Gear Up Stories

Gear Up Stories বাস্তবতা বড়ই কঠিন, আমি আমার মত, নিজের মত চলতে ভালোবাসি, কে কি বললো বা বলবে, তাতে আমার কিছু যায় আাসে না।
(1)

28/05/2025

বেইমান রা সব সময় ভালো থাকে💔💘

cng পাম্প গুলোতে চলছে দুর্নীতি, বড় বড় ট্রাক লরি লাগিয়ে রাখে অবৈধ ভাবে, যার ফলে প্রাইভেট কারগুলো পাচ্ছে না কোন পেশার, ...
22/05/2025

cng পাম্প গুলোতে চলছে দুর্নীতি, বড় বড় ট্রাক লরি লাগিয়ে রাখে অবৈধ ভাবে, যার ফলে প্রাইভেট কারগুলো পাচ্ছে না কোন পেশার, তিন ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পরে প্রেসার পাওয়া যাচ্ছে না, সিএনজি দিয়ে গাড়িগুলো চালায় যেন খুব কষ্টকর হয়ে যাচ্ছে....

21/05/2025

Life Good বিজনেস প্লাটফর্মে আপনাকে স্বাগতম।⬇️ কাজের ধরন ⬇️🔴ওয়েলকাম বোনাস : একাউন্ট ফেরিফাই করলে কাজ শিখার জন্য ১০ টা সেক...
23/11/2024

Life Good বিজনেস প্লাটফর্মে আপনাকে স্বাগতম।
⬇️ কাজের ধরন ⬇️
🔴ওয়েলকাম বোনাস : একাউন্ট ফেরিফাই করলে কাজ শিখার জন্য ১০ টা সেকশন ভিডিও পাবেন, ভিডিও সম্পূর্ণ করে প্রতি সেকশন ১০০ টাকা করে মোট ১০ টি সেকশনে ১০০০ টাকা ওয়েলকাম বোনাস নির্দিষ্ট টার্গেট পূরণ করে ফ্রীতে পাবেন ✅ কাজ শিখাও হবে ১০০০ টাকা ইনকমাও হবে 😊

🟢 প্রতিমাসে ৩০০০ টাকা বেতন পাবেন নির্দিষ্ট টার্গেট পূরণ করেন [ একাধিক বার অর্জন করার সুযোগ আছে ]

🔵 বিনা মূল্যে অসংখ্য পণ্য বিক্রি করতে পারবেন, Ad মার্কেটিং করে ডলার ইনকাম করতে পারবেন ফ্রীতে ওয়েবসাইট পাবেন ✅

🔴 এমবি মিনিট অফার বিক্রি, লিডারশিপ বোনাস, রেফার কমিশন, টিম থেকে প্যাসিভ ইনকাম অফিশিয়াল গিফট লুফে নিতে পারবেন ✅

একাউন্ট ভেরিফাই করতে ২৫০ টাকা লাগবে যা ইনকাম এর তুলনায় অনেক অনেক কম আপনি হালাল ভাবে কাজটি আমাদের সাথে করতে পারেন 😊

🟥 প্রতিদিন কিভাবে ৫০০-১০০০ টাকা ইনকাম করবেন সেই গাইডলাইন আপনাকে প্রধান করা হবে ইনশাআল্লাহ।
আমাদের প্রতিদিন অফিশিয়াল লাইফ মিটিং রাখা হয়।

#লাইফ_গুড
#লাইফ_গুড_মানে_লাইফ_চেঞ্জ

সন্ধ্যা নামার আগ মূহুর্তে পাখিরাও নীড়ে ফিরলো, ঈদের ছুটিতে কত মানুষ প্রিয়জনের সাথে সময় কাটাতে দেশে ফিরলো.অথচ তুমি ফিরলে ন...
18/06/2024

সন্ধ্যা নামার আগ মূহুর্তে পাখিরাও নীড়ে ফিরলো, ঈদের ছুটিতে কত মানুষ প্রিয়জনের সাথে সময় কাটাতে দেশে ফিরলো.

