াছড়ি ।
৫. দুনিয়াবী বিষয় নিয়ে বেশি চিন্তা করা ।
৬. তওবাহ করার পরেও একই পাপ বার বার করতে
থাকা।

আল্লাহ তা'য়ালা যেন আমাকে এবং আমাদের সবাইকে এসব পাপ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন

25/05/2024

ভালোবাসা ও সম্পর্ক সম্পূর্ণ ভিন্ন দুইটি ব্যাপার। সম্পর্ক একটা সময়ে শেষ হতে পারে, কিন্তু ভালোবাসা কখনও শেষ হয় না। ভালোবাসার কোনও মৃত্যু নেই, সম্পর্কের মৃত্যু আছে!

22/05/2024

"শিক্ষণীয় পোস্ট"

ট্রেনে এক অর্থনীতিবিদের পাশে
বসে ছিল এক যুবক। যুবকের চেহারায় ছিল দুশ্চিন্তার ছাপ। 🤔
কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনের পরিচয় হল। কথা-বার্তার এক পর্যায়ে যুবকটি অর্থনীতিবিদকে বলল...

যুবকঃ আমি ৬ বছর আগে বিয়ে
করেছি। আমার স্ত্রী আমাকে খুব
ভালোবাসে। আমার ৫ বছরের একটি মেয়েও আছে।কর্মক্ষেত্রেও আমি যথেষ্ট সাফল্য অর্জন করেছি। কিন্তু ১ বছর আগে একটি সুন্দরী মেয়ের সাথে আমার পরিচয় হয় এবং আমরা একে-অপরের প্রেমে পড়ে যাই।

অর্থনীতিবিদঃ এখন আপনি কি করবেন?
যুবকঃ আমি আমার স্ত্রীকে তালাক দিতে চাই। তবে, এখনো ফাইনাল ডিসিশন নিতে পারি নি।
ভীষণ দুশ্চিন্তায় আছি। কি করা যায়,বলুনতো?

অর্থনীতিবিদঃ হুম...,
এই দুটোর মধ্যে একটি বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ।
কিন্তু অর্থনীতির হিসাব দিয়ে বিশ্লেষণ করলে আপনার সমস্যার সমাধান করা যায়!!
ধরুন, আপনি ... আপনার বসের কঠিন কোন সমস্যার সমাধান করে দিলেন। এখন তিনি আপনাকে পুরষ্কার দিতে চান।তিনি আপনাকে দুটো পুরষ্কারের
থেকে একটি বেছে নিতে বললেন।
আপনাকে নগদ ৫ লাখ টাকা দেয়া হবে।
অথবা,
২ বছর পর ৭ লাখ টাকা দেয়া হবে।
তখন আপনি কোনটি নেবেন?

যুবকঃ অবশ্যই নগদ ৫ লাখ টাকাই নেবো।

অর্থনীতিবিদঃ কেন?
যুবকঃ কে জানে, ২ বছর পর কী ঘটবে?
২ বছর পর আমি টাকাটা পাবোই, এমন তো কোন নিশ্চয়তা নেই। কিন্তু ৫ লাখ টাকা তো আমাকে এখনই দেওয়া হবে।

অর্থনীতিবিদঃ (হেসে বলল) আপনি একদম ঠিক বলেছেন।
একইভাবে, ভবিষ্যতে ঐ সুন্দরী আপনাকে এখনকার মতই ভালোবাসবে, এমন তো কোন নিশ্চয়তা নেই। কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে, আপনার স্ত্রী আপনাকে কতোটা ভালোবাসে...

যুবকটি তার ভুল বুঝতে পেরে প্রচন্ড আবেগে অর্থনীতিবিদকে জড়িয়ে ধরল এবং কেঁদে ফেলল...

