Prismet crushes and confession

Prismet crushes and confession Send your message to us,

We will send to your loved one's �

01/09/2025

#চিঠি_নং_৩ঃ 🔥
তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৫

প্রিয় প্রিসমেট 💝

 #চিঠি_নং_২:তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫প্রিয় ১৫ তম ব্যাচের বন্ধু/ বান্ধবী,  আজ চিঠি দিবসে তোদের জন্য কয়েকটা কথা লিখতে মন ...
01/09/2025

#চিঠি_নং_২:
তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫

প্রিয় ১৫ তম ব্যাচের বন্ধু/ বান্ধবী,

আজ চিঠি দিবসে তোদের জন্য কয়েকটা কথা লিখতে মন চাইল। সব সময় তো আমরা গল্প করি, হাসাহাসি করি, কিন্তু একটা চিঠির ভেতর অনুভূতিগুলো অনেক বেশি সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়।

তোরা শুধু আমার বন্ধু না, তোরা আমার সবচেয়ে কাছের মানুষ । তোদের সঙ্গে ভাগ করে নেওয়া প্রতিটা মুহূর্ত আমার কাছে অনেক মূল্যবান। তোদের হাসি আমার মন ভালো করে দেয়, তোদের সাহসী কথা আমাকে অনুপ্রেরণা দেয়।

বন্ধুত্বের এই বন্ধনটা আমার কাছে সত্যিই অমূল্য। আমি চাই আমাদের এই সম্পর্কটা সময়ের সাথে আরও দৃঢ় হোক। দূরত্ব বা ব্যস্ততা কখনোই যেন আমাদের বন্ধুত্বকে আলাদা করতে না পারে।

আজকের এই বিশেষ দিনে তোদেরকে জানাতে চাই- তোরা আমার জীবনের অন্যতম বড় আশীর্বাদ। ধন্যবাদ আমার জীবনে থেকে যাওয়ার জন্য।

তোদের বন্ধু,
না জানাই থাকুক

 #চিঠি_নং_১ঃতারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫প্রিয় দূরত্বতম,ডাক নাম ভুলে গেলে সর্বনামে ডেকো..তবুও চিঠি লিখো। চিঠি তে নাহয় অতীতের...
31/08/2025

#চিঠি_নং_১ঃ
তারিখ: ১ সেপ্টেম্বর ২০২৫

প্রিয় দূরত্বতম,
ডাক নাম ভুলে গেলে সর্বনামে ডেকো..তবুও চিঠি লিখো। চিঠি তে নাহয় অতীতের নাম টাই রেখো,তবুও না হয় চিঠি দিও...!
১লা সেপ্টেম্বর, চিঠি দিবস৷
চিঠি দিবসের শুভেচ্ছা নিও 🤗🥰
১লা সেপ্টেম্বর ২০২৩ এর কথা মনে পড়লেই অনেক ভালো লাগে আমার।
প্রিয় কমরেড থেকেই এতো প্রত্যাশা।

সবশেষ ভালোবাসা বেঁচে থাকুক, তোলা থাকুক কাগজের ভাঁজে৷ 📜💌🌿

ইতি
Someone

 :5(BSC 12th batch)প্রিয় বান্ধবী তমা,শুভ জন্মদিন! 🎂তোর জীবনের প্রতিটা দিন ভরে উঠুক আনন্দ, হাসি আর নতুন নতুন অর্জনে। শুধ...
22/08/2025

:5
(BSC 12th batch)

প্রিয় বান্ধবী তমা,

শুভ জন্মদিন! 🎂
তোর জীবনের প্রতিটা দিন ভরে উঠুক আনন্দ, হাসি আর নতুন নতুন অর্জনে। শুধু আজকের দিনটাই না, সারা বছরটাই যেন তোর জন্যে বিশেষ হয়ে থাকে। আল্লাহ তোকে সুস্থ রাখুক, তোর স্বপ্নগুলো পূরণ হোক আর সামনে যেন আরো সুন্দর সুযোগ আসে। তুই যেমন হাসিখুশি থাকিস, তেমনই থাকিস সবসময়। অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোর জন্য। 🌸✨


আর ট্রিটটা সুন্দর করে দিয়ে দিস 🥱

 : 50To: AkashFrom: Unknown Batch: 17 (Diploma)আসসালামুয়ালাইকুম ভাইয়া।ভাইয়া দিয়েই শুরু করলাম। যদিও আপনি ক্রাস 🤭 যদিও...
18/08/2025

