কুড়িগ্রাম নিউজ বাংলা Kurigram news Bangla

কুড়িগ্রাম নিউজ বাংলা Kurigram news Bangla কুড়িগ্রাম সহ সারা বাংলাদেশের সব ধরনের নিউজ পেতে লাইক দিয়ে পাশে থাকুন। news
(1)

কুড়িগ্রাম পৌরসভার সুজামের মোড়ে সেনাবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ।ছবি : সংগৃহীত
12/07/2025

কুড়িগ্রাম পৌরসভার সুজামের মোড়ে সেনাবাহিনীর অভিযানে ৪০ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল জব্দ।
ছবি : সংগৃহীত

হরিপুর-চিলমারি তিস্তা ব্রিজে লাইটিং দেখতে হাজারো মানুষের ভিড়,।
12/07/2025

হরিপুর-চিলমারি তিস্তা ব্রিজে লাইটিং দেখতে হাজারো মানুষের ভিড়,।

কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জেরে এক কীটনাশক ব্যবসায়ী আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেছেন। রোববার (৬ জুলাই) সকাল...
06/07/2025

কুড়িগ্রামের রৌমারীতে পারিবারিক কলহের জেরে এক কীটনাশক ব্যবসায়ী আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেছেন।

রোববার (৬ জুলাই) সকালে উপজেলার চাক্তাবাড়ী কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার প্রাণ রক্ষা পায়। বর্তমানে তিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ভুক্তভোগী ফরিদুল ইসলাম (৪০) চাক্তাবাড়ী বাজারে কীটনাশকের ব্যবসা করেন। প্রায় ছয় বছর আগে তার বিয়ে হয় বামনের চর গ্রামের গফুর বাদশার মেয়ে বানেছা খাতুনের (২১) সঙ্গে। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে নানা সমস্যা ও কলহ চলছিল।

রবিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ফরিদুল দোকান থেকে কীটনাশক এনে গোপনে তা পান করেন। কিছুক্ষণ পরেই তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ফরিদুলের স্ত্রী বানেছা বলেন, “বিয়ের পর থেকেই আমাদের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। আজও ঝগড়া চলছিল, এরপর সে হঠাৎ বিষ খায়।”
অপরদিকে, ফরিদুলের বড় ভাই আশরাফুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন। হঠাৎ ফোন পেয়ে বাড়ি ফিরে ভাইকে হাসপাতালে নিয়ে যান।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অলোক কুমার বলেন, “রোগী প্রচুর পরিমাণ বিষপান করেছিলেন। দীর্ঘ সময় স্টোমাক ওয়াশ করার পর এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কয়েক দিন সময় লাগবে।”

রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, বিষয়টি পুলিশ জেনেছে তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

05/07/2025

ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি রোগীকে হ*ত‍্যা*চে*ষ্টা, গ্রেপ্তার ১

কু‌ড়িগ্রা‌ম জেলার চিলমারী‌ কমিটি ঘোষণার পরদিনই বিএন‌পির ২ নেতা‌কে অ'ব‌্যাহ‌তি #কু‌ড়িগ্রা‌ম  #চিলমারী
04/07/2025

কু‌ড়িগ্রা‌ম জেলার চিলমারী‌ কমিটি ঘোষণার পরদিনই বিএন‌পির ২ নেতা‌কে অ'ব‌্যাহ‌তি
#কু‌ড়িগ্রা‌ম #চিলমারী

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা মেলে শেষ বিকেলে।
04/07/2025

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে এমন দৃশ্য দেখা মেলে শেষ বিকেলে।

04/07/2025

সকল পদ থেকে অব্যাহতি...
মশাল মিছিল, ভাংচুর, দলীয় নেতাকে জখম করাসহ নানা অভিযোগে কুড়িগ্রাম জেলার নবগঠিত চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাঈদ হোসেন পাখি ও সদস্য আব্দুল মতিন শিরিনকে বিএনপির সকল পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

শীঘ্রই হতে যাচ্ছে হরিপুর তিস্তা সেতুর উ‌দ্বোধন।এমাসের শেষের দিগে চালু হবে তিস্তা সেতু।
04/07/2025

শীঘ্রই হতে যাচ্ছে হরিপুর তিস্তা সেতুর উ‌দ্বোধন।
এমাসের শেষের দিগে চালু হবে তিস্তা সেতু।

03/07/2025

ক্যাসিনো সম্রাট ও মাদকের গডফাদার,গ্রেপ্তারের দাবিতে আলেফের তেফতী বাজারে মানববন্ধন।

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেফতারপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রা...
03/07/2025

সাবেক প্রতিমন্ত্রীর রাজনৈতিক পিএস রাশেদ গ্রেফতার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের রাজনৈতিক সহকারী ও চাচাতো ভাই রাশেদুল ইসলাম রাশেদকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেফতার হওয়া রাশেদ রৌমারী উপজেলার মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।

📌 দুদকের নোটিশ সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের পরিবারকেসাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দু...
02/07/2025

📌 দুদকের নোটিশ সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের পরিবারকে
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের নামে থাকা সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) নোটিশ দিয়েছে।

প্রতিমন্ত্রী জাকির হোসেনের কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাসভবনে এ নোটিশ প্রদান করা হয়।

📎 নোটিশ প্রদানকারী:
দুদকের কুড়িগ্রাম জেলা অফিসের উপ-সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

02/07/2025

আজকে কুড়িগ্রামে NCP প্রোগ্রামে সারাদিন বসায় রেখে ১০০/- টাকা দেওয়ার অভিযোগ উঠে এসেছে অনলাইনে।

বিস্তারিত ভিডিওতে দেখুন।

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when কুড়িগ্রাম নিউজ বাংলা Kurigram news Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কুড়িগ্রাম নিউজ বাংলা Kurigram news Bangla:

Share