Emon The Brown Fish

Emon The Brown Fish Welcome to my Page ❝Emon The Brown Fish❞.Stay with me & enjoy my Video.
(1)

05/06/2025

জোভান কামডা করছে কি 😂
Rockstar From Daraz..! 🎵

রাতের সাজেক ভ্যালি 💙
01/06/2025

রাতের সাজেক ভ্যালি 💙

সাতদরগা দ্বিমুখী উচ্চবিদ্যালয়, পীরগাছা, রংপুর।
01/06/2025

সাতদরগা দ্বিমুখী উচ্চবিদ্যালয়, পীরগাছা, রংপুর।

লিডার আসছে 🤤
29/05/2025

লিডার আসছে 🤤

24/05/2025

সাজেকের কংলাক পাহাড়
সৌন্দর্যের লীলাভূমি 💙

আজ পীরগাছা স্টেশনে ট্রেন থেকে নামলাম বিকেল ৪টায়!  ঠিক তখনি চোখে পড়লো এক অজানা আগন্তুক কে যে কিনা একটা গামছা দিয়ে নিজের ম...
20/05/2025

আজ পীরগাছা স্টেশনে ট্রেন থেকে নামলাম বিকেল ৪টায়! ঠিক তখনি চোখে পড়লো এক অজানা আগন্তুক কে যে কিনা একটা গামছা দিয়ে নিজের মুখ ঢেকে ইটের টুকরা,চক,ছাই, দিয়ে নিজের মনের কিছু উক্তি বা কথা আলপনা দিয়ে প্রকাশ করছে। সে কাউকে ছবি তুলতে দিচ্ছিলোনা তার এই অপরুপ চিএগুলোর! লোকটা মানসিক ভাবে অসুস্থ হতে পারেন তবে তার এমন চিত্রকর্ম যে কাউকেই অবাক করতে বাধ্য করবে 😊

© jahid foysal

যমুনা নদীর বুকে, সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে, রাতের বেলায় এক রহস্যময় নৌকার গল্প শোনা যায়। ভরা বর্ষায় যখন যমুনার জ...
15/05/2025

যমুনা নদীর বুকে, সিরাজগঞ্জ আর টাঙ্গাইল অঞ্চলের দিকে, রাতের বেলায় এক রহস্যময় নৌকার গল্প শোনা যায়। ভরা বর্ষায় যখন যমুনার জল ঘোলাটে আর স্রোত প্রবল থাকে, তখন নাকি সেই নৌকার দেখা মেলে।
গল্পটা পুরনো। রহিম মিঞা নামের এক হতভাগ্য মাঝি ছিলেন। বর্ষাকালে যাত্রী পারাপার করতে গিয়ে হঠাৎ এক রাতে ঝড়ের কবলে পড়েন। নৌকাটি ডুবে যায়, আর রহিম মিঞা সহ কয়েকজন যাত্রী নিখোঁজ হন। তাদের দেহ আর খুঁজে পাওয়া যায়নি।
এরপর থেকে দুর্যোগপূর্ণ রাতে, যখন আকাশে মেঘ গর্জন করে আর যমুনার ঢেউ উত্তাল হয়ে ওঠে, তখন নাকি নদীর বুকে একটি আলোহীন নৌকা ভেসে বেড়াতে দেখা যায়। নৌকাটিতে কোনো পাল থাকে না, কোনো বৈঠা থাকে না, অথচ সেটি স্রোতের বিপরীতেও চলতে পারে।অনেকেই বলেন, নৌকার ভেতরে নাকি আবছাভাবে কিছু মানুষের ছায়া দেখা যায়, যারা নীরবে বসে থাকে। তাদের মুখ বিষণ্ণ, আর তাদের চোখ যেন অন্ধকারেও জ্বলজ্বল করে। কোনো নৌকা সেই রহস্যময় নৌকার কাছাকাছি গেলে নাকি দিক হারিয়ে ফেলে অথবা ইঞ্জিনে সমস্যা দেখা দেয়।সিরাজগঞ্জের শাহজাহান নামের এক মৎস্যজীবী বর্ষার রাতে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ করে ঝড় শুরু হলে তিনি কূল হারিয়ে ফেলেন। চারদিকে অন্ধকার আর ঢেউয়ের ধাক্কা। ঠিক তখনই তিনি দেখতে পান, কাছেই একটি আলোহীন নৌকা। নৌকাটি অদ্ভুতভাবে স্থির ছিল স্রোতের মাঝে।সাহস করে শাহজাহান তার নৌকা সেই দিকে নিয়ে গেলেন। কাছে গিয়ে তিনি দেখলেন, নৌকার ভেতরে কয়েকজন লোক নীরবে বসে আছে। তাদের মুখ এতটাই বিষণ্ণ ছিল যে শাহজাহানের বুকটা ধুক করে উঠলো। তিনি তাদের জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথা বের হলো না।
হঠাৎ করেই নৌকাটি যেন কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শাহজাহান হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর কোনোমতে নিজের নৌকা চালিয়ে পাড়ে ফিরে এলেন।পরের দিন সকালে শাহজাহান গ্রামের লোকেদের কাছে রাতের ঘটনা বললেন। প্রবীণরা তাকে যমুনার সেই ভুতুড়ে নৌকার কথা জানালেন। তারা বলেন, ওটা আসলে সেই ডুবে যাওয়া মাঝির আর তার যাত্রীদের আত্মা, যারা আজও মুক্তি পায়নি।
যমুনা পাড়ের মানুষেরা আজও বর্ষার রাতে নদী পারাপার করার সময় খুব সতর্ক থাকে। তারা বিশ্বাস করে, সেই ভুতুড়ে নৌকা হয়তো আজও যমুনার বুকে ঘুরে বেড়ায়, আর তার নীরব উপস্থিতি নদীর তীরে এক রহস্যময় ভয়ের সৃষ্টি করে। ভরা যমুনার ঢেউ আর রাতের অন্ধকার যেন সেই হারানো আত্মাগুলোর দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি।

(Collected)

যেখান থেকে দেশ সংশোধনের এর যাত্রা শুরু 🙂
14/05/2025

যেখান থেকে দেশ সংশোধনের এর যাত্রা শুরু 🙂

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Emon The Brown Fish posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Emon The Brown Fish:

Share