21/03/2025
লাইলাতুল কদরের রাতে সহজ কিছু আমল যা করে আমরা অধিক সাওয়াব লাভ করতে পারি ইন শা আল্লাহ
১◾কমপক্ষে ২ রাকাত তাহাজ্জুদ পড়া ।
২◾তিন বার সূরা ইখলাস পাঠ ,, আয়তুল কুরসী পাঠ।
৩◾আল্লাহর ৯৯টা নাম একবার করে পড়া ।
৪◾নূন্যতম একটা হাদিস পড়া ।
৫◾সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ ।
৬◾সূরা কাহাফ পাঠ (সর্বনিম্ন ১০ আয়াত) ।
৭◾সূরা মূলক পাঠ ।
৮◾সর্বনিম্ন ১টাকা দান করা।
৯◾অধিক পরিমাণে দুরূদ ও ইস্তেগফার পড়া
১০◾অধিক পরিমাণে জিকির করা
১১◾অধিক পরিমাণে দোয়া করা - ( দোয়ার শুরুতে ও শেষে অবশ্যই আল্লাহর প্রশংসা ও নবীজি সা: এর উপর দুরূদ পড়তে হবে )
✓সবথেকে বেশি দোয়াটি করতে হবে তা হলো :
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, একবার আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনি বলে দিন, আমি যদি লাইলাতুল কদর কোন রাতে হবে তা জানতে পারি, তাতে আমি কী (দোয়া) পড়বো?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে-
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন
(তিরমিজি)
✔️এছাড়া অন্যান্য জিকর করা (অবশ্যই আরবী দেখে পড়বেন) যেমন-
• লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
• লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহু হামদ, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির
• আস্তাগফিরুল্লহ
• ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
• সুবহানাল্লাহ
• আলহামদুলিল্লাহ
• আল্লাহু আকবার
• আল্লাহুম্মাগফিরলি
• সুবহানাল্লাহি ওয়াবিহামদীহি
• লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ
✓এবং দিনে কমপক্ষে একবার হলেও পাঠ করবেন :-
•“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।”
رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا •
•"হে আমার প্রতিপালক! আমার পিতা-মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।”
🔹সহিহ হাদিসে এসেছে লাইলাতুল কদরের এক রাতের ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম !
অর্থাৎ উপরের দেয়া প্রতিটি আমল যদি আপনি লাইলাতুল কদরের রাতে করতে পারেন তবে হাজার মাস ধরে এ আমল গুলো করার সাওয়াব আপনি পেয়ে যাবেন ইন শা আল্লাহ...
তাই ফযীলতপূর্ণ এই রাতে আপনি যাই ইবাদত করবেন, তা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে হাজার মাস ইবাদতের সমান (সুবহানাল্লাহ)
তাই আমরা চেষ্টা করবো রমাদানের এই শেষ ১০ দিনের বেজোড় প্রতিটি রাতে ইখলাসের সাথে ইবাদতে মগ্ন থাকার এবং বেশি থেকে বেশি নিজের ও পুরো মুসলিম উম্মাহর জন্য দু'আ করার ইন শা আল্লাহ্