
14/10/2025
যার কনটেন্ট দেশব্যাপী জনপ্রিয়, যার কনটেন্ট সবাই পছন্দ করছেন — একপ্রকার শূন্য হেটারস ব্যক্তিত্ব।
গতকাল রিপন মিয়ার একটি ফেসবুক পোস্ট আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তিনি দাবি করেন, কিছু সাংবাদিক তার পরিবার ও তাকে একপ্রকার হয়রানি করছেন — বাসায় গিয়ে ইন্টারভিউ না দিলে বিভিন্ন হু**মকি দেওয়া হয়।
এই পোস্টের ঠিক পরপরই আমরা আবেগে ভেসে যাই, চারিদিক থেকে সমর্থন জানাই রিপন মিয়ার পাশে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখেই কত সহজে মানুষকে যাচাই করি, আর সোশ্যাল মিডিয়ার জীবনের আড়ালে কত ভয়ঙ্কর সত্য লুকিয়ে থাকতে পারে, তা আমরা ভাবতেও পারি না।
Ripon Mia যে দেশ-বিদেশ ঘুরে পাঁচতারকা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করছেন, তার বাবা-মা এখনো কাজ করছেন অন্যের বাড়িতে।
রিপন মিয়া জনপ্রিয়তা পাওয়ার ঠিক পরপরই বাবা-মার সঙ্গে দূরত্ব তৈরি করেন — নিজে নিজের মতো করে বাড়ি বানিয়ে পরিবার নিয়ে আলাদা থাকেন।
তার মা-বাবা কী খাচ্ছেন, কী পরছেন, সেদিকে তিনি কোনো প্রকার আগ্রহ দেখাননি।
রিপন মিয়া বিবাহিত, তার দুটি বাচ্চাও রয়েছে, কিন্তু বর্তমানে রিপন মিয়া অস্বীকার করেন যে তিনি বিবাহিত। এমনকি নিজের বাচ্চাদের তার ভাইয়ের বাচ্চা বলে মিডিয়ায় তুলে ধরেছেন।
কি অদ্ভুত! আমরা এমন একজনের সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে তাকে আইডল ভাবতে শুরু করেছি, তাকে চারিদিকে মহৎ ব্যক্তি হিসেবে প্রচার করছি।