
01/09/2024
মানুষ কতটা খারাপ হলে এরকম জঘন্য কাজ করতে পারে, একটা জীবন্ত প্রাণী কে গরম পানি ঢেলে দেওয়া কি নির্মমতা। এদের ভিতরে কি একটুও মায়া নেই প্রাণীটির উপরে গরম পানি ঢেলে দিয়েছে।
কুকুরটি এখনো জীবিত আছে । এই কুকুরটি আমাদের বাড়ির পাশের দোকানে উঠোনে সারাদিন কয়েকটি কুকুর মিলে থাকে। অথচ এই কুকুরটি কারো কিছু ক্ষতি করেনা। অতঃপর কুকুরটি কার চোখে এতটা খারাপ হলো যে এই কাজটা করলো।
সৃষ্টিকর্তা জানে সবকিছু উনি সঠিক বিচার করার দায়িত্ব উনার