মুসা ভাই রংপুর তারাগঞ্জ

মুসা ভাই রংপুর তারাগঞ্জ মুসা ভাই রংপুর তারাগঞ্জ

28/05/2025
17/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Polash Vdo, Baizid Islam, Md Seyam Islam, Md Maruf Islam, Sourob Islam

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে। ফি'লি'স্তি'নি সাংবাদিক খালিল আবু ইলি/য়াস ফেস/বুকে লিখেছ...
07/04/2025

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে।

ফি'লি'স্তি'নি সাংবাদিক খালিল আবু ইলি/য়াস ফেস/বুকে লিখেছেন:
"মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপর গা'জা এই পৃথিবী থেকে মুছে যাবে। তখন আমাদের শুধু বেহেশতেই খুঁজে পাবে। বিদায়, তোমাদের যারা ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর 'আরব' হিসেবে পরিচিত হবে।"

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

"ফাইজান বিন হক"
একজন ফি'লি'স্তি'নি মেয়ে গা'জা থেকে লিখেছে:
"আমাদের খবর আর তোমাদের বিরক্ত করবে না। আর মাত্র কয়েক দিন, সব শেষ হয়ে যাবে।"
আল্লাহ যেন তাকে কখনো ক্ষমা না করেন, যে আমাদের নিপীড়নের সময় নীরব থেকেছে।

একজন ফি'লি'স্তি'নি শাইখ বলেন:
"আমি ঠিক এখনই আমার মেয়েকে দা'ফন করলাম—শরীর ছিল, কিন্তু মাথা ছিল না।______

গা'জা হারেনি হেরে গেছে পুরো মুসলিম উম্মাহ

এখন কি হবে আমার????
24/10/2024

এখন কি হবে আমার????

দোয়া করে দিলাম ভাই ইনকাম করে খা😍😍😍😍😍😍😍
24/10/2024

দোয়া করে দিলাম ভাই ইনকাম করে খা😍😍😍😍😍😍😍

18/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! DV Md. Atiar, M S Abedul Islam

বলেন তো এটার নাম কি?????যারা গ্রাম এ বাস করে তারাই ভালো পারবে........
17/03/2024

বলেন তো এটার নাম কি?????
যারা গ্রাম এ বাস করে তারাই ভালো পারবে........

13/02/2024



- আচ্ছা 14 February কয় তারিখে.!'☹️🐸

12/02/2024

রংপুর হইল বিভাগ হামার, আমি হইলাম
মুই,
আমরা'র বদল হামরা বলি, তুমির বদল তুই।
রোদকে মোরা অইদ বলি, ছায়াকে
বলি
ছ্যায়া,
ছেলেকে চ্যাংড়া বলি, কেমন মজা
ভায়া।
বাগানকে হামরা ক্ষ্যাত বলি, ভূমিকে
বলি
ভুই,
তামাক হইল তাংকু হামার, সূচ হইল সুই।
মরিচ
হইল আকালি ভাইরে, বেগুন হইল
বাইগোন,
পাটের বদল কোষ্টা বলি, চালুনির বদল
চাইলোন।
উঠান হইল খুলি হামার, জামা হইল
পিরান,
এ্যাতো ব্যস্ত হওছেন ক্যানে, এ্যালা
একনা
জিরান।
অনেক হইল ম্যাল্লারে ভাই, সুপারি হইল
গুয়া,
রক্ত হইল অক্ত হামার, ফাকা হইল ধুয়া।
আসমান হামার দ্যাওয়া বাহে, বৃষ্টি
হইল
ঝড়ি,
কূয়া হইল চুয়া হামার, রশি হইল দড়ি।
স্বামীকে বলি ভাতার হামরা, লুঙ্গি
হইলো
তবন,
বউ হইল মাইয়্যা হামার, ব্রাশ হইল দাতন।
জামা হইল আঙ্গা হামার, ছাদের নাম
চাং,
লাউকে মোরা কদু বলি, মারকে বলি
ডাং ...
আরও মজা আছে বাহে জুরাই যাইবে
পরান,
ধীরে ধীরে যাওছি হামার, অল্প
একনা
অরান।
দাওয়াত দিলে জিয়াপোত বুঝি, বন্যা
মানে
বান,
ক্ষিধা পাইলে ভোক লাগে, চাঁদকে
বলি
চান।
বর্ষা মানে বাইশ্যা হামার, ব্যাড়া
হইল
টাটি,
রংকে মোরা অং বলি, কন্যা যখন
বেটি।
সাদা হইল ধলা বন্ধু, রাস্তা হইল ঘাটা,
আমন
হইল হেউত হামার, শাপলা হইল ভ্যাটা।
রিক্সাওয়ালা মামু হামার,
নিন্দুকেরাও কহে,
রংপুরিয়া ভাষার মত নাইতো মজা
বাহে ❤️

অনেক দিন পরে একটা পিক দিলাম.....
12/02/2024

অনেক দিন পরে একটা পিক দিলাম.....

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসা ভাই রংপুর তারাগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুসা ভাই রংপুর তারাগঞ্জ:

Share

Category