(ধন্যবাদ সবাইকে সময় নিয়ে গল্পটি পড়ার জন্য )

18/05/2024

মানুষ হারালেই বোঝে। হারানোর আগ পর্যন্ত মানুষ ধরেই নেয়, সব থেকে যাবে।

(উদ্ধৃতিটি “ফর গ্রান্টেড” থেকে নেওয়া। ।)

17/05/2024

মূলত দুই ধরনের মানুষ‌ই সুন্দর:

যারা চুপ থাকে
যারা গান গায়

বাকিরা, দিনশেষে, অসুন্দর।

16/05/2024

বৃদ্ধাশ্রম থেকে ফোন এলো:
-হ্যালো, তামজিদ বলছেন?
-জ্বি বলুন।
-আমি মিলেনিয়াম ওল্ডহোম থেকে বলছি। আপনার মা আপনাকে শেষবারের মতো একবার দেখতে চান।
-ঠিক আছে। আমি আসছি।

তামজিদ গিয়ে দেখলো, মা একদম শেষ অবস্থায়। মুমূর্ষূ। দু’একদিনও বাঁচবে কিনা সন্দেহ। আস্তে আস্তে গিয়ে শিয়রের কাছে চেয়ার টেনে বসলো। জানতে চাইলো:
-মা আমাকে ডেকেছো?
-জ্বি। আমার একটা শেষ ইচ্ছা ছিলো।
-কী ইচ্ছা?
-এই বৃদ্ধাশ্রমটা তো গরীবদের জন্য। সেবাযত্নেরর মান এতটা ভালো নয়। কেবিনগুলো বাতি-পাখাও ঠিক থাকে না। আমার কেবিনেও কোনও পাখা নেই। আজ অনেক দিন হলো। গরমে খুবই কষ্ট লাগতো।
-কই তুমি তো কখনো বলো নি।
-ফোন করেছিলাম। অনেকবার। কেউ ফোন ধরেনি। একবার ধরেছিলো কেউ একজন। আমার গলার স্বর পেয়ে রিসিভার রেখে দিয়েছে। তুই এই কেবিনে একটা ফ্যান লাগিয়ে দিতে পারবি?
-অবশ্যই পারবো। কিন্তু আজ বিশ বছর ধরে এখানে আছো, কখনো তো কিছুই চাওনি? এখন কেন চাচ্ছ?
-আমি হিসেব করে দেখলাম, তুই ক’দিন পরই রিটায়ার্ড করবি। তুই বৃদ্ধ হলে তোকেও তো তোর সন্তানরা এখানেই এনে রাখবে। আমি না হয় কষ্ট করে গরম সহ্য করে থেকেছি। কিন্তু তুই তো গরম একদম সহ্য করতে পারিস না।

~শায়েখ আতিক উল্লাহ হাফি.

16/05/2024

জিজ্ঞেস করা হলো, সিজদার ক্ষমতা কতটুকু?—

জবাবে বলা হলো, সাড়ে ছয়শ পাখা থাকা সত্ত্বেও জিবরাঈল (আ.) যে দুরুত্ব অতিক্রম করতে সক্ষম হননি কখনো; বান্দার এক সিজদা অনায়াসেই সেই দুরুত্ব অতিক্রম করতে সক্ষম।

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ❤️

আবর্জনায় কুড়িয়ে পাওয়া বই👑 দিয়ে ময়লার ট্রাক ড্রাইভারের বিশাল লাইব্রেরি.. শিক্ষিত হলেই যে কেউ শিক্ষার মর্ম বুঝবে তার কোনও...
16/05/2024

আবর্জনায় কুড়িয়ে পাওয়া বই👑 দিয়ে ময়লার ট্রাক ড্রাইভারের বিশাল লাইব্রেরি.. শিক্ষিত হলেই যে কেউ শিক্ষার মর্ম বুঝবে তার কোনও মানে নেই। না হলে কেন রাস্তায় পড়ে থাকবে বই। আবার বিশাল ডিগ্রি না থেকেও কেউ হতে পারেন প্রকৃত শিক্ষিত। তেমনই একজন হোসে আলবার্তো গুটিরেজ (Jose Alberto Gutierrez)। ফেলে দেওয়া বই দিয়েই বানিয়ে ফেলেছেন আস্ত একটা লাইব্রেরি।

আলবার্তো গুটিরেজ পেশায় ময়লা বহনকারী ট্রাকের ড্রাইভার। রাতের বেলা কাজে বেরোতেন। কাজ করার সময় তিনি খেয়াল করলেন, আবর্জনার সঙ্গে বইও পড়ে রয়েছে। তা সংগ্রহ করেই বানিয়ে ফেলেছেন লাইব্রেরি। কলম্বিয়ার এই মানুষটির জীবনে ফোটেনি শিক্ষার আলো, আর সেই তিনিই সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে বানিয়ে ফেলেছেন ফেলে দেওয়া বইয়ের লাইব্রেরী।

