
01/01/2024
যাদের ব্রন আছে এরা নানান জিনিস ট্রাই করে কিন্তু শেষ মেষ বিরক্ত হয়ে সব ছেড়ে দেয় আর বলে অনেক হইছে আর না।এই মাসে৫০০,ঐ মাসে আরেক জনের কাছে শুনে৬০০,আরেকজনের কাছে শুনে ৩০০,এমন করে টাকা নস্টো করে।কিন্তু ব্রন বারবার ফিরে আসে।এইসেটটার বিশেষত্ব এটাই একবার useকরলে আর ব্রন ফিরে আসবে না ইনশাআল্লাহ। মানিব্যাগ গেরান্টি।তবে হ্যা,,,একটা ভালো স্নানপ্রটেকশন useকরতে হবে এটা ইউজের পর।
আর এটা দেয়ার পর কেউ যদি রুপ চর্চা করতে চায় তাহলে
আর কোন হাবিজাবি নাইট ক্্রিম ইউজ করা যাবে না।ন্যাচারালি যেমন আমরা মধু,চন্দন,লাগাই মুখে ঐসব দিয়ে চর্চা করলেই হবে ইনশাআল্লাহ।
তবে সেটটা ইউজ এর পর অবশ্যই একটা ভালো মানের। সানপ্রটেকশন ইউজ করতেই হবে।