Shehzad Adnan

Shehzad Adnan I'm A Freelancer
আমি শূণ্য দিয়ে পূর্ণ হয়েছি
চূর্ণ হয়েও ধন্য রয়েছি
Alhamdulillah For Everything.
(269)

20/06/2025

উপসংহার যদি বিচ্ছেদই হয়..
তাহলে সূচনা কেন এত মধুর .! 🙂

13/06/2025

যখন তুমি আলহামদুলিল্লাহ বলো তখন আল্লাহ তোমার জন্য মুচকি হাসি দেন! ❤️🌸

06/06/2025

ঈদ মুবারক!!
ঈদুল আযহার ত‍্যাগের মহিমায় সুপ্রশস্ত হোক আপনার সার্বিক সাফল‍্য ও শান্তিপূর্ণ সুন্দর ভবিষ‍্যত।
সে প্রত‍্যাশায়-
পাশে আছি আস্থাশীল ও আধুনিক ইনকাম ফ্রিল্যান্সিং/ড্রপ শিপিং ট্রেডিং শিখানোর প্রতিশ্রুতি নিয়ে
( জনতা ট্রেডিং):-telegram: janata_Trading.

শেহজাদ আদনান
Janata Trading BD CEO

আমি শূণ্য দিয়ে পূর্ণ হয়েছি চূর্ণ হয়েও ধন্য রয়েছি । Shehzad Ayaan
31/05/2025

আমি শূণ্য দিয়ে পূর্ণ হয়েছি
চূর্ণ হয়েও ধন্য রয়েছি ।
Shehzad Ayaan

নিঃশব্দ পাখার আছে প্রাণ, রয়েছে প্রবাদ। আমি স্পর্শ করিতেই হল তার উড়িবার সাধ।Shehzad Ayaan
29/05/2025

নিঃশব্দ পাখার আছে প্রাণ,
রয়েছে প্রবাদ।
আমি স্পর্শ করিতেই
হল তার উড়িবার সাধ।
Shehzad Ayaan

তুমি কখনো দেখো নি,হৃৎপিণ্ডের দূষিত হওয়ার আর্তনাদ। শুনতে চাওনি কেমন আছি!রাত জাগা দীর্ঘশ্বাস কিংবা সন্ধ্যার গর্জিত ব্যথাতু...
20/05/2025

তুমি কখনো দেখো নি,
হৃৎপিণ্ডের দূষিত হওয়ার আর্তনাদ।
শুনতে চাওনি কেমন আছি!
রাত জাগা দীর্ঘশ্বাস কিংবা
সন্ধ্যার গর্জিত ব্যথাতুর আর্তচিৎকার।

হয়তো তুমি ভুলে যাবে,
ভুলে যাবে আমি সমেত আস্ত একটা বিকেল।
কিংবা খুব ভোরে হতাশাগ্রস্ত মলিন অবয়ব।
কখনো শীতল চোখ,
কখনো বিস্তৃত জলরাশি।

এই শহর ভালো নেই,
কোথাও ভালো থাকা নেই,
তোমার হৃৎপিণ্ড জুড়ে আমি নেই।
নেই শতাব্দী জুড়ে মানুষের ভালো সাজার কোলাহল।

অথচ একদিন আমিও ছিলাম,
ছিলাম এই শহরে,
আহত ভীড়ে,
কিংবা অনাগত আকুতির শেষ দীর্ঘশ্বাসে।

Shehzad Ayaan

চরিত্র সবারই ভালো শুধু ধরা খাবার আগ পর্যন্ত। Shehzad Ayaan
20/05/2025

চরিত্র সবারই ভালো
শুধু ধরা খাবার আগ পর্যন্ত। Shehzad Ayaan

কেউ একজন বলেছিলো  আমি তোমাকে নিঃস্বার্থ ভালবাসি প্রথমে ভাবছিলাম মিথ্যে পরে খোজ নিয়ে দেখি ভুয়া।Shehzad Ayaan
13/05/2025

কেউ একজন বলেছিলো
আমি তোমাকে নিঃস্বার্থ ভালবাসি
প্রথমে ভাবছিলাম মিথ্যে
পরে খোজ নিয়ে দেখি ভুয়া।
Shehzad Ayaan

Invest সেখানে করো যেখান থেকে রিটার্ন আসবেসেটা টাকা হোক ভালোবাসা হোক কিংবা সময় । Shehzad Ayaan
11/05/2025

Invest সেখানে করো
যেখান থেকে রিটার্ন আসবে
সেটা টাকা হোক
ভালোবাসা হোক
কিংবা সময় ।
Shehzad Ayaan

10/05/2025

অল্প জ্ঞানে লাফালাফি, মধ্যেজ্ঞানে চুপ,
পূর্ণ জ্ঞানে বিনয়, শুদ্ধ জ্ঞানে রুপ...!

স্বার্থের এই শহরে    একদিন আমি সবাইরে পিছনে ঘূরামু আর যেই বয়সে সবাই ঘুরি উড়ায়    ওই বয়সে আমি টাকা উড়ামু।Shehzad Aya...
10/05/2025

স্বার্থের এই শহরে
একদিন আমি সবাইরে পিছনে ঘূরামু
আর যেই বয়সে সবাই ঘুরি উড়ায়
ওই বয়সে আমি টাকা উড়ামু।
Shehzad Ayaan

স্বার্থের এই যুগে ভালোবাসা মানে যেখানে মাংস বিলাসীআমার এই পাগল মোন একজনের প্রতি আজও বিশ্বাসী ।Shehzad Ayaan
10/05/2025

স্বার্থের এই যুগে ভালোবাসা মানে যেখানে মাংস বিলাসী
আমার এই পাগল মোন একজনের প্রতি আজও বিশ্বাসী ।

Shehzad Ayaan

Address

Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Shehzad Adnan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shehzad Adnan:

Share