12/06/2025
পিচ্ছি চাচাতো ভাইয়ের সাথে বাসর
ডুয়েট
ইধিকা : কিরে পিচ্চি কই যাচ্ছিস আজকে তোর সন্ধায় আমার বাসর রাত বুঝছিস রেডি হয়ে থাক।
আয়াত : ছি আপু লজ্জা করে না নিজের ছোট ভাইয়ের সাথে এভাবে কথা বলতে কিসের বাসর রাত আর বাসর রাত কি??
ইদিকা : তুই আমার কিসের নিজের ছোট ভাই তুই আমার চাচাতো ভাই নিজের ভাই হলি কিভাবে?? আর পারিবারিকভাবে আমাদের বিয়েটা হচ্ছে বুঝছিস??
আয়াত: তোমার মাথায় সমস্যা আছে? পরিবারের সবার সমস্যা দেখা দিয়েছে নাকি মাথায় যে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে আর আমি তোমার থেকে গুনে গুনে ২ বছরের ছোট..
ইধিকা: আমি কিন্তু তোর সাথে মোটেও মজা করতেছি না পরিবারের সবাই আলাপ করতেছে আর আমি সেটা শুনেছি তোকে জানিয়ে দিলাম যে কোথাও যাস না
আয়াত: একদম ফালতু কথা বলবো না আপু আমার কিন্তু এসব সহ্য হয় না সবসময় ফালতু কথা নিয়ে থাকে তোমার না বয়ফ্রেন্ড আছে
ইধিকা: কে বলছে তোকে আমার বয়-ফ্রেন্ড আছে আর এসব খবর কোথা থেকে পাইছিস তুই একটা থাপ্পর দেবো না
আয়াত: দেখ আপু আমার কিন্তু মোটেও এসব সহ্য হচ্ছে না আমি এখন যাব আমার গার্লফ্রেন্ডের সাথে ডেট করতে তুই থাক
ইধিকা: মাথা ফাটিয়ে ফেলব বউ রেখে অন্য মেয়ের দিকে তাকাবি? একদম কোলে তুলে নিয়ে ফেলে দেবো কোমরটা ভেঙে সারাজীবন বেডে পড়ে থাকবি
আয়াত: তোমার ফালতু কথা শোনার আমার একটুও ইচ্ছা নেই বুঝছো তুমি এর থেকে মুরগির কাছ থেকে কয়েকটা ডিম এনে তাতে হচ্ছে যে তা দাও সেটাই তোমার জন্য লাভ হবে কয়েকদিন পর কয়েকটা বাচ্চা পাওয়া সেই বাচ্চা নিয়ে সংসার করিও 😊
ইধিকা: ফাজলামি করতেছিস আমাকে নিয়ে মজা নেওয়া হচ্ছে তাই না ঠিক আছে কাজ করে তারপর এখন বাসর রাতের রোমান্টিকতা কাকে বলে বুঝিয়ে দেবো।
আয়াত: আমি মরে যাব তাও তোর মত ডাইনীকে আমি কখনো বিয়ে করতে রাজি হবো না বুঝছিস পরিবারের সবাই রাজি হলে কি আমি রাজি না।
ইধিকা: তাই নাকি দেখা যাবে রাজি না হয় কোথায় যাস যখন বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো তখন এমনিতেই রাজি হয়ে যাবে।
আয়াত: সমস্যা নাই আমার গার্লফ্রেন্ডের বাপের অনেক সম্পত্তি আছে সেখান থেকে আমাকে কিছুটা দিলে আমি সেখানে গিয়ে রাজার মত বসবাস করতে পারবো তোকে লাগবে না তোর বাড়িও লাগবে না আমার
দুজনে ঝগড়া করতে ছিল হঠাৎ করে সেখানে আয়াতের আম্মু এসে উপস্থিত হায়াতের আব্বু আর অধিকার আপু দুজনে হচ্ছে মার্কেট করার জন্য বাজারে চলে গেল যাবতীয় খরচ নিয়ে আসবে আর এই কথ