আলোর পথ ইসলাম シ︎

আলোর পথ ইসলাম シ︎ আলহামদুলিল্লাহ।

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাত...
12/04/2025

রাসূল (সাঃ) বলেছেন—"খোরাসান দিক থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আগমন করবে। তারা এমনভাবে এগিয়ে আসবে যে, কেউ তাদেরকে থামাতে পারবে না। শেষ পর্যন্ত তারা বায়তুল মুকাদ্দাসে (জেরুজালেম) পৌঁছাবে এবং সেখানে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে।"আরেকটি হাদিসে এসেছে—"তোমরা যখন খোরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে, তখন বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের সঙ্গে যোগ দিও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী...

Copy caption ✔️

25/03/2025

মাশাল্লাহ কলিজা ঠান্ডা করা তেলাওয়াত।,🍁🤲🌹

লাইলাতুল কদরের রাতে সহজ কিছু আমল যা করে আমরা অধিক সাওয়াব লাভ করতে পারি ইন শা আল্লাহ১◾কমপক্ষে ২ রাকাত তাহাজ্জুদ পড়া । ২...
21/03/2025

লাইলাতুল কদরের রাতে সহজ কিছু আমল যা করে আমরা অধিক সাওয়াব লাভ করতে পারি ইন শা আল্লাহ

১◾কমপক্ষে ২ রাকাত তাহাজ্জুদ পড়া ।

২◾তিন বার সূরা ইখলাস পাঠ ,, আয়তুল কুরসী পাঠ।

৩◾আল্লাহর ৯৯টা নাম একবার করে পড়া ।

৪◾নূন্যতম একটা হাদিস পড়া ।

৫◾সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ ।

৬◾সূরা কাহাফ পাঠ (সর্বনিম্ন ১০ আয়াত) ।

৭◾সূরা মূলক পাঠ ।

৮◾সর্বনিম্ন ১টাকা দান করা।

৯◾অধিক পরিমাণে দুরূদ ও ইস্তেগফার পড়া

১০◾অধিক পরিমাণে জিকির করা

১১◾অধিক পরিমাণে দোয়া করা - ( দোয়ার শুরুতে ও শেষে অবশ্যই আল্লাহর প্রশংসা ও নবীজি সা: এর উপর দুরূদ পড়তে হবে )

✓সবথেকে বেশি দোয়াটি করতে হবে তা হলো :

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কী (দোয়া) পড়বো?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে-

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন
(তিরমিজি)

✔️এছাড়া অন্যান্য জিকর করা (অবশ্যই আরবী দেখে পড়বেন) যেমন-

• লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

• লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির

• আস্তাগফিরুল্লহ

• ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

• সুবহানাল্লাহ

• আলহামদুলিল্লাহ

• আল্লাহু আকবার

• আল্লাহুম্মাগফিরলি

• সুবহানাল্লাহি ওয়াবিহামদীহি

• লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ

✓এবং দিনে কমপক্ষে একবার হলেও পাঠ করবেন :-

•“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا •

•"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”

🔹সহিহ হাদিসে এসেছে লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম !

অর্থাৎ উপরের দেয়া প্রতিটি আমল যদি আপনি লাইলাতুল কদরের রাতে করতে পারেন তবে হাজার মাস ধরে এ আমল গুলো করার সাওয়াব আপনি পেয়ে যাবেন ইন শা আল্লাহ...

তাই ফযীলতপূর্ণ এই রাতে আপনি যাই ইবাদত করবেন, তা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে হাজার মাস ইবাদতের সমান (সুবহানাল্লাহ)
তাই আমরা চেষ্টা করবো রমাদানের এই শেষ ১০ দিনের বেজোড় প্রতিটি রাতে ইখলাসের সাথে ইবাদতে মগ্ন থাকার এবং বেশি থেকে বেশি নিজের ও পুরো মুসলিম উম্মাহর জন্য দু'আ করার ইন শা আল্লাহ্

"অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশি হয়ে যাবে।" ইং শা আল্লহ ☝️🥀
21/03/2025

"অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে, তুমি খুশি হয়ে যাবে।" ইং শা আল্লহ ☝️🥀

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বলেছেন,,কন্যার অসন্তুষ্টিতে পিতা তার বিয়ে দিলে তা বাতিল বলে গণ্য হবে ✖️________...
20/03/2025

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম বলেছেন,,
কন্যার অসন্তুষ্টিতে পিতা তার বিয়ে দিলে তা বাতিল বলে গণ্য হবে ✖️

__________বুখারী-৫১৩৮✅

ইয়া রব, বুক ভারী হওয়া দুঃখের মেঘ গুলোকে তোমার কাছে জমা রাখলাম,তুমি সুখের বৃষ্টির বর্ষণে হালকা করে দিও..!! আমীন🌸
20/03/2025

ইয়া রব,
বুক ভারী হওয়া দুঃখের মেঘ গুলোকে তোমার কাছে জমা রাখলাম,তুমি সুখের বৃষ্টির বর্ষণে হালকা করে দিও..!!

আমীন🌸

তারা দুর্বল ?হাহ! তারা সফল, প্রকৃত সফল তারা (ইন শা আল্লাহ)দুর্বল ও অক্ষম তো আমরা!রব আমাদের অক্ষমতা গুলো মাফ করুনতাদের কা...
19/03/2025

তারা দুর্বল ?

হাহ! তারা সফল, প্রকৃত সফল তারা (ইন শা আল্লাহ)

দুর্বল ও অক্ষম তো আমরা!

রব আমাদের অক্ষমতা গুলো মাফ করুন
তাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন
এবং এমন ঈর্ষণীয় জীবনের শেষ সমাপ্তি আমাদেরও হায়াতের জিন্দেগীতে নসিব করুন, আমিন

১৮ রমাদান, ১৪৪৬ হি.

"রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়"তিরমিযি...
19/03/2025

"রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়"

তিরমিযি- ২৩৯৮

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when আলোর পথ ইসলাম シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর পথ ইসলাম シ︎:

Share