Teddy Rangpur

Teddy Rangpur Hi guys I am Teddy bear of Bangladesh Live in Rangpur . it was a teddy bear original account not fake.

21/10/2025

রিয়ামনির কাবিনের ৭ লাখ টাকা কিভাবে দিবেন হিরো আলম...?

21/10/2025

যেই ঠোঁট রিয়া মনিকে স্পর্শ করেছে সেই ঠোঁট হিরো আলম রাখবে না 😁😁😁

21/10/2025

তোমাকে ভুলতে না পারার ১০০টি কারণ 💞
1. তোমার মায়া
2. তোমার আচরণ
3. তোমার ভালোবাসা
4. তোমার রাগ
5. তোমার কথা
6. তোমার মায়াবী চোখ
7. তোমার মায়াবী চেহারা
8. তোমার চিন্তাভাবনা
9. তোমার প্রেম
10. তোমার মায়াবী আওয়াজ
11. তোমার রূপ
12. তোমার হাসি
13. তোমার দৃষ্টিশক্তি
14. তোমার দয়া
15. তোমার সততা
16. তোমার আনুগত্য
17. তোমার আলিঙ্গন
18. তোমার চুম্বন
19. তোমার যত্ন
20. তোমার হাস্যরস
21. তোমার ভয়েজ
22. তোমার হৃদয়
23. তোমার আবেগ
24. তোমার স্বপ্ন
25. তোমার শান্তি
26. তোমার সমর্থন
27. তোমার উল্লাস
28. তোমার শিল্প
29. তোমার চিন্তা
30. তোমার নীরবতা
31. তোমার উপস্থিতি
32. তোমার সাহস.
33. তোমার উচ্চাকাঙ্ক্ষা
34. তোমার কথা
35. তোমার সান্ত্বনা
36. তোমার জ্ঞান
37. তোমার কৌতূহল
38. তোমার লজ্জা
39. তোমার স্পর্শ
40. তোমার নির্দোষতা
41. তোমার সজ্জনতা
42. তোমার হাসি
43. তোমার সত্য
44. তোমার অনুপ্রেরণা
45. তোমার আনুগত্য
46. তোমার বিশ্বাস
47. তোমার সততা
48. তোমার আবেগ
49. তোমার মনোভাব
50. তোমার নির্দেশনা
51. তোমার ফোকাস
52. তোমার স্বপ্ন
53. তোমার উৎসর্গ
54. তোমার সংকল্প
55. তোমার ভাব
56. তোমার শীতলতা
57. তোমার আগুন
58. তোমার প্রচেষ্টা
59. তোমার স্টাইল
60. তোমার চেহারা
61. তোমার কোমলতা
62. তোমার স্বচ্ছতা
63. তোমার পদক্ষেপ
64. তোমার আলো
65. তোমার গোপনীয়তা
66. তোমার বিশ্বাসযোগ্যতা
67. তোমার আদেশ
68. তোমার সজ্জনতা
69. তোমার স্বাদ
70. তোমার ঘ্রাণ
71. তোমার সৌন্দর্য
72. তোমার শান্তি
73. তোমার আভা
74. তোমার ভয়েস নোট
75. তোমার কণ্ঠ
76. তোমার বুদ্ধি
77. তোমার ধৈর্য
78. তোমার শালীনতা
79. তোমার পাঠ
80. তোমার মনোভাব
81. তোমার ভালো লাগা
82. তোমার হাঁটাচলা
83. তোমার দৃষ্টি
84. তোমার স্নেহ
85. তোমার আদর
86. তোমার প্রেরণা
87. তোমার বিশ্বস্ততা
88. তোমার নীরবতা
89. তোমার স্বভাব
90. তোমার কণ্ঠস্বর
91. তোমার চুল
92. তোমার হাত
93. তোমার নিঃশ্বাস
94. তোমার উপস্থিতি
95. তোমার অনুভূতি
96. তোমার স্পর্শের উষ্ণতা
97. তোমার চোখের ভাষা
98. তোমার যত্নশীলতা
99. তোমার আত্মা
100. তুমি — শুধু তুমি ❤

