Mahadi Hasan Muaz's Mummy

Mahadi Hasan Muaz's Mummy - Mother is the best gift from Allah❤

- Every mother is
Jannat ❤️❤️❤️❤️❤️❤️
(1)

গরমের দিনে বাচ্চাদের জন্য বেস্ট একটা খাবার।চিড়া কলা।সাদা চিড়া কয়েকবার ধুয়ে নিলে হবে,কিন্তু লাল চিড়া অনেক শক্ত কিছুক্ষণ ভ...
27/05/2025

গরমের দিনে বাচ্চাদের জন্য বেস্ট একটা খাবার।
চিড়া কলা।
সাদা চিড়া কয়েকবার ধুয়ে নিলে হবে,কিন্তু লাল চিড়া অনেক শক্ত কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে।
লাল চিড়া তে অনেক পুষ্টি
বাচ্চাদের ওজন বাড়াতে সাহায্য করে।
চাইলে দুধ ও এড করতে পারবেন।যার বাচ্চা যে দুধটা খায় সেটাই।
সলিড শুরুর পর থেকে যে কোন বয়সী বাচ্চাদের দেওয়া যাবে

গরমে পেট ঠান্ডা রাখবে।

#মুয়াজের_খাবার




21/05/2025

তাহাজ্জুদ প্রতিযোগিতা আমার শাশুড়ির সাথে

যখন জানতে পারলাম আমি গর্ভবতী, আমি গোপনে একটি ছেলের জন্য দোয়া করতাম। আমি আমার ছোট বোনকে নিজের সন্তানের মতো বড় করেছি—তাই এবার আমি শুধু একজন ছেলেকে বড় করার আনন্দ অনুভব করতে চেয়েছিলাম।

কিন্তু আমার শাশুড়ির ছিল অন্য পরিকল্পনা। তিনি সব সময় একটি কন্যা সন্তানের স্বপ্ন দেখতেন, কিন্তু কখনও তা পাননি।

তিনি হাসলেন এবং বললেন, “চলো, তাহাজ্জুদের প্রতিযোগিতা করি। তুমি একটি ছেলের জন্য দোয়া করো, আমি একটি মেয়ের জন্য দোয়া করবো। দেখি কে জেতে।”
আর সেই থেকেই আমরা দুজনেই রাতে শেষ অংশে আমাদের দোয়া ফিসফিস করে বলতে শুরু করলাম।

প্রথম আল্ট্রাসাউন্ড… যমজ!
আমরা দুজনেই হাসলাম এবং কেঁদে ফেললাম। যেন আল্লাহ মৃদুস্বরে বললেন: প্রতিযোগিতার দরকার নেই। তোমরা দুজনেই জিতেছো।

একটি কন্যা শিশু। একটি পুত্র সন্তান।
আমার ছেলে দুর্বল ছিল এবং এনআইসিইউ-তে থাকতে হয়েছিল।
কিন্তু আলহামদুলিল্লাহ, আজ তারা দুজনেই সুস্থ এবং তিন বছর বয়সে পদার্পণ করছে—আমাদের দ্বিগুণ আনন্দ, আমাদের দ্বিগুণ দোয়ার ফল।

তাহাজ্জুদ সত্যিই এক অসাধারণ কিছু।

~ ঘটনাটি সংগ্রহ করে অনুবাদ করা হয়েছে

আমার ঘরের ছোট্ট  ছানার কর্মকান্ডইঁদুরের মতো নতুন দাঁত দিয়ে কুট কুট করে সব বিস্কুট এর অর্ধেক করে খেয়ে আবার বৈয়ম এ রেখে দি...
01/05/2025

আমার ঘরের ছোট্ট ছানার কর্মকান্ড
ইঁদুরের মতো নতুন দাঁত দিয়ে কুট কুট করে
সব বিস্কুট এর অর্ধেক করে খেয়ে আবার বৈয়ম
এ রেখে দিছে,এখন এসব কে খাবে🤣🤣
আপনাদের ঘরে কেউ কি এমন আছে?



🦜🥚 আপনি কি জানেন, শিশুর জন্য মুরগির ডিমের তুলনায় কোয়েল পাখির ডিম অনেক বেশি উপকারী! যদিও মুরগির ডিমও পুষ্টির ভালো উৎস। কো...
24/04/2025

🦜🥚 আপনি কি জানেন, শিশুর জন্য মুরগির ডিমের তুলনায় কোয়েল পাখির ডিম অনেক বেশি উপকারী! যদিও মুরগির ডিমও পুষ্টির ভালো উৎস। কোয়েল পাখির ডিমে রয়েছে এমন কিছু বিশেষ উপকারিতা যা শিশুর শরীরের জন্য অতিরিক্ত সহায়ক। চলুন দেখি কেন কোয়েল পাখির ডিম শিশুর জন্য উত্তম:

১. পুষ্টির ঘনত্ব:

কোয়েল পাখির ডিমের পুষ্টি ঘনত্ব মুরগির ডিমের চেয়ে বেশি। এতে প্রোটিন, ভিটামিন B12, আয়রন, এবং ফসফরাসের পরিমাণ অনেক বেশি থাকে যা শিশুর শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয়।

২. ভিটামিন এবং খনিজ:

কোয়েল পাখির ডিমে রয়েছে উচ্চ পরিমাণে ভিটামিন B12 এবং আয়রন যা শিশুর মস্তিষ্কের উন্নতি এবং স্নায়ুতন্ত্রের জন্য খুবই উপকারী। এছাড়া এতে থাকা ফসফরাস হাড়ের শক্তি বৃদ্ধি করে।

৩. হজমে সাহায্য:

কোয়েল পাখির ডিম শিশুর পেটের জন্য হজমযোগ্য এবং তাদের হজম ব্যবস্থাকে উন্নত করে। এর পুষ্টিগুণ সহজেই শরীরে শোষিত হয়।

৪. ক্যালোরি এবং ফ্যাট:

কোয়েল পাখির ডিমে কম ক্যালোরি এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা শিশুর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং প্রয়োজনীয় শক্তি প্রদান করে।

৫. স্বাস্থ্যকর বিকল্প:

যেহেতু কোয়েল পাখির ডিম ছোট আকারের, এটি শিশুর জন্য নিরাপদ এবং সহজে খাওয়া যায়। মুরগির ডিমের তুলনায় এটি একটি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।
©

 #বিশেষ_ঘোষণা আসছে আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।জাতীয় ভিটামিন এ প্লাস  ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।৬-১১ মাসের সকল শিশুদ...
07/03/2025

#বিশেষ_ঘোষণা আসছে আগামী ১৫ ই মার্চ ২০২৫ রোজ শনিবার।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
৬-১১ মাসের সকল শিশুদেরকে একটি নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছরের সকল শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
যথা সময়ে সকল শিশুদেরকে টিকা কেন্দ্রে নিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অনুরোধ রইলো
অবশ্যই শিশুদেরকে ভরা পেটে নিয়ে আসতে হবে।

তার অফিসে পিকনিক ছিলো তাই সকালে না খেয়েই গেছিলো।সকালে নাস্তা দিছিলো আপেল,ব্রেড, ১ টা মিষ্টি, বার্গার । দুপুরে লাঞ্চ দিছে...
21/02/2025

তার অফিসে পিকনিক ছিলো তাই সকালে না খেয়েই গেছিলো।সকালে নাস্তা দিছিলো আপেল,ব্রেড, ১ টা মিষ্টি, বার্গার । দুপুরে লাঞ্চ দিছে পোলাও,ডিম,গরুর মাংস, মুরগির রোস্ট,মোজো।
লাঞ্চ বক্স তো বাসা আনছে সাথে সকালের সেই নাস্তা টা না খেয়ে রেখে দিছিল বাসা নিয়ে আসছে।
তার সাথে রাগ করলাম সকালে তো কিছু খাওনি নাস্তা টা না খেয়ে নিয়ে আসার কি দরকার ছিলো। লাঞ্চ বক্স আনছো তাতেই তো হতো আমাদের।
তার উত্তর ছিলো তোমাকে আর ছেলেকে রেখে আমি খেতে পারিনি।
আহা পুরুষ কখনো নিজের জন্য ভাবেনা তাদের জীবন চলে যায় ফ্যামিলি,স্ত্রী,সন্তান এদের নিয়ে ভাবতে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
জীবনসঙ্গী একজন কেয়ারিং দায়িত্বশীল মানুষ হলে আর কিচ্ছু লাগেনা এ জীবন এ।
শুকরিয়া লক্ষ লক্ষ টাকা দিয়ে ও এ সুখ কেনা যাবেনা।
Md. Mohoshin Ali
তিনজন খাওয়ার পর ই পিক তুলেছি তাই অর্ধেক খাবারের পিক।

রান্না করা মাছ খেতে না ইচ্ছে করলে সেটা আবার ভেজে,বেশি করে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাই, ভর্তা করার পর তো সবা...
10/02/2025

রান্না করা মাছ খেতে না ইচ্ছে করলে সেটা আবার ভেজে,বেশি করে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে ভর্তা বানিয়ে খাই, ভর্তা করার পর তো সবার প্রিয় হয়ে যায় সেটা

আমার মতো কেউ কি এমন করো?




শুভ রাত্রি সবাইকে
05/02/2025

শুভ রাত্রি সবাইকে



05/02/2025

শীতকালে সবচেয়ে মজাদার মাছ হচ্ছে কই মাছ তাইনা?

04/02/2025

মিষ্টি আলু দিয়ে বাচ্চাদের স্বাস্থ্যকর নাশতা রেসিপি

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Mahadi Hasan Muaz's Mummy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahadi Hasan Muaz's Mummy:

Share

Category