Azad94.0

Azad94.0 অন্যকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করেন এবং নিজে অন্যের থেকে ভালো কিছু নেওয়ার প্রত্যাশা করেন।
(2)

আমার মেয়ের জন্য সকালে দোয়া করবেন।
27/07/2025

আমার মেয়ের জন্য সকালে দোয়া করবেন।

18/07/2025

Good night

17/07/2025

শুভ রাত্রি

15/07/2025

Good night

13/07/2025

(একটি জীবন-কবিতা)

আজাদ — নামেই আছে মুক্তির গান,
ভাঙে সে শৃঙ্খল, ভয়ে না মানে অপমান।
চলার পথে কাঁটা যত, বুক পেতে সয়ে যায়,
সত্যের দীপ্ত শিখা নিয়ে, আঁধার ভেদ করে চায়।

গ্রামে জন্ম, মাটির ঘ্রাণে গড়া তার সত্তা,
তবু চোখে ছিল শহর ছোঁয়ার দৃপ্ততা।
শিক্ষা, শ্রম আর সাধনার মাঝে
আজাদ গড়ে নিজেকে—নিরব বিজয় রাজপথে।

নয় সে কেবল নিজের জন্য,
পরের দুঃখে কাঁদে অন্তর-মন দিয়ে গড়া স্বপ্নবরণ।
সৎ পথে থেকে চালায় কলম কিংবা হাত,
তার জীবনে নেই কোনো ভেজাল আভাস।

কখনো কষ্টে, কখনো আলোয়,
আজাদ জানে—জীবন এক চলমান চাওয়া-পাওয়া।
সব হারিয়ে বলেও বলে—
"আমি আছি, কারণ আমি হার মানি না কভু কালে।"

এই তো আজাদ, এক জীবন-ছায়া,
তাকে দেখে শেখা যায়, কীভাবে হাঁটা যায় সত্য-ছায়ায়।
সে কবিতা নয় কেবল শব্দে লেখা,
আজাদের জীবন—এক জীবন্ত, সাহসী লেখা।

04/07/2025

তুমি যতই ভালো কিছু করোনা কেন? তুমি চলে যাওয়ার পরে তিন দিনের বেশি একমাত্র মা ছারা কেউ মনে রাখবেনা।

27/06/2025

🇧🇩শুভ সন্ধা❤️

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই। যদি তারা আমাকে হ"*ত্যা করেও ফেলে, 'তবুও এটাকে আমাদের পরাজয় মনে কোরো না। ইমাম হুসাইনে...
20/06/2025

“আমার জীবনের আলাদা কোনো মূল্য নেই।
যদি তারা আমাকে হ"*ত্যা করেও ফেলে, '
তবুও এটাকে আমাদের পরাজয় মনে কোরো না।
ইমাম হুসাইনের আদর্শে অবিচল থাকলে,,
বিজয় অবশ্যম্ভাবী _— আর সেই বিজয় আমাদেরই হবে।

শক্তি ও লোভের কাছে মাথা নত কোরো না, অন্যায়ের সামনে কখনও মাথা ঝুঁকিও না।!
মনে রেখো, প্রকৃত শক্তি অস্ত্র বা সংখ্যায় নয়,
প্রতিরোধেই আমাদের আসল শক্তি। '
পরাজয় নয়, প্রতিরোধই আমাদের পরিচয়।”
—= আয়াতুল্লাহ খামেনি

20/06/2025

বর্তমান সময়ে মানুষ মিথ্যাগুলোকে বিশ্বাস করে।
কিন্তু সত্যকে নয়।

19/06/2025

শুভ সন্ধ্যা

Address

Chandamary, Rajarhat, Kurigram
Rangpur
5610

Alerts

Be the first to know and let us send you an email when Azad94.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azad94.0:

Share

Category