Try One It

Try One It আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখতে চান ? কোর্স চলাকালীন সময় ইনকাম করতে পারবেন

বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের কাছে বিশ্বস্ত ও সেরা প্রতিষ্ঠান.
মার্কেটপ্লেস এর সেরা অভিজ্ঞ ট্রেইনার দ্বারা প্রশিক্ষণ পরিচালনা করা হয়. যার ফলশ্রুতিতে খুব দ্রুতই কোর্স চলাকালীন সময় একজন প্রশিক্ষণার্থী দক্ষতা অর্জন করে মার্কেটপ্লেসে আয় করতে পারে .
এখানে আপনারা লাইফটাইম সাপোর্ট পাবেন। সব থেকে মজার বিষয় হলো ২৪ ঘন্টা আমাদের সাপোর্টিং টিম কাজ করে. আমাদের সাপোর্ট টিমে 50 প্লাস

সদস্য রয়েছে. তারা যেকোনো সময় যেকোনো সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়ার জন্য কাজ করে থাকে. শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করাই আমাদের লক্ষ্য.

22-06-2024প্রযুক্তির  সহায়তায়  নারীর   ক্ষমতায়ন W O M E N    F R E E L A N C I N GDigital Marketing.Her Power Project...
22/06/2024

22-06-2024
প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন
W O M E N F R E E L A N C I N G
Digital Marketing.
Her Power Project DoICT Division.
কোটালীপাড়া সদর উপজেলা, গোপালগঞ্জ এর একদল মেধাবী ছাএীরা তারা তাদের কঠোর পরিশ্রমের দ্বারা, একদিন জয় আনবে আনবেই.....

শুভ কামনা রইলো সবার প্রতি।

Her Power Project - হার পাওয়ার প্রজেক্ট - ১৩০ উপজেলা
ICT Division, Bangladesh
CodersTrust Bangladesh

12/05/2024

💥 30 দিনের মধ্যে ক্লায়েন্ট পাওয়ার চ্যালেঞ্জ 💯

সপ্তাহ #১ Set a Goal
✅ আপনার টার্গেটেড প্রোস্পেফ্ট কে এপ্রোচ করার আগে আপনাকে একটি Goal Setup করতে হবে, আপনি একমাসে কত দিন ক্লায়েন্ট চান। আপনি কত revenue একমাসে জেনারেট করতে চান। এই Goal টি আপনাকে ফোকাস হেল্প করবে।
✅ আপনার সার্ভিস এর প্রাইস নিয়ে মার্কেট রিসার্চ করতে হবে। প্রতিটি ক্লাইন্ট এর জন্য প্রাইস রেট সেটআপ করবেন, আপনি ১ থেকে ৩০ দিন কাজ করলে কত টাকা চার্জ করবেন।

সপ্তাহ #২ Identify your skills
✅ আপনার স্কিল এর ডিমান্ড নিয়ে in depth রিসার্চ করতে হবে। এন্ড খুঁজে বের করবেন আপনি কোনটিতে এক্সপার্ট। (আপনি যদি SEO সার্ভিস দেন, তাহলে আপনি শুধু On-Page SEO বা Technical SEO, Off-Page SEO যেকোনো একটি তে এক্সপার্ট হবেন।)
✅ আপনি যদি কোনোটিতে এক্সপার্ট না হন তাহলে social media management সার্ভিস দিতে পারেন। (Fiverr এ অনেক সোশ্যাল মিডিয়া ম্যানেজার Canve ব্যবহার করে সার্ভিস দিতেছে)
✅ আপনি পার্সোনাল ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করবেন। সোশ্যাল মিডিয়াতে আপনার স্কিল প্রোমোট করার চেষ্টা করবেন।

সপ্তাহ #৩ Share Valuable Content
✅ inbound (leads/Clients) পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে ভ্যালুএবল কনটেন্ট শেয়ার করা অনেক ইম্পরট্যান্ট। আপনি যখন ভ্যালুএবল কনটেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, মানুষও সেগুলো শেয়ার করবে। দিন শেষে এটি আপনার অডিয়েন্স বাড়াতে বা টার্গেটেড প্রসপেক্ট এর কাছে যেতে হেল্প করবে।
✅ টার্গেটেড প্রসপেক্ট যদি আপনার প্রোফাইল ভিসিট করে তাহলে হাই চান্স থাকবেন ক্লায়েন্ট পাওয়ার।

সপ্তাহ #৪ 5 Cold Emails every day
✅ আপনি যদি জানেন কে আপনার টার্গেটেড প্রসপেক্ট তাহলে সেলস এ কনভার্ট করার একটাই মাদ্ধম থাকে রিচ করা।
✅ কমপক্ষে প্রতিদিন ৫ টি নতুন প্রস্পেক্টকে Cold Emails করবেন। ৭ দিন পরে পরে Follow Up করবেন।
✅ Make Sure করবেন ইমেইলটি personalized এন্ড মেনশন করবেন কিভাবে আপনি থাকে হেল্প করবেন। আপনি কি সার্ভিস থাকে অফার করছেন। আপনার ওয়ার্ক স্যাম্পল অ্যাড করতে ভুলবেন না।

➡️ This way you will definitely end up with 2-3 paid clients.✨

নোট: অনেকে বলে ইমেইল কাজ করে না। আপনি ইমেইল দিতে জানেন না তাই কাজ করে না। UGC Content নিয়ে যারা কাজ করে তারা বেশির ভাগ ক্লায়েন্ট ইমেইল থেকে পায়

