Oi Suno Na?

Oi Suno Na? অমায়িক বিনোদনের দুনিয়া, সাথেই থাকুন।

14/05/2025

"আ পাতি কুত কুত কুত" গানটি মূলত ইন্দোনেশিয়ান শিল্পী সিলভি কুমালাসারির "Culik Aku D**g" (ইন্দোনেশিয়ান ভাষায় "আমাকে অপহরণ করো, প্রিয়") গান থেকে এসেছে। এই গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে এর মজার ও রিদমিক সাউন্ডের কারণে।

🎵 গানটির মূল ভাবার্থ:

গানটিতে একজন প্রেমিকা তার প্রেমিকের প্রতি গভীর ভালোবাসা ও আকাঙ্ক্ষা প্রকাশ করছেন। তিনি বলছেন:

> "প্রিয়, আমাকে দ্রুত অপহরণ করো! তোমার ভালোবাসার কক্ষে নিয়ে চলো। এই ভালোবাসা শুধু তোমার জন্য।"

গানটির ইংরেজি অনুবাদে দেখা যায়, প্রেমিকা তার প্রেমিকের প্রতি গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করছেন এবং তার সঙ্গে সময় কাটাতে চান।

🌀 "আ পাতি কুত কুত কুত" অংশটির ব্যাখ্যা:

এই অংশটি মূলত একটি ছন্দবদ্ধ ও মজার সাউন্ড, যা গানটির মূল কথার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এটি একটি ছন্দবদ্ধ বাক্যাংশ, যা গানটির মজার ও রিদমিক সাউন্ড তৈরিতে সাহায্য করেছে।

যে সকল ভাইয়েরা জামশেদ মজুমদার ভাইয়ের এই পোস্ট নিয়ে ট্রল করতেছেন এবং গীবতের চর্চা করতেছেন তাদের উদ্দেশে একটা কথা বলি আ...
06/04/2025

যে সকল ভাইয়েরা জামশেদ মজুমদার ভাইয়ের এই পোস্ট নিয়ে ট্রল করতেছেন এবং গীবতের চর্চা করতেছেন তাদের উদ্দেশে একটা কথা বলি

আপনি নিতান্তই বোকা ও নির্বোধ কারণ আপনি যত দূর নিজেকে চালাক ও অতিরিক্ত পন্ডিত মনে করেন আপনার থেকে সে Jamshed Mojumdar ভাই হাজার গুনে বেশি জ্ঞানি
আপনার মতন বোকা এবং অ্যাবনরমাল ও হাবলা মানুষ তার এই মূল্যবান কথার মূল্য কিভাবে বুঝবে বলুন?

সে তার এই পোষ্টের মাধ্যমে মুসলিম জাতিকে কি বোঝাতে চাইল আর আপনার মতন নির্বোধ মানুষ কি বুঝলো?
না বুঝেই নির্বোধের পরিচয় দিলেন আপনি।
আপনি তার পোস্টে তার কথার মূল সারমর্ম না বুঝেই আপনি তাকে নিয়ে ট্রল করতেছেন আপনি আস্ত একটা গাধা ও নির্বোধ মানুষ

তাই কারো বিরুদ্ধে কথা বলার আগে অন্তত দশবার চিন্তা করুন আপনি তার থেকে জ্ঞানী বেশি না কম?এবং সে আপনার থেকে বেশি জ্ঞানী কীনা? এবং তার কথা বুঝবার মতন জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছেন কিনা? যদি তার কথা বুঝার মতন জ্ঞান আপনার না থাকে তাহলে অন্ততপক্ষে আপনি তাকে নিয়ে ট্রল বা পিছনে কথা বলিয়েন না

Finally something big 🔥💥
05/04/2025

Finally something big 🔥💥

04/04/2025

কারে প্রধান উপদেষ্টা বানাইলাম রে ভাই? সারাদিন প্রশংসা করতে করতেই গলা শু*কায় যায়!

31/03/2025

গ্রাম নিয়ে ট্রোল করা বস্তিরা এখন ঈদে গ্রামে এসে ওয়াইফাই এর পাসওয়ার্ড খুঁজে!😂😆

আলহামদুলিল্লাহ আগামী ৩০/০৩/২০২৫ রবিবার সৌদি আরব ঈদ হতে পারে আর সোমবার বাংলাদেশে ঈদ সবাইকে ঈদের অগ্রিম  শুভেচ্ছা 🥰
28/03/2025

আলহামদুলিল্লাহ আগামী ৩০/০৩/২০২৫ রবিবার সৌদি আরব ঈদ হতে পারে আর সোমবার বাংলাদেশে ঈদ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা 🥰

27/03/2025

যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিনছে তাদের মনের এখন কি অবস্থা ?
এবছর নাকি পাকিস্তান থেকে কোন ড্রেসই আমদানি হয় নাই🙂

26/03/2025

Sorry, "তুমি রাগ করে ছিলে তাই আমি অন্য একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি"

05/03/2025

মেয়েদের সাহস থাকলে ফরমটা পূরণ করেন.!
😁😌🤭
নামঃ- বয়সঃ- জেলাঃ- শ্রেণিঃ- রিলেশনশিপঃ-
🌸🍀

04/03/2025

বাংলাদেশে এমন একটা সময় ছিল যে মেয়েরা সিগারেট খাবে এই বিষয়টা কেউ কল্পনা করতে পারতো না।। আর এখনকার মেয়েরা প্যান্ট শার্ট পড়ে রমজান মাসেও সিগারেট খাওয়ার স্বাধীনতা চায়।। কি অদ্ভুত

25/02/2025

ছিনতাই না করলে নিরিবিলি রাস্তায় ৩-৪ জন অকারণে দাঁড়ায় থাকবেন না। হুদাই ডর লাগে🙂

21/02/2025

প্লীজ, অন্তত আজকের দিনটাতে প্রোপারলি বাংলা ভাষা ইউস করি!🙏

Address

Khansama,Dinajpur
Rangpur
5230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Oi Suno Na? posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share