অথচ তুমি ফিরলে না ঈদের আনন্দ টুকু আমার সঙ্গে ভাগ করতে...😞🥀

10/06/2024

অনেকেই ফেসবুকে কি করে পেমেন্ট পাওয়া যায় process জানতে চাইছো, তারা সবাই এটা মন দিয়ে পড়ো। এতে তোমাদেরই উপকার হবে । 🎉

ফেইসবুকে Bonus, Stars এগুলো কি, কিভাবে পাওয়া যায় অনেকেই আমরা জানিনা ।
১. প্রথমত Star ⭐️ সেট আপ অন হয় ৫০০ ফলোয়ার থাকলেই।
আর Star পেলে তোমরা আর্ন করতে পারবে। 1স্টার= 0.01 ডলার= 0.83টাকা।
** প্রসঙ্গত বলে রাখি Star ⭐️ কাউকে দিতে হলে কিনে দিতে হয়, প্রথমবার 29টা স্টারের দাম 30টাকা ।

২. এবার আসি Bonus এর ব্যাপারে, বোনাস পেতে হলে কোনোরকম ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র ফেইসবুক Invite করলে তবেই বোনাস প্রোগ্রাম এ যুক্ত হওয়া যায় আর এতে করে প্রতিটি পোস্টের থেকে ইনকাম হয় ।
এই Bonus প্রোগ্রাম চালু করতে হলে প্রধানত আমাদের যা করতে হবে সেটা হল রিচ, আর এনগেজমেন্ট বাড়াতে হবে।
রিচ আর এনগেজমেন্ট বাড়ানো মানে হলো পোস্টে প্রচুর পরিমাণে রিএক্ট, কমেন্টস পাওয়া ।
** এবার নিশ্চই অনেকে মনে মনে ভাববে আর কারো পোস্টে রিয়েক্ট, কমেন্ট করবো না । কিন্তু বলে রাখা ভালো যে অন্যের পোস্টে রিয়েক্ট কমেন্ট করলে নিজেদেরই রিচ বাড়ে। আর রিচ বাড়তে থাকলেই ফেসবুক বোনাস প্রোগ্রাম চালু করে দেবে।

** অনেকের দেখবে ফলোয়ার সংখ্যা অনেক তবু monetization হচ্ছে না। আবার অনেকের ফলোয়ার কম কিন্তু তবু টাকা পাচ্ছে ফেসবুক থেকে, এর কারণ একটাই। অন্যের পোস্টে যত বেশি রিয়েক্ট কমেন্ট করবে তত তোমার প্রোফাইল recommend করবে ফেসবুক,এতে তোমার বন্ধু বা ফলোয়াররা না করুক কিন্তু অন্যরা তোমার পোস্ট দেখতে পাবে, রিয়েক্ট কমেন্ট করবে ।

** আর follow back না পেলে unfollow করে দেওয়াটাও কিন্তু রিচ ডাউন করে।

** স্টিকার কমেন্টে কোনো বাধা নেই। কমেন্ট, রিয়েক্ট , শেয়ার এনগেজমেন্ট বাড়ায়, সেটা যেই কমেন্ট হোক না কেনো।

ফেসবুকে সবাই কমবেশি ফটো ভিডিও পোস্ট করে থাকে সেটা করে যদি সেখান থেকে ইনকাম করা যায় এর থেকে ভালো আর কি।
এবার হিং*সা করে ইগনোর না করে Like,🙏 Comment করে একে অপরকে

10/06/2024

দিন গেল, মাস গেল, বছর ঘুইরা বছর আইলো, সময়ের পরিবর্তন হইলো,
তবুও তার স্মৃতির বোঝা হালকা হইলো না..!❤️‍🩹

02/06/2024

আপনি কি টাকা দিয়ে লিচু কিনে দামি খোঁসা ফেলে দিচ্ছেন?
এই লেখা পড়ার পর আর এমনটা করবেন না 🤨

১.প্রথমে লিচুর খোঁসা গুলো বরফ ঠান্ডা পানিতে ৩০ মিনিট ভিজিয়ে রাখবেন।
২.এরপর পরিমাণ মতো লবণ, কিছুটা চিনি এবং কিছুটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিন।
৩.ভালোভাবে মাখানো হয়ে গেলে লিচুর খোঁসা গুলোকে কিছু সময়ের জন্য রোদে রেখে দিন যেন খোসায় থাকা পানিগুলো শুকিয়ে যায়।
৪.পানি শুকিয়ে যাওয়ার পর খোসা গুলোকে একটা পলিথিনে ভরে ১০ মিনিট অপেক্ষা করুন।
তারপর গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন।
কারণ আমিও নিজেও জানিনা এগুলা দিয়ে আপনি কি বানাবেন!!😎

যাইহোক মনোযোগ সহকারে পড়ার জন্য ধন্যবাদ 🫣

"যেখানে সেখানে লিচুর খোসা ফেলে পরিবেশ নষ্ট করবেন না" এটাই এই পোষ্টের মর্মার্থ।

Address

Rangpur

Telephone

+8801317158640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gear Up Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gear Up Stories:

Share