02/08/2024
কলমের কালি আজ রক্তে মিশে গেল,
বইয়ের পাতায় গুলির দাগ।
মেধার মূল্যায়ন চাইতে গিয়ে
বুকে পেলাম আগুনের আঁচ।
তবু থামব না, হার মানব না,
প্রতিটি প্রাণ আজ একটি মশাল।
অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠব,
ভাঙব এই অন্ধকারের কাল।
~ ইলমা বেহরোজ।