21/10/2025

sorry aunty 😁😁😁

আপনাকে যদি বলা হয় আপনি কোন তিনটি নিবেন...??🥰
20/10/2025

আপনাকে যদি বলা হয় আপনি কোন তিনটি নিবেন...??🥰

20/10/2025

Allah 😮😮😮

19/10/2025

বাঁশি অলরেডি দুইটা খেয়েছি, আর একটা নিয়েছি” পাওয়ার অফ সবজি 😁😁😁😁

এই আগুন দেখে যারা ভাবছেনআরেহ, এখানে তো আমার কোনো প্রডাক্ট নাই!তাদের জন্য দুঃসংবাদএয়ারপোর্টে আগুন মানে শুধু কয়েকটা পণ্য ব...
19/10/2025

এই আগুন দেখে যারা ভাবছেন
আরেহ, এখানে তো আমার কোনো প্রডাক্ট নাই!
তাদের জন্য দুঃসংবাদ

এয়ারপোর্টে আগুন মানে শুধু কয়েকটা পণ্য বা বিল্ডিংয়ের ক্ষতি নয়।এর মানে হলো ইমপোর্ট বন্ধ হয়ে যাওয়া, শিপমেন্ট দেরি হওয়া,আর আগামী কয়েক মাসে ইমপোর্টেড জিনিসের দাম বেড়ে যাওয়া। যারা পোশাক, কসমেটিকস, হ্যান্ডক্রাফট, আর্ট, বা যেকোনো বিদেশি উপাদাননির্ভর কাজে যুক্ত,
তাদের প্রত্যেকের ওপর এর প্রভাব পড়বে ,সরাসরি বা পরোক্ষভাবে।
এখন এই আগুনের পর ইমপোর্টাররা শিপমেন্ট আনতে ভয় পাবেন,নতুন করে মাল আনতে খরচও বেড়ে যাবে।
ফলে যারা এসব উপাদান দিয়ে কাজ করেন তাদের জন্য সামনের সময়টা হবে আরও কঠিন। এরকম অবস্থায় ক্ষতি শুধু ব্যবসায়ীদের নয়,শিল্পী, ডিজাইনার, ক্রাফট মেকার, এমনকি সাধারণ ক্রেতাও ক্ষতিগ্রস্ত হবে।
কারণ, সবকিছুর দাম বেড়ে গেলে চেইন সিস্টেমে সবখানেই চাপ পড়ে।

আগুন শুধু একটা স্থাপনায় নয়,
এটা পুরো দেশের অর্থনীতি, রিজিক আর সৃজনশীলতার ওপরও আগুন ধরিয়ে দেয়।

ছাইয়ের নিচে চাপা পড়া স্বপ্ন

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি হাজারো ব্যবসায়ীর বুকে এক গভীর ক্ষত। চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে শত শত কোটি টাকার আমদানি ও রপ্তানিযোগ্য পণ্য।
​এই পণ্যগুলো ছিল অনেক ছোট-বড় ব্যবসায়ীর দীর্ঘদিনের পরিশ্রম আর সঞ্চয়ের ফসল। কেউ ব্যাংক ঋণ নিয়ে, কেউবা জীবনের শেষ সম্বলটুকু বিনিয়োগ করে অপেক্ষায় ছিলেন লাভের মুখ দেখার। কিন্তু এক নিমেষে সব স্বপ্ন ধোঁয়ার সাথে মিশে গেছে।
এই ক্ষতি কেবল টাকার অঙ্কে পরিমাপ করা যায় না; এর পেছনে রয়েছে বহু মানুষের জীবন-জীবিকা এবং পরিবারের ভবিষ্যৎ।

19/10/2025

ঢাকার সদরঘাটে ঢাকা থেকে চাঁদপুরগামী ময়ূর-০৭ লঞ্চে আগুন

19/10/2025

মহাজনের ষ'ড়যন্ত্র বুঝা যায়? জ্বি এইটাই তাজুলের "আগামী এক সপ্তাহ"!

18/10/2025

আল্লাহ রহমত করো তুমি..
হরয়ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন। 😥😥

Address

Rangpur City
Rangpur
5402

Alerts

Be the first to know and let us send you an email when Teddy Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teddy Rangpur:

Share

Category