24/06/2024
একটা মেয়ের শরীরের গন্ধ তোমার ভালো লাগে ।
এইটা হচ্ছে প্রেম ।
আরেকটা মেয়ে আছে , যাকে তুমি অনুভব করো । তাকে ভালো লাগার জন্য তার উপস্থিতি কিংবা শরীরের গন্ধ লাগে না । এটা হচ্ছে ভালোবাসা ।
কোন একটা মেয়ের সাথে রুমডেট করলে তুমি আনন্দ পাও । আরেকটা মেয়ে আছে যার সাথে তেমন রুমডেট লাগেনা তার কথা ভাবলেই তুমি আনন্দ পাও । প্রথমজন হচ্ছে তোমার প্রেমিকা । দ্বিতীয়জন হচ্ছে তোমার ভালোবাসার মানুষ ।
তোমার বন্ধু মহলে কোন একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির থাকো । এই মেয়েটি হচ্ছে তোমার কামনার বস্তু ।
***একই ভাবে তোমার মস্তিস্কের অন্দরমহলে একটা মেয়ে আছে যার সাথে তুমি গা ঘেঁষে বসার জন্য অস্থির না । কিন্তু তার অনুপুস্থিতির জন্য তুমি অস্থির । তার সাথে কথা বলার জন্য তুমি অস্থির । এই মেয়েটা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ ।
একটা মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলার পরেও তুমি মেয়েটার কথা ওইভাবে চিন্তা করো না । সব কিছু ফোনের ওই মজা পর্যন্তই । কিন্তু এমন একজন মানুষের অস্তিত্ব তোমার জীবনে আছে যার সাথে ফোনে কথা বলেও সব সময়ই তার কথা ভাবো তুমি । তাহলে ... প্রথম জন তোমার টাইম পাসের প্রেমিকা । পরেরজন তোমার ভালোবাসার মানুষ ।
কোন মেয়ে তোমার সাথে ইগো দেখালে তুমিও তার সাথে সমান তালে ইগো দেখাও । কিন্তু তোমার জীবনে এমন একজন মানুষ আছে যার শত অবহেলাতেও তুমি তার সাথে ইগো দেখাতে পারো না কিন্তু তার কথায় কষ্ট পাও একটু। প্রথমজন তোমার প্রেমিকা । পরের জন তোমার ভালোবাসা ।
মেডিকেল সাইন্স প্রেম আর ভালোবাসার ডেফিনেশন দিতে গিয়ে পার্থক্যটা তুলে ধরেছে এভাবে ---
""শারীরিক আনন্দ কেটে যাবার পরেও
যদি কোন মানুষের সাথে তোমার প্রতিদিন আগের থেকে বেশি অবহেলা, ঝামেলা,মনখারাপ হয় তাহলে সেটা হচ্ছে প্রেম ছিল ভালোবাসা না,
সব থেকে মজার ব্যাপার হচ্ছে দুনিয়ার বেশিরভাগ মানুষ প্রেম কে ভালোবাসা বলে চালিয়ে দেয় । প্রেম করতে করতে তারা একসময় ভালোবাসাই ভুলে যায় ।
মানুষের মন এক এক জনের আলাদা আলাদা , একটু ঝামেলা হবে মানিয়ে নেও, ঝামেলা ছাড়া তুমি এমনিও বাঁচতে পারবেনা একটু হবেই, ঝামেলা টা কেমন সেটা দেখো, সবসময় দুই জনের দোষ টা দেখবে
দরকার পরলে একটা sorry বলতে কি এমন এসে যায়
দুইজন দুইজনকে সমান গুরুত্ব দেও 🌚💙