
21/06/2025
মোঃ শরিফুলের ইসলাম
বাড়ি রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া কেশবপুরে। দরিদ্র পরিবারে তার বেড়ে ওঠা। জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২৫ রংপুর বিভাগের হয়ে ১২ নম্বর জার্সি গায়ে জড়িয়েছেন। তবে আপনি/আমি, অনেকই ভুলে গেছি এই শরিফুলের পূর্বের ইতিহাস! রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী পালিচড়া কালিবাড়ি ডাক্তারখানা মাঠ থেকে উঠে আসা এক তরুণ খেলোয়াড়। যাকে তৈরি করেছে কোচ মতিয়ার রহমান (মতি) তার এই সাফল্যের এক অজানা গল্প তুলে ধরলাম মাত্র। কোচ মতিয়ার রহমান মতি এর জন্য অনেক পরিশ্রম করেছেন! নিজের সন্তানের মতো আগলে রেখেছন। জীবনে অনেক দুরে এগিয়ে যাও, এগিয়ে যেতে হবে, তোমার উপর সবার দোয়া আশির্বাদ আছে!
কিন্তু ইতিহাস ভুলে যেও না।
আমাদের সমস্যা একটাই আমরা ভালো কিছু পেলে অতীত ভুলে যাই খুব সহজেই!.
তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো! এগিয়ে যাও, সবাইকে মনে রাখিও।