29/09/2023

সোশ্যাল মিডিয়া মার্কেটিং
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এর বিষয়টি বর্তমানে বহুল জনপ্রিয়। এই ক্ষেত্রে সুবিধা হলো কাস্টমারের এনগেজমেন্ট ও ডিসকাশন কাজে লাগিয়ে মার্কেটিং সম্ভব হয়। যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে সরাসরি অডিয়েন্স সংযুক্ত থাকে, তাই এটি বর্তমানে অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর মাধ্যম থেকে অধিক কার্যকর বলে বিবেচনা করা হয়।

যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন, তাদের আয়ের একটি অসাধারণ উৎস হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ধরুন আপনি যদি ফেসবুক বা ইন্সটাগ্রাম এড এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানকে একাধিক মাধ্যমে উক্ত সেবা প্রদান করে মোটা অংকের আয় করতে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এর মাধ্যমেও আয় সম্ভব, যার চেয়ে সহজে ফ্রিল্যান্সিং করে আয়ের কোনো উৎস নেই বললেই চলে।

29/08/2023

Digital Marketing কাকে বলে?
যে মার্কেটিং ব্যবস্থায় বিভিন্ন ডিজিটাল মাধ্যম যেমন ইন্টারনেট, মুঠোফোন, সোশ্যাল মিডিয়া ইত্যাদি ব্যবহার করে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্য বা সেবা সমূহের প্রচার করে থাকে তাকে ডিজিটাল মার্কেটিং বলে।

27/08/2023

What is digital marketing, and why does it matter? That’s precisely what I plan to discuss today.

Digital marketing means using digital channels, like search engines, social media, email, mobile apps, and websites, to promote a product or service. This umbrella term also includes marketing using digital devices such as TV or radio.

Examples of online digital marketing include:

Search engine optimization (SEO): optimizing a website to improve its visibility and ranking on search engines like Google.
Pay-per-click advertising (PPC): paying for advertisements to appear on search engine results pages or social media platforms.
Social media marketing: creating and sharing content on social media platforms like Facebook, Twitter, and Instagram to increase brand awareness and engagement.
Content marketing: creating and sharing valuable content, such as blog posts, e-books, or videos, thus attracting and retaining a specific audience.
Leveraging traditional offline media for advertising: using radio and TV marketing, billboard advertising, print, and in-person events.

Digital marketing is the component of marketing that uses the Internet and online-based digital technologies such as des...
27/08/2023

Digital marketing is the component of marketing that uses the Internet and online-based digital technologies such as desktop computers, mobile phones and other digital media and platforms to promote products and services.

27/08/2023

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ কি?
দেখুন, বর্তমান বিশ্বের বাজার ব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে রূপ নিচ্ছে। সেদিন আর বেশি দূরে নয়, যখন মানুষ আর দোকানে কিংবা বাজারে গিয়ে পণ্য কেনা বন্ধ করে দিবে। তারা সবকিছু অনলাইনেই কিনে নিবে। কারণ ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে জীবনযাত্রা অনেক কঠিন হয়ে পড়েছে।

আর মানুষ সময় নষ্ট করে বাজারে গিয়ে পণ্য যাচাই বাছাই করার থেকে অনলাইনে যেকোন পণ্য সম্পর্কে সার্চ করে ব্যবহারকারীর অভিজ্ঞতা জেনে নিতে পারে। আর পছন্দ হলে সেই পণ্য একটি বিশ্বাসযোগ্য বিক্রেতার কাছ থেকে অনলাইনের মাধ্যমেই কিনে নিতে পারে।

আর এই অনলাইন বাজার ব্যবস্থা সম্পূর্ণভাবে ডিজিটাল মার্কেটিং এর ওপর নির্ভরশীল। আপনি যদি এখনই নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে না তুলতে পারেন, তাহলে আপনি এই বাজার ব্যবস্থায় টিকে থাকতে পারবেন না। কারণ আপনার পণ্য সম্পর্কে যদি মানুষ অনলাইনে জানতেই না পারে, কিংবা আপনার পণ্য যদি অনলাইনে কিনতে না পারে, তাহলে কোন ক্রেতাই আপনার পণ্য কিনবে না।

আপনি যদি ভবিষ্যতে আপনার ব্যবসাকে সফল হিসাবে দেখতে চান তাহলে এখনি সময়। এখনি উত্তম সময়, নিজেকে এবং নিজের ব্যবসাকে ডিজিটাল মার্কেটিং এর আওতায় নিয়ে এসে, ক্রেতার সামনে আকর্ষনীয়ভাবে নিজের পণ্যকে তুলে ধরার।

26/08/2023

যারা এসইও এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে এর মাধ্যমে আয় করতে চান।
যারা পেইড কিংবা আনপেইড বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক পোস্ট, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ওয়েবসাইট কিংবা ব্লগের ভিজিটর সংখ্যা বাড়াতে চান।
যারা কন্টেন্ট ক্রিয়েশন এবং ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে আগ্রহী।
বাস্তব প্রোজেক্টের মাধ্যমে হাতে-কলমে ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) শিখতে চান যারা।

25/08/2023

ফ্রিল্যান্সিং কারোও অধীনে না থেকে স্বাধীনভাবে উপার্জন করাকে বুঝায়। সুতরাং ফ্রিল্যান্সিং শিখুন, সফল ফ্রিল্যান্সার হয়ে উঠুন।

Address

Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Try One It posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Try One It:

Share