
24/07/2025
মালয়েশিয়ার সেলাঙ্গরে Cinta Gaza Malaysia (CGM), MAPIM Malaysia ও MyAqsa Defenders-এর যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘GLOBAL MARCH FOR GAZA : SUMUD NUSANTARA’ শীর্ষক সম্মেলনে অংশ নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিনিধিত্বশীল এ আয়োজনে মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।