Anisur Logic

Anisur Logic Anisur Logic
(একটি শিক্ষামূলক ফেসবুক পেজ )

23/07/2025

আয়িশা রা. থেকে বর্ণিত,

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُحِبُّ التَّيَمُّنَ مَا اسْتَطَاعَ فِي طُهُورِهِ وَتَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ ،

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্রতা অর্জনে, জুতা পরিধানে ‎এবং চুল আঁচড়ানে যথাসাধ্য ডান দিক থেকে শুরু করতেন।

সহীহ বুখারী, হাদীস ৫৩৮০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৪৯৮৮(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

24/06/2025

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَ اَقَامُوا الصَّلٰوةَ وَ اٰتَوُا الزَّكٰوةَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ۚ وَ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَ لَا هُمْ یَحْزَنُوْنَ۝۲۷۷

যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে তাদের প্রতিদান। তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো দুঃখও পাবে না।

সূরা বাকারা, আয়াত ২৭৭ সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

09/05/2025

পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন?

◑বেয়াদবের জিহ্বা!

☞জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর উত্তর কি?

◑নিরবতা!

☞পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন?

◑বাবার কাঁধে ছেলের লাশ!

☞পৃথিবীর সবচেয়ে কঠিন মূহুর্ত কি জানেন?

◑ভালোবাসার মানুষটি যখন অন্যের জন্য বধূ সাজে!

☞পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি?

◑গরিবের হক মারে যে!

☞পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ?

◑বাবার ভরসার হাত!

☞পৃথিবীতে অল্প সময়ে গলে যে বস্তু ?

◑মায়ের মন!

☞পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যাক্তিটি কে?

◑যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত!

☞পৃথিবীর সবচেয়ে সুন্দর মূহুর্ত কোনটা ?

◑সদ্য জন্ম নেয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি!

☞পৃথিবীর সবচেয়ে দামী জিনিস কি?

◑মেয়ের বিদায় বেলায় বাবার আশীর্বাদ!

☞পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যাক্তি কে?

◑যার নিজেকেও নিজের ভালো লাগে না!

07/02/2025

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেন,

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَ تُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ۝۲۷

হে মুমিনগণ! নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ কর ও তার বাসিন্দাদের সালাম দাও। এ পন্থাই তোমাদের জন্য শ্রেয়। আশা করা যায়, তোমরা লক্ষ রাখবে।

সূরা আন-নূর, আয়াত ২৭ সূত্র : তাফসীরে তাওযীহুল কুরআন

22/08/2024

‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘আমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ

الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ.

প্রকৃত মুসলিম সে-ই, যার জিহবা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সে-ই, যে আল্লাহ তা‘আলার নিষিদ্ধ কাজ ত্যাগ করে।

সহীহ বুখারী, হাদীস ১০ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৯(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

07/08/2024

👉কোন জিনিস সবসময় গোপন রাখা উচিত?👈

কিছু বিষয় বা জিনিস সাধারণত ব্যক্তিগত বা গোপন রাখাই ভালো। যেমন:
1. ব্যক্তিগত স্বাস্থ্য তথ্য :
আপনার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো ডেটা বা তথ্য গোপন রাখা উচিত, যেমন ডাক্তারি প্রতিবেদন, চিকিৎসার ইতিহাস ইত্যাদি।
2. আর্থিক তথ্য :
ব্যাংক একাউন্ট ডিটেইলস, ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড এবং অন্য কোনও আর্থিক তথ্য গোপন রাখা উচিত।
3. ব্যক্তিগত পাসওয়ার্ড :
আপনার ইমেল, সোশ্যাল মিডিয়া একাউন্ট, এবং অন্যান্য অনলাইন সেবা ব্যবহারের পাসওয়ার্ড গোপন রাখা উচিত।
4. ব্যক্তিগত জীবন :
আপনার ব্যক্তিগত সম্পর্ক, সমস্যা বা ব্যক্তিগত বিষয়ে তথ্য সবার সাথে শেয়ার না করাই ভালো।
5. কর্মক্ষেত্রের তথ্য :
আপনার অফিসের গোপনীয় তথ্য বা কোনো প্রকল্পের তথ্য গোপন রাখা উচিত, বিশেষ করে যদি তা অফিসের নীতি অনুযায়ী গোপনীয় হয়।
এই বিষয়গুলো গোপন রাখলে আপনার ব্যক্তিগত নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা পাবে।

08/07/2024

👉👉জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে👈
👉জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, এক হাত বেশি পাওয়া জায়গার জন্য প্রতিবেশির সাথে ঝ'গ'ড়া করাটা ভু'ল ছিল। রাত জেগে মি'থ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভু'ল ছিল। কারো সাথে ত'র্ক করে বড় কথা বলে তার মনে ক'ষ্ট দেয়াটা ভু'ল ছিল। দু'র্ব'ল কাউকে চোখ রা'ঙি'য়ে ক্ষমতা দেখানোটা ভু'ল ছিল।

