Rabeya's Diary

Rabeya's Diary আমি খুব সাধারণ মেয়ে।চেষ্টা করি নিজের সাধারণ জীবনের কিছু চিত্র তুলে ধরার জন্য।।আর ঘুরতে ভালোবাসি।।
(5)

08/10/2025

আল্লাহ তো বলেই দিয়েছেন
মানুষ যা চায় তাই কি পায়?
এবং মানুষ তাই পায়, যা সে চেষ্টা করে ।।

অসুস্থতা আল্লাহর এক বিশেষ পরীক্ষা, ইসলামে অসুস্থতা শুধু একটি শারীরিক সমস্যা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক...
07/10/2025

অসুস্থতা আল্লাহর এক বিশেষ পরীক্ষা, ইসলামে অসুস্থতা শুধু একটি শারীরিক সমস্যা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ধৈর্য, ঈমান এবং তাঁর প্রতি ভরসা কতটা দৃঢ়তা যাচাই করেন।
সুস্থতা যেমন আল্লাহর বড় নেয়ামত,অসুস্থতা ও আল্লাহর দেওয়া নিয়ামত।

কেন অসুস্থতাকে নিয়ামত বলা হয়...!

ধৈর্যের পরীক্ষা, অসুস্থতা আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। কঠিন সময়েও ধৈর্য ধরে থাকা আমাদের ইমানকে আরও দৃঢ় করেন।
গুনাহ মাফের সুযোগ: ইসলামে বলা হয়েছে, রোগ-ব্যাধি অনেক সময় আমাদের গুনাহ মাফের কারণ হতে পারে।
আল্লাহর প্রতি ভরসা বাড়ানো: অসুস্থ অবস্থায় আমরা আল্লাহর প্রতি আরও বেশি ভরসা করি। এটি আমাদের ইমানকে শক্তিশালী করে...

06/10/2025

আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত
আসমান থেকে সাজানো তাই চিন্তিত হবেন না,
ভরসা রাখুন আল্লাহর প্রতি। ।

যেই নবীকে  সৃষ্টি না করিলে দুনিয়াতে কোনো মাখলুকাত সৃষ্টি হতো না সেই নবীর উম্মত হতে পেরে একবার শুকরিয়া আদায় করি। ।আলহা...
04/10/2025

যেই নবীকে সৃষ্টি না করিলে দুনিয়াতে
কোনো মাখলুকাত সৃষ্টি হতো না
সেই নবীর উম্মত হতে পেরে একবার শুকরিয়া আদায় করি। ।
আলহামদুলিল্লাহ।

01/10/2025

নিয়ামত মানেই সবসময় পাওয়া নয়
মাঝে মাঝে জীবন থেকে কিছু চলে যাওয়াও নিয়ামত। ।

30/09/2025

তুমি যাই হারাও না কেনো বিকল্প খুঁজে পাবে
কিন্ত মহান আল্লাহ কে হারালে কে হবে তার বিকল্প ?

29/09/2025

রাতের কিছু আমল:

রাতে ঘুমানোর আগে কিছু আমল করলে একদিকে সওয়াব পাওয়া যায়, অন্যদিকে মন শান্ত হয় ও ঘুম হালকা-সুন্দর হয়।

ঘুমানোর আগে করণীয় আমলসমূহ:
ওযু করে ঘুমানো

রাসূল ﷺ বলেছেন: “যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায়, আল্লাহর ফারিশ্তারা তার জন্য দোআ করতে থাকে।” (ইবনে মাজাহ)

ইস্তেগফার ও দোআ পড়া
৩ বার আস্তাগফিরুল্লাহাল আযীম বলা।
নিজের ও পরিবারের জন্য ক্ষমা ও হেফাযতের দোআ করা।

আয়াতুল কুরসী
ঘুমানোর আগে আয়াতুল কুরসী পড়লে আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ নিয়োজিত হয়। (বুখারি)

সুরা আল-ইখলাস, ফালাক, নাস
তিনবার পড়ে শরীরে ফুঁ দিয়ে ঘুমানো।

তাসবিহ ফাতিমা
৩৩ বার সুবহানাল্লাহ
৩৩ বার আলহামদুলিল্লাহ
৩৪ বার আল্লাহু আকবর
শেষ ২ আয়াত – সূরা বাকারা (আমানার রাসূলু… লা ইউকাল্লিফুল্লাহু…)
যে পড়বে, তার জন্য তা রাতভর সুরক্ষা হবে। (বুখারি, মুসলিম)
দরুদ শরীফ
কিছু দরুদ পড়ে ঘুমানো, এতে ঘুম ইবাদতে রূপান্তরিত হয়।

28/09/2025

হাটছি জাহান্নামের পথে,
আর ভাবছি দিন শেষে পৌঁছে যাবো জান্নাতে।
কতই না বোকা আমরা!

26/09/2025

আল্লাহ যখন কোন বান্দার ভালো চান
তখন তার জিহ্বায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ পাঠ সহজ করে দেন।।

আজ জুম্মার দিন বেশি বেশি দুরূদ পাঠ করবেন। ।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ।

25/09/2025

আজ প্রথম শর্মা বানালাম।। #শর্মা

25/09/2025

ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন,
মানুষের সঙ্গ নয়।।

23/09/2025

ভবিষ্যত বলতে
মৃত্যুই সত্য
বাকি সব মিথ্যা।।

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rabeya's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rabeya's Diary:

Share