It's_megh

It's_megh Edit korte khub valo lage � tai edit kore video sarar jnno page ti khola�
(2)

21/09/2025

কখনো কখনো মনে হয়, আমরা সবাই একটা অদ্ভুত দৌড়ে আছি।চারপাশের মানুষ শুধু তুলনা করে, বিচার করে-কখনো মুখে, কখনো চোখে। আর আমরা? দিন শেষে প্রমাণ করতে করতে ভেঙে পড়ি। যত ভালোই করি না কেন, কারও চোখে সেটা যথেষ্ট হয় না।

সবসময় একটা নতুন প্রত্যাশা, নতুন চাপ, নতুন দৌড়। একসময় বুঝলাম-নিজেকে বারবার সবার মানদণ্ডে ফেলার চেষ্টাটাই সবচেয়ে বড় ভুল। কারণ এই দৌড়ে বিজয়ী বলে কিছু নেই,কেবল ক্লান্ত হৃদয়গুলো পড়ে থাকে পথে।এখন আমি শুধু নিজেকে হারিয়ে না ফেলার জন্য বাঁচি-কারণ নিজেকে নিজে ভালো না বাসলে, কেউ বাসবে না।

Writer:Ariyan Ahmed

21/09/2025

Mon theke uthe jawar moto kaj nijerai korbe, tarpor bolbe bodle gecho tumi.

20/09/2025

Nobody :

One year senior : Tomar ei boyosh onek agei paar kore aschi

19/09/2025

মানুষের অনেক মনখারাপই আসলে মনগড়া। তুমি যদি মনকে বোঝাও যে তুমি দুঃখী, মনও সেভাবেই ফিডব্যাক দিবে। মজার ব্যাপার হলো ও সবসময় একটা অজুহাত খুঁজে নেবে। যা তোমার নেই, সেই অনুপস্থিত জিনিসটাকেই মন দোষারোপ করবে। বলবে, ‘ওটা থাকলেই তুমি সুখী হতে।’ অথচ সুখ আসলে তোমার ভেতরেই লুকানো।

একবার ভেবেই দেখো.. তুমি সুখী।🤍

18/09/2025

জীবনের সবথেকে বড় শিক্ষক হলো অভাব, সময় ও পরিস্থিতি! এরা যথাক্রমে প্রয়োজনীয়তা, অবস্থান ও দুর্বলতা সম্পর্কে শিক্ষা দেয়..!!

18/09/2025

আমরা প্রকৃতপক্ষে খুব অদ্ভুত এক মানবজাতি।যাকে আমরা প্রাণপণ চাই, সে আমাদের বুঝে না-যে তাকে আমরা কতোটা চাই।

আবার এমন কিছু মানুষ আছে, যারা আমাদের খুব করে চায়-আমরা আবার তাদের বুঝতে চাই না,অনুভব করতেও চাই না।তাদের কাছ থেকে আমরা দূরে থাকতে চাই,অথচ তারাই আমাদের কাছে আসার চেষ্টা করে।

আর যে মানুষটা বিন্দুমাত্র আমাদের বোঝার চেষ্টা করে না, তার জন্যই আমরা সময় আর মন,উভয়ই নষ্ট করি।এই অদ্ভুত চক্রে একসময় আমরা ক্লান্ত হয়ে যাই,নিজেদের হারিয়ে ফেলি। অথচ আমরা বুঝিই না~যাকে যত আপন করতে চাই, সে তত দূরে সরে যায়।আর যাকে উপেক্ষা করা হয়,সে তত কাছে আসতে চায়।

জীবন তাই এক অদ্ভুত হিসাবের খাতা,যেখানে সব যোগ-বিয়োগ মেলে না।

Writer:Ariyan Ahmed

18/09/2025

‎নিজেকে এক শব্দে বর্ণনা
করুন.!🖤

17/09/2025

জীবনে আপনি শুধু নিজের জায়গা থেকে সৎ থাকুন।
দুনিয়া বদলাবে কি না জানি না,তবে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন।

17/09/2025

Bristyr dine rickshaw er vara shunle mone hoi plane e uthsi.

16/09/2025

Ami jar tare bisash kori na, amre je baash dey tare bisash kori

16/09/2025

Bangladesh is a country where "বং'শের ই'জ্জত" or
"মানুষ কি বলবে" matters more than someone's happiness.🙂

15/09/2025

বিয়েতে পাত্র পক্ষকে Gemini এডিট করা শাড়ি পড়া ছবি পাঠিয়ে দিবেন।
দেখবেন দেখতে আসার পর খুব মজা হবে 🤭

Address

Near Central Jail
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when It's_megh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It's_megh:

Share

Category