👉জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষ'তি কিছু ছিল না৷ অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষ'তি হত না। জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, ক'ষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃ'ত্যু'ই শে'ষ চাওয়া।_

👉জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে, মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ ছিল, যেটা অর্জন করতে পারিনি। জীবনের শে'ষ বয়সে এসে মনে হবে মানুষের মনে ক'ষ্ট দেয়াটাই সবচেয়ে বড় ভু'ল ছিল। শেষ বয়সে শ্বা'স'ক'ষ্টে আটকে থাকা নিঃশ্বাস নিতে পারার ক'ষ্টে শুধু মানুষের দোয়াটাই শ্রেষ্ঠ সম্পদ মনে হবে।শেষ বয়সে এত কিছু মনেহবে ভেবে ও আমরা যৌবন কালে নিজের কনট্রোল করতে পারিনা।_

~(সংগৃহীত)~

07/07/2024

👉সূরা আল ইখলাস👈
সূরা আল ইখলাস এর অর্থ হল নিষ্ঠা‎, একেশ্বরবাদ, বিশুদ্ধ। সূরা আল ইখলাস পবিত্র কুরআনের ১১২ তম সূরা। আয়াত সংখ্যা ৪, রুকু ১টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই এই সূরা মাক্কী সূরার শ্রেণীভুক্ত। এই সূরাকে ক্বুল হু আল্লাহু আহাদ হিসাবেও উল্লেখ করা হয়ে থাকে। সূরাটি ছোট হলেও এর গুরুত্ব ও তাৎপর্য অনেক অনেক বেশি। এই সূরাটি হল পবিত্র কুরআন শরীফের তিন ভাগের এক ভাগ। অর্থাৎ কেউ যদি তিন বার সূরা ইখলাস পাঠ করে তাহলে ১ বার কুরআন খতমের সাওয়াব পাবে। সুবহানাল্লাহ। কেন এই সূরাটি এতো ফজিলতপূর্ণ? তার কারণ হল এই সূরাতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ছোট এই সূরা কম বেশি প্রত্যেক মুসলিম ভাই ও বোনদের মুখস্ত আছে কিন্তু আমরা অনেকেই এর অর্থ ও গুরুত্ব তেমন জানি না। আমার এই পর্বে সূরা আল ইখলাস এর অর্থ ও এর ফজিলত সম্পর্কে জানব ইনশাআল্লাহ।
সূরা আল ইখলাস বাংলা উচ্চারণ ও অর্থ :
আয়াত (1)
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
কু’ল হুয়া ল্লা-হু আহাদ
বলুন, তিনি আল্লাহ, এক,
আয়াত (2)
اللَّهُ الصَّمَدُ
আল্লা-হু স্‌সামাদ
আল্লাহ অমুখাপেক্ষী,
আয়াত (3)
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
আয়াত (4)
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
ওয়া লাম ইয়াকু ল-লাহু কুফুওয়ান আহাদ!
এবং তার সমতুল্য কেউ নেই।
ফজিলত :
১. হযরত আবু হোরায়ারা (রাঃ) বর্ণনা করেন, একবার রসুলুল্লাহ (সাঃ) বললেনঃ তোমরা সবাই দলবদ্ধ হয়ে যাও আমি তোমাদেকে পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ শুনাবো। তারপর সবাই একত্রিত হল এবং রসুলুল্লাহ (সাঃ) সূরা ইখলাস পাঠ করে শুনালেন। এরপর বললেন সূরা ইখলাস পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ। (মুসলিম, তিরমিযী)

একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম  পত্রের অধ্যায় ভিত্তিক নোটপেতে যোগাযোগ করুন : 01710-488998
09/06/2024

একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় ভিত্তিক নোট
পেতে যোগাযোগ করুন : 01710-488998

05/06/2024
04/06/2024

আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

بَادِرُوا بِالأَعْمَالِ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ مُؤْمِنًا وَيُمْسِى كَافِرًا أَوْ يُمْسِى مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا يَبِيعُ دِينَهُ بِعَرَضٍ مِنَ الدُّنْيَا

অন্ধকার রাতের মত ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রভি অগ্রসর হও। সে সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দ্বীন বিক্রি করে দেবে।

সহীহ মুসলিম, হাদীস ১১৮, জামে তিরমিযী, হাদীস ২১৯৫

Address

Vill : Anontopur, Post: Ghughurhat, Up: Fulbari, Dist: Kurigram
Rangpur
5680

Alerts

Be the first to know and let us send you an email when Anisur Logic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anisur Logic:

Share