29/09/2025
#নার্সিং পেশার জননী.....
নার্সিং পেশার জননী বা প্রতিষ্ঠাতা হিসেবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল (Florence Nightingale) কে বিশ্বব্যাপী স্বীকৃতি দেওয়া হয়।
👉 তাকে “The Lady with the Lamp” নামেও ডাকা হয়।
👉 তিনি ক্রিমিয়ান যুদ্ধের সময় (১৮৫৩–১৮৫৬) আহত ও অসুস্থ সৈনিকদের সেবা ও পরিচর্যার মাধ্যমে নার্সিংকে একটি মর্যাদাপূর্ণ পেশায় রূপ দেন।
👉 তার উদ্যোগে আধুনিক নার্সিং শিক্ষা শুরু হয় এবং হাসপাতাল ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আসে।
তাই বলা হয় — “আধুনিক নার্সিং পেশার জনক/জননী হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল।”
Guidance Academy