লিও টলস্টয়ের আন্না কারেনিনা বইটি যখন গুটিরেজ আবর্জনার মধ্যে খুঁজে পেলেন তিনি অবাক হয়েছিলেন। এত গুরুত্বপূর্ণ বই কিনা স্থান পেয়েছে ডাস্টবিনে! ভেবেছিলেন এই বইয়ের স্থান তো এখানে নয়। গুটিরেজ নিজে ময়লাকর্মী হতে পারেন। কিন্তু, তিনি ঠিকই টলস্টয়কে জানেন। তাই তিনি বইটি সংগ্রহ করেন। এরপর তিনি বিভিন্ন আবর্জনার স্তুপ থেকে খুঁজে পেয়েছেন বিশ্বের নানা ক্ল্যাসিক বই।

গুটিরেজ বইগুলো সংগ্রহ করতে থাকলেন। সেই ১৯৯৭ সাল থেকে শুরু। এখনো তিনি এই কাজ করে যাচ্ছেন। অদ্ভুত হলেও সত্যি এবং আশ্চর্যের এই যে তার সংগ্রহশালায় বইয়ের সংখ্যা ছাড়িয়ে এখন দাঁড়িয়েছে ২৫ হাজারে! তিনি মনে করেন উত্তরাধিকার সূত্রে আমরা পরবর্তী প্রজন্মের জন্য সবচেয়ে মূল্যবান যা রেখে যেতে পারি তাই হল আসল শিক্ষা।

কলম্বিয়ার বোগাটায় একটি দরিদ্র অঞ্চলে থাকেন গুটিরেজ। এই এলাকার কিশোররা পড়ার সুযোগ পায় কম। অল্প বয়সে তাদের কাজের সন্ধানে নেমে পড়তে হয়। এমনই এক এলাকায় গুটিরেজ এখন শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। তার থেকে অনুপ্রাণিত হয়ে অন্যান্য ময়লাবাহী ট্রাক ড্রাইভাররা এখন বই পেলে তাকে এসে দিয়ে যান। তিনি শিক্ষা উপকরণ দিয়েছেন ২৩৫ টি স্কুল, কমিউনিটিকে। তার সংগৃহীত বইগুলো দিয়ে তিনি একটি কমিউনিটি লাইব্রেরি গড়ে তুলেছেন।

৫৫ বছর বয়সী গুটিরেজ গত কুড়ি বছর এই কাজ করে চলেছেন। সংগৃহিত বই তিনি দান করেন বিভিন্ন লাইব্রেরিতে। তার সংগ্রহের বইয়ে সমৃদ্ধ হয়েছে ৪৫০টির বেশি লাইব্রেরি, রিডিং সেন্টার, স্কুলের পাঠকক্ষ। তিনি স্বপ্ন দেখেন একদিন তিনি গোটা কলম্বিয়াকে বই দিয়ে পরিপূর্ণ করবেন।
(সংগৃহীত)

15/05/2024

হাসান (রহিমাহুল্লাহ) বলেছেন, মুমিনের জন্য চমৎকার ঋতু হলো শীতকাল। লম্বা রাত, তাতে ইবাদাত করা যায়। ছোটো দিন, তাতে সিয়াম পালন করা যায়।🖤🌸

[বই: সময়কে কাজে লাগান]

14/05/2024

গতকাল কোন একটি ভিডিওতে এসএসসি উত্তীর্ণদের সাক্ষাতকার দেখলাম। সম্ভবত যায় যায় দিনের ভিডিও। ছাত্রছাত্রীদের অবস্থা দেখে অনেকটাই আশাহত হলাম। মুখের ভাষা, কিংবা কথা বলার ভঙ্গি খুবই নিম্নগামী। মিডিয়ার সামনেও এই প্রজন্ম স্ল্যাং বলতে ইতস্তত বোধ করছে না। জীবনের প্রথম বড়ো ধরনের পাবলিক এক্সাম তথা এসএসসি পরীক্ষা অথচ অনেকেই বলছেন, তাদের নাকি আশাই ছিল না যে, তারা পাস করবেন।
এই সিচুয়েশন কেন হলো? একজন তো বলেই বসলো, টিকটক করেই কুল পাই না, পড়াশুনা করবো কখন?

