Md Sohel

Md Sohel my name is sohel iam a freelancer and digital marketer specialist

17/08/2024

হযরত শেখ হাসিনার জন্য আমার খুব মায়া হচ্ছে 🤤

14/08/2024

দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত।

14/08/2024

হিন্দুদের কর্মকান্ডে এখন হিন্দু শব্দটা বলতে রুচিতে বাধে।!

11/08/2024

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম।

পুরোটা পরে দেখুন খুব ভালো লাগবে আপনাদের।

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।
কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।
কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?

কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, -"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?_

কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, -"কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।_

#কপি

ভালো মানুষ ফুলকে ভালোবাসে
10/08/2024

ভালো মানুষ ফুলকে ভালোবাসে

09/08/2024

আয়না ঘড়ের পতন হয়েছে, হাওয়া ভবন যেন মনে না করে যে তারা ক্ষমতায় আসবে।

26/02/2024

বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট ইহুদীরা গাজার 30 হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে।
তাদের প্রতি অজস্র ঘ্রিনা।

14/07/2023

আমি শ্রাবনের প্রেমে পরেছি।
কারন শ্রাবন আমাকে দেখিয়েছে বকুলের বাহার।
আমি বকুলের প্রেমে পরেছি।
কারন বকুল আমাকে দিয়েছে সুগন্ধীর মুগ্ধতা।
আমি বকুল বৃক্ষের প্রেমে পরেছি।
কারন সে আমাকে দিয়েছে প্রান জুড়াবার ঠাঁই।
(যেন সে আমার প্রিয়তমার মতো)

Address

Rangpur
5020

Telephone

+8801940820544

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sohel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sohel:

Share