: 50

To: Akash
From: Unknown
Batch: 17 (Diploma)

আসসালামুয়ালাইকুম ভাইয়া।ভাইয়া দিয়েই শুরু করলাম। যদিও আপনি ক্রাস 🤭 যদিও ক্রাসকে ভাইয়া বলা জরুরী না। তারপরেও আপনি তো সিনিয়র 😘এই পেজে সব ছেলে মেয়েরা ক্রাসকে নিয়ে কত সুন্দর সুন্দর কথা লেখে।আমিতো গুছিয়ে কথা বলতেই পারিনা লেখা তো দুরের কথা🤭যাই হোক আপনার সাথে পরিচয় খুব সামান্য দিনের।আপনাকে ঠিক ভাবে চিনি না। আপনার সম্পর্কে কিছু জানিনা। কিন্তু হঠাৎ করেই আপনারে আমার ভালো লেগে গেছে❤️ আপনার সাথে কথা হয়নি ঠিকই কিন্তু প্রতিদিন মনে মনে আপনার সাথে কথা বলি আমি🥺আপনি হয়তো আমাকে দেখেছেন চিনতেও পারেন কিন্তু আপনি কি আমার মনের কথা বুঝতে পারবেন?🥺 আপনাকে দেখার জন্য প্রতিদিন কলেজে যাই কিন্তু আপনি তো কলেজে আসেন না🥺জানি আপনার এসবের প্রতি কোনো আগ্ৰহ নেই কিন্তু আমার কথা একটি বার হলেও ভেবে দেখিয়েন 🥺যদি আপনার আগ্রহ থাকে তাহলে আমি সামনাসামনি বসে কথা বলতে চাই আপনার সাথে❤️আপনার উত্তরের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন ❤️

ইতি
খুঁজে নিয়েন

05/08/2025

মানুষ মুলত বাপ্পারাজ 🙂

আসছে চিঠিও দিবস প্রিয় মানুষকে চিঠি দিচ্ছেন তো...💌                      ১ সেপ্টেম্বর...💙❤
03/08/2025

আসছে চিঠিও দিবস প্রিয় মানুষকে চিঠি দিচ্ছেন তো...💌
১ সেপ্টেম্বর...💙❤

31/07/2025

🔥এক্সটারনাল স্পেশাল 🔥

আমাদের এক্সটারনাল স্যার হলে ঢুকেন না — স্লো মোশনে নামে, যেন মিশন ইম্পসিবল! 😎🎬
বসে থাকেন ২ মিনিট, তারপর এমন রাউন্ড দেন, মনে হয় হাঁটছেন না, আত্মা কাঁপাচ্ছেন! 😭

হঠাৎ এমন চুপিচুপি পেছনে এসে দাঁড়ান — আমি ভাবি ভূত, পরে দেখি স্যার! 👻
লিখতে যাই, কলম কাঁপে… স্যার তাকায়, হাত কাঁপে… শেষমেশ আমি নিজেই কাঁপি! 😩✍️

নিস্তব্ধ হলরুমে জুতার টাপটাপ শব্দে মনে হয় থ্রিলার সিনেমা চালু — ব্যাকগ্রাউন্ডে বাজে: “তুই বাঁচবি না ভাই!” 🎵😱

সবচেয়ে ভয়ংকর ব্যাপার? কেউ কিছু করে না, তাও উনার সন্দেহ ২০০%!
স্যার আমাদের চেহারা দেখে বুঝে ফেলেন, আমাদের মনের ভিতর কি চলে 🧐📚

স্যার, আপনি থাকেন ঠিক আছে… কিন্তু এত রাউন্ড না দিয়ে একটু বসে চা বিস্কুট খাইলেও তো পারেন। 🤧

কখন জানি মুখ ফোশকে বলেই বসি “স্যার, একটু বসেন, আমরাই রাউন্ড দিয়ে আসি!” 🤧😂
(ফ্রম ইনবক্স)

26/07/2025

পরীক্ষা মোবারক!✨🎊

আগামী ১৫ দিন পরীক্ষার আনন্দ সবার সাথে ভাগ করে নিন। এই উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিন।🎉

আপনাদের জন্য রইল পরীক্ষার শুভেচ্ছা ও শুভকামনা।♥

24/07/2025

✍️🤦‍♂️

28/06/2025

মন আমার পাগলা রকেট 🚀
পড়ার টেবিলে বসে না 🥺
(এক্সাম ফ্যাক্টস) 🙇🤦🏼‍♂️

06/05/2025

💝

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prismet crushes and confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category