প্রায় প্রতিটি মেয়ের হাতে মোবাইল। কত অবলীলায় তারা দামী দামী স্মার্ট ফোন পেয়ে যাচ্ছে। আবার ক্যামেরা দেখে তারা সেই মোবাইলের শো অফও করছে। শিক্ষিকা নিয়ে ফুর্তি করছে। শিক্ষিকাও তাদের সাথে আনন্দ উৎসবে নেমেছেন। আমরা যেসব রাজনৈতিক, তাত্বিক ও আধ্যাত্মিক বিষয়বলী নিয়ে ব্যস্ত আছি, এগুলো নিয়ে তাদের আদৌ কোনো মাথাব্যাথা আছে বলেও মনে হলো না।

পরিবারগুলোর বেহাল অবস্থা দেখে ভয় হয়। কোনদিকে আমরা যাচ্ছি? আসলে শুধুই কি ছাত্রছাত্রীদের মান কমেছে, নাকি শিক্ষক-শিক্ষিকা বা অভিভাবকদের মানও নেমে গেছে? সন্তানদের নিয়ে আমরা কতটুকু কনসার্ন? আর যদি কনসার্ন হয়েই থাকি, তাহলে তাদের জন্য আমরা কী করছি? কী ভাবছি? আদৌ কি কিছু করছি?

- আলি আহমদ মাবরুর

14/05/2024

Believe it or not

কুকুর, বিড়াল কামড়ানোর পর ১০ বছর ভালো থাকার পরেও জলাতঙ্ক হতে পারে (যদিও এটি খুব রেয়ার)। তবে একবার জলাতঙ্ক হলে মৃ'ত্যু নিশ্চিত।

13/05/2024

ইয়াহইয়া ইবনু বুকায়র (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবূ যার (রাঃ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমার ঘরের ছাদ খুলে দেয়া হল। তখন আমি মক্কায় ছিলাম। তারপর জিবরীল (‘আ) এসে আমার বক্ষ বিদীর্ণ করলেন। আর তা যমযমের পানি দিয়ে ধুইলেন। এরপর হিকমত ও ঈমানে পরিপূর্ণ একটি সোনার পাত্র নিয়ে আসলেন এবং তা আমার বক্ষে ঢেলে দিয়ে বন্ধ করে দিলেন। তারপর হাত ধরে আমাকে দুনিয়ার আসমানের দিকে নিয়ে চললেন। যখন দুনিয়ার আসমানে পৌঁছালাম, তখন জিবরীল (‘আ) আসমানের রক্ষক কে বললেনঃ দরযা খোল। তিনি বললেনঃ কে? উত্তর দিলেনঃ আমি জিবরীল, আবার জিজ্ঞাসা করলেনঃ আপনার সঙ্গে আর কেউ আছে কি? তিনি বললেনঃ হ্যাঁ, আমার সঙ্গে মুহাম্মদ। তিনি আবার বললেনঃ তাঁকে কি আহবান করা হয়েছে? তিনি উত্তরে বললেনঃ হাঁ।

তারপর আসমান খোলা হলে আমরা প্রথম আসমানে উঠলাম। সেখানে দেখলাম, এক লোক বসে আছেন এবং অনেকগুলো মানুষের আকৃতি তাঁর ডান পাশে রয়েছে এবং অনেকগুলো মানুষের আকৃতি বাম পাশেও রয়েছে। যখন তিনি ডান দিকে তাকাচ্ছেন, হাসছেন আর যখন তিনি বাম দিকে তাকাচ্ছেন, কাঁদছেন। তিনি বললেনঃ খোশ আমদেদ, হে পুণ্যবান নাবী! হে নেক সন্তান! আমিজিবরীল (‘আ) কে জিজ্ঞাসা করলামঃ ইনি কে? তিনি বললেনঃ ইনি আদম (‘আ)। আর তাঁর ডানে ও বায়ে তাঁর সন্তানদের রুহ। ডান দিকের লোকেরা জান্নাতী আর বা দিকের লোকেরা জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাঁ দিকে তাকালে কাঁদেন। তারপর জিবরীল (‘আ) আমাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় আকাশে উঠলেন। সেখানে উঠে রক্ষক কে বললেনঃ দরযা খোল। তখন রক্ষক প্রথম আসমানের রক্ষকের অনুরুপ প্রশ্ন করলেন। তারপর দরযা খুলে দিলেন। আনাস (রাঃ) বলেনঃ এরপর আবূ যার বলেনঃ তিনি (নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ) আসমানসমূহে আদম (‘আ), ঈদরীস (‘আ), মূসা (‘আ), ‘ঈসা (‘আ), ও ইবরাহীম (‘আ)-কে পেলেন। আবূ যার (রাঃ) তাঁদের অবস্থান নির্দিষ্ট ভাবে বলেন নি। কেবল এতটুকু বলেছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম (‘আ)-কে প্রথম আসমানে এবং ইবরাহীম (‘আ)-কে ষষ্ট আসমানে পেয়েছেন। আনাস (রাঃ) বলেনঃ যখন জিবরীল (‘আ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম –কে ইদরীস (‘আ) এর পাশ দিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন ঈদরীস (‘আ) বললেনঃ খোশ আমদেদ! পুণ্যবান নাবী ও নেক ভাই! আমি জিজ্ঞাসা করলাম ইনি কে? জিবরীল (‘আ) বললেনঃ ইনি ঈদরীস (‘আ)।

