15/03/2023
[পেত্নীর পাগল]
প্রিয়, কিউট পেত্নী (প্রেমিকার ডাক নাম!)তুমি কি ভুলে গেছো আজকের এই দিনটি আমাদের কাছে কতটা স্পেশাল!নিশ্চয় তুমিও ভুলনি!হ্যা!ভুলার মতোই না সেই দিনের কথা!আমিও ভুলিনি।কিভাবে ভুলি সেই দিনের পবিত্র অনুভূতিগুলোর কথা!
আচ্ছা!প্রিয়া,তোমার কি মনে আছে আমাদের সম্পর্কের প্রথমদিনের সেই কথাগুলো!আমাদের পরিচয়টা খুবই অদ্ভুত না! তুমি কখনো ভাবতেও পারোনি আমি তোমাকে ভালোবাসি। তারিখ:১৬-০৩-২০২২ বিকেল ৫ টার পর} (তার নাম বলবো না) কেউ একজন তোমাকে আমার হয়ে বলছে যে, আমি তোমাকে ভালোবাসি। ওই কথা শোনার পর ৫:৪৫ এমন সময় তুমি যখন আমার সামন দিয়ে যাও। তখন আমি সেই খুশিতে ছিলাম, সেই দিনের সব কথায় আমার মনে আছে। তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি কিন্তু বলা হয় নি ভালোবাসি কথাটি।
কি অদ্ভুত সুন্দর লাগছিলো সেই বিকেল টা। ওভাবে কখনো আমি কোন মেয়েকে দেখিনি৷ যেভাবে তোমায় সেই বিকেল টায় দেখেছি
আজ ঐদিনটির কথা বেশ মনে পড়ছে,সেই দিন থেকে যতবার তোমাকে দেখেছি, ততবার আমি তোমার প্রেমে পড়েছি৷সেই প্রথম দিনেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম,অবশ্যই প্রকাশ করেছি অনেক পরে৷বার বার যে আমি তোমার প্রেমে পড়ি আমার এটা ভাবতে খুব ভালোলাগে!
আজকের এই দিনে অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় তোমার জন্য!
আমি তো হাত বাড়িয়ে দাড়িয়ে আছি তোমার ভালবাসা নিব,
দাও তুমি কত ভালবাসা দিবে আমায়,
বিনিময়ে একটা হৃদয় তৃষ্ণার্ত,তুমি আমাকে অনেক ভালোবাসা দাও,বিনিময়ে আমি একটা হৃদয় দিবো তোমাকে!!
(শুভ ভালোবাসা বার্ষিকী)