21/09/2025
কখনো কখনো মনে হয়, আমরা সবাই একটা অদ্ভুত দৌড়ে আছি।চারপাশের মানুষ শুধু তুলনা করে, বিচার করে-কখনো মুখে, কখনো চোখে। আর আমরা? দিন শেষে প্রমাণ করতে করতে ভেঙে পড়ি। যত ভালোই করি না কেন, কারও চোখে সেটা যথেষ্ট হয় না।
সবসময় একটা নতুন প্রত্যাশা, নতুন চাপ, নতুন দৌড়। একসময় বুঝলাম-নিজেকে বারবার সবার মানদণ্ডে ফেলার চেষ্টাটাই সবচেয়ে বড় ভুল। কারণ এই দৌড়ে বিজয়ী বলে কিছু নেই,কেবল ক্লান্ত হৃদয়গুলো পড়ে থাকে পথে।এখন আমি শুধু নিজেকে হারিয়ে না ফেলার জন্য বাঁচি-কারণ নিজেকে নিজে ভালো না বাসলে, কেউ বাসবে না।
Writer:Ariyan Ahmed