নিয়মিত হাদিস পেতে পেজে যুক্ত হতে পারেন।।

মিরাজে কিভাবে সালাত ফরজ হল? ইবন ‘আব্বাস (রা) বলেনঃ আমার কাছে আবূ সুফিয়ান ইবন হারব (রা) হিরাকল-এর হাদীসে বর্ণনা করেছেন। ত...
13/05/2024

মিরাজে কিভাবে সালাত ফরজ হল? ইবন ‘আব্বাস (রা) বলেনঃ আমার কাছে আবূ সুফিয়ান ইবন হারব (রা) হিরাকল-এর হাদীসে বর্ণনা করেছেন। তাতে তিনি এ কথাও বলেছেন যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমদেরকে সালাত, সত্যবাদিতা ও চারিত্রিক পবিত্রতার নির্দেশ দিয়েছেন

নিয়মিত হাদিস পেতে পেজে যুক্ত হতে পারেন।।
@

15/03/2024

. রমযানের সাওম ওয়াজিব হওয়া প্রসঙ্গে। মহান আল্লাহ্ র বাণীঃ হে মু মিনগন! তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হও। (২:১৮৩)
কুতায়বা ইবনু সা ইদ (রহঃ) ... তালহা ইবনু ‘উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন গ্রাম্য আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। তারপর বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে বলুন, আল্লাহ তা আলা আমার উপর কত সালাত (নামায/নামাজ) ফরজ করেছেন? তিনি বলেনঃ পাঁচ (ওয়াক্ত) সালাত (নামায/নামাজ); তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তা আলা ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রমযান মাসের সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম); তবে তুমি যদি কিছু নফল কর তবে তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমান যাকাত ফরয করেছেন? রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ

13/03/2024

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ।’

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।

03/03/2024

আলী ইবনু আবদুল্লাহ (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এক ব্যাক্তি এসে বলল, আমি ধবংস হয়ে গেছি। তিনি বললেনঃ তোমার কি অবস্থা? লোকটি বলল, রমযানে আমি আমার স্ত্রীর সাথে (দিনের বেলা) সহবাস করেছি। তিনি বললেনঃ তুমি কি একটি গোলাম আযাদ করতে সক্ষম? লোকটি বলল, না। তিনি বললেনঃ তাহলে কি তুমি দু-মাস লাগাতার সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) পালন করতে পারবে? সে বলল, না। তিনি বললেনঃ তা হলে কি তুমি ষাটজন মিসকীনকে খানা খাওয়াতে সক্ষম হবে? সে বলল, না। তিনি বললেনঃ বস। লোকটি বসল। তারপর নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এক আরক- আনা হলো যাতে ছিল খেজুর। আর -আরক- হচ্ছে বড় ধরনের পরিমাপ পাত্র। তিনি বললেনঃ এটা নিরে যাও এবং তা সাদাকা করে দাও। লোকটি বলল, এটা কি আমার চাইতে অধিকতর অভাবীকে প্রদান করব? তখন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - হেসে ফেললেনঃ এমন কি তার মাড়ির দন্ত মুবারক পর্যন্ত দেখা গেল। তিনি বললেনঃ এটা তোমার পরিবারকে খাওয়াও

03/03/2024

নন্দিত মুফাসসির আল্লামা লুৎফর রহমান হুজুর এইমাত্র ইন্তেকাল করেছেন।
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ

Address

Pirgacha
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Md kazol Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share