রংপুর বিনোদন

রংপুর বিনোদন Thanks for watching our funny videos 😊

ব্যক্তিগত জীবনে আমরা সবাই কম-বেশি ডিপ্রেসড। সময়টাও যে খুব একটা ভালো যাচ্ছে তাও না। সামনের দিকে অবস্থা হয়তো আরো দুর্বিষহ হতে পারে। এই অস্থির সময়ে, একটু স্বস্তি খুঁজে পাই এই পেইজের মাধ্যমে। এর মাঝে আমাদের অন্য কোনো লাভ নেই আসলে। আপনারাও অনেক ঠাট্টা করেন যেটা আমরাও ভীষণ এনজয় করি। এই হাসি-ঠাট্টাগুলোই আমাদের একটু স্বস্তির নি:শ্বাস নেয়ার সুযোগ করে দেয়।
এরই মাঝে কিছু সিরিয়াস ক্রিয়েচারের দেখা পাওয়া যায়;

এরা বোধ হয় ফেসবুক ব্যবহারই করে ঝগড়া করার জন্য। সামনে যা কিছু দেখে তাতেই লেকচার ঝেড়ে দেয়। একটা সামান্য ফেসবুক পেজের পোস্টগুলিও সহজভাবে নেয়ার মতো মানসিকতা যাদের নেই, তারা ব্যক্তিগত জীবনের কঠিন ব্যাপারগুলো কীভাবে মোকাবেলা করে সেই প্রশ্নটাও চলে আসে।
মাঝে মাঝে এদের কারণে পোস্ট করা অফ করে দিতে ইচ্ছে করে। তাতে আসলে খুব একটা উপকার হবে বলে মনে হয় না। মাঝে দিয়ে আমাদের ব্রিদিং স্পেসটা ছোট হয়ে আসবে। তাই আমরা আমাদের এন্টারটেইনমেন্ট চালু রাখবো। কারো কোনো সমস্যা থাকলে, লেকচার দেবার দরকার নেই, সময় নষ্ট না করে তৎক্ষনাৎ বিদায় জানান। এটা কোনো এয়ারপোর্ট না যে ঘোষণা দিয়ে বিদায় জানাতে হবে। এটা কোনো হসপিটালের আইসিইউ-ও না যে অল্পতেই সিরিয়াস হয়ে যেতে হবে। তাই অযথা চাপ নেবেন না কিংবা দেবেন না। খুব সহজ একটা ব্যাপার— বিনোদিত হলে সাথে থাকুন, আর বিরক্ত হলে দূরে ভাগুন

07/10/2025

এরা কারা, কোত্থেকে এলো এরা 🤣

07/10/2025

এইডা কি দেখলাম 🤣🤣

04/10/2025

পোলাপাইন এত দুষ্টু ক্যারে 😜

02/10/2025

ব্যক্তিগত জীবনে আমরা সবাই কম-বেশি ডিপ্রেসড। সময়টাও যে খুব একটা ভালো যাচ্ছে তাও না। সামনের দিকে অবস্থা হয়তো আরো দুর্বিষহ হতে পারে। এই অস্থির সময়ে, একটু স্বস্তি খুঁজে পাই এই পেইজের মাধ্যমে। এর মাঝে আমাদের অন্য কোনো লাভ নেই আসলে। আপনারাও অনেক ঠাট্টা করেন যেটা আমরাও ভীষণ এনজয় করি। এই হাসি-ঠাট্টাগুলোই আমাদের একটু স্বস্তির নি:শ্বাস নেয়ার সুযোগ করে দেয়।

এরই মাঝে কিছু সিরিয়াস ক্রিয়েচারের দেখা পাওয়া যায়; এরা বোধ হয় ফেসবুক ব্যবহারই করে ঝগড়া করার জন্য। সামনে যা কিছু দেখে তাতেই লেকচার ঝেড়ে দেয়। একটা সামান্য ফেসবুক পেজের পোস্টগুলিও সহজভাবে নেয়ার মতো মানসিকতা যাদের নেই, তারা ব্যক্তিগত জীবনের কঠিন ব্যাপারগুলো কীভাবে মোকাবেলা করে সেই প্রশ্নটাও চলে আসে।

মাঝে মাঝে এদের কারণে পোস্ট করা অফ করে দিতে ইচ্ছে করে। তাতে আসলে খুব একটা উপকার হবে বলে মনে হয় না। মাঝে দিয়ে আমাদের ব্রিদিং স্পেসটা ছোট হয়ে আসবে। তাই আমরা আমাদের এন্টারটেইনমেন্ট চালু রাখবো। কারো কোনো সমস্যা থাকলে, লেকচার দেবার দরকার নেই, সময় নষ্ট না করে তৎক্ষনাৎ বিদায় জানান। এটা কোনো এয়ারপোর্ট না যে ঘোষণা দিয়ে বিদায় জানাতে হবে। এটা কোনো হসপিটালের আইসিইউ-ও না যে অল্পতেই সিরিয়াস হয়ে যেতে হবে। তাই অযথা চাপ নেবেন না কিংবা দেবেন না। খুব সহজ একটা ব্যাপার— বিনোদিত হলে সাথে থাকুন, আর বিরক্ত হলে দূরে ভাগুন

29/09/2025

ইরানের মাস্টারপ্লান, চরম প্রতিশোধের অপেক্ষায় খামেনী

29/09/2025

ছি*ন*তা*ই এর নতুন ফাঁ*দ

27/09/2025

ব্রাজিল সাপোর্ট করলে এমনই হবে 🤣

25/09/2025

বাংলাদেশ কি জিতছে 🤣

25/09/2025

বাংলাদেশের ক্রিকেট খেলা আর দেখবি 😜

25/09/2025

আর বাংলাদেশের খেলা দেখবি ?? 🤣🙏

সুবহানাল্লাহ্ 🤲
24/09/2025

সুবহানাল্লাহ্ 🤲

22/09/2025

ব্রাজিল সাপোর্ট করলে যা হয় 🤣🤣

Address

Rangpur Town Hall
Rangpur
5400

Telephone

+8801766727611

Website

Alerts

Be the first to know and let us send you an email when রংপুর বিনোদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রংপুর বিনোদন:

Share

Category