
05/08/2024
আমরা ১৯৭১ এর যুদ্ধ দেখিনি,তবে ২০২৪ এর যুদ্ধ দেখলাম।
বাবা-চাচাদের মুখে শুনেছিলাম যুদ্ধের কথা,দেশ স্বাধীনের কথা।শুনেছিলাম লাখো মানুষের প্রানহানীর কথা।কিন্তু ২৪ এর যুদ্ধে নিজের চোখে দেখলাম সবটা।
দেখলাম,কিভাবে "শহীদ আবু সাঈদ" ভাইয়ের মতো শত ভাইকে হায়েনারা নির্মম ভাবে হত্যা করে।
দেখলাম,কিভাবে আমাদের বোনদের উপড় নির্মম অত্যাচার চালানো হয়।এই যুদ্ধ কোটা আন্দোলন কিংবা এক দফা দাবীর আন্দোলন নয়,
এই আন্দোলন স্বাধীনতার আন্দোলন,এই আন্দোলন বিজয়ের আন্দোলন।
হ্যাঁ,আমরা পেরেছি,আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি।
এখন আমরা স্বাধীন,আছে স্বাধীনতা।