
05/06/2025
আসসালামু আলাইকুম
যিলহাজ্জ মাসের ৯ তারিখ ফজরের নামায থেকে শুরু করে ১৩ তারিখ আসরের নামায পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর সকল সাবালক পুরুষ, মহিলার জিম্মায় উক্ত তাকবীর একবার বলা ওয়াজিব। তিনবার বলা ওয়াজিব নয়। পুরুষগণ উচ্চস্বরে আর মহিলাগণ নিম্নস্বরে পড়বে।তাকবীরে তাশরীক এই:
اَللهُ اَكْبرُ اَللهُ اَكْبرُ ، لَاۤ اِلٰهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ اَللهُ اَكْبرُ ، وَ لِلّٰهِ الْحَمْدُ
(সূত্রঃ আদ্দুররুল মুখতার:২/১৭৭-১৮০)
বি.দ্র.:এই বছর যিলহাজ্জ মাসের ৯ তারিখ অর্থাৎ ০৬ই জুন ২০২৫ ঈসায়ী শুক্রবার ফজরের নামায থেকে নিয়ে যিলহাজ্জ মাসের ১৩ তারিখ অর্থাৎ ১০ই জুন ২০২৫ ঈসায়ী মঙ্গলবার আসরের নামায পর্যন্ত প্রত্যেক ফরয নামাযের পর সকল সাবালক পুরুষ, মহিলার জিম্মায় উক্ত তাকবীর একবার বলা ওয়াজিব।