
16/06/2025
টাকা কি আছে নাকি ভাগাভাগি শেষ??
সৈয়দপুরে ভিক্ষুকের ব্যাগে ও পরিধেয় কাপড়ে বিপুল অর্থ
বৃদ্ধ ব্যক্তির নাম মো. গনি।
তাঁকে সৈয়দপুরবাসী সবাই চিনে। ঝড়, বৃষ্টি, শীত গরম যাই হোক না কেন, তাঁর পড়নে থাকে মোটা কাপড় ও কাপড়ের ব্যাগ।
শনিবার (১৪ জুন) বিকেলে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের নিয়ে কাজ করা হিউম্যানিটি বাংলাদেশ নামে একটি সংগঠন তাঁকে পরিস্কার করাতে গিয়ে দেখেন তাঁর কাপড়ের ব্যাগে ও পড়নে থাকা পোশাকের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ টাকা।
পরে থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা দপ্তরের কর্মকর্তার উপস্থিতিতে অগণিত টাকার হিসেব করা হয়।
এতে দেখা যায় তাঁর কাছে ছিল ৩ লক্ষ ৬৯ হাজার ৫২ টাকা। এছাড়া অনেক টাকা ছেড়া ফাটা অবস্থায় পাওয়া যায়। টাকাগুলো বর্তমানে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের সমাজকর্মী রশিদুল ইসলামের কাছে গচ্ছিত রয়েছে।
সর্বশেষ তথ্য - বৃদ্ধ মো. গনি জানিয়েছেন তাঁর বাড়ী
রংপুরের আলমনগরের রবার্টসনগঞ্জ এলাকায়।
সেখানে যদি তাঁর কোন নিকটাত্মীয় থাকেন, তাহলে সৈয়দপুর থানা ও সৈয়দপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেল।
নীলফামারীর ফকিরের কাছেও লক্ষ লক্ষ